আসসালামু আলাইকুম

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

BitLocker দিয়ে USB ড্রাইভ লক করুন!


উইন্ডোজ সেভেনের টিপ নিয়ে রিয়া নামে একজনের ধারাবাহিক লিখার কথা ছিল। সে আর লিখতে পারবে না, তার প্রতি সম্মান থেকে আমি মাঝে মাঝে লিখবো হয়তো। আজ সহজ একটা টিপ দেখাবো, কিভাবে Bitlocker ইউস করে ইউএসবি ড্রাইভ লক করবেন, স্টেপ বাই স্টেপ লিখবনা, তবে পিক দিবো, যেন বুঝতে সমস্যা না হয়- এই ফিচারটা অনেকেই ইউস না করে বাইরের সফটওয়্যার ইউস করেন, কিন্তু উইন্ডোজ সেভেনে [ভিস্তাতেও থাকতে পারে, সিউর না] এটা বিলট ইন আছে।

প্রথমে USB  ড্রাইভ ঢুকিয়ে Control Panel>BitLocker  Drive Encryption এ যান। খুঁজে না পেলে উইন্ডোজ সার্চ দেন! নিচের ছবির মত আসবে। এখানে থেকে সেট করতে পারবেন পাসওয়ার্ড।

এখানে Turn On BitLocker এ ক্লিক করলে নিচের ছবির মত কাজ শুরু হবে।

এবার পাসওয়ার্ড চেয়ে একটা উইন্ডো আসবে।

এবার একটা উইন্ডো আসবে, যেটা রিকভারি কি সেভ করে / প্রিন্ট করতে  বলবে, ভুলে গেলে এখান থেকে পাবেন; এটাও হারালে কি করবেন জানিনা! :P

Start Encrypting এ ক্লিক করলে কাজ শুরু হবে।

প্রসেস চলতে থাকবে, সাইজের উপর নির্ভর করবে যে কত সময় লাগবে।

এই সময় Control Panel এ ও একই মেসেজ দেখবেন।

Encryption is complete! :D

এবার আপনি ইউএসবি ঢুকালে ওপেন করতে পাস চাইবে।

যদিও এই কাজটা সেভেন করেছেন, পেনড্রাইভ এক্সপি/ ভিস্তাতে ঢুকালেও পাসওয়ার্ড  চাইবে।।

ধৈর্য নিয়ে টিউন না পড়ার জন্য ধন্যবাদ! ;)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More