আসসালামু আলাইকুম

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

উইন্ডোজ সেভেনে iso ফাইল থেকে কিভাবে সিরিয়াল কি বের করবেন! ;)


এই তথ্য যাদের জানা নেই, তাদের জন্য। উইন্ডোজ সেভেনের ডিস্ক এর মধ্যেই প্রোডাক্ট কি থাকে, সেটা কি জানেন??

না জানলে জেনে নিন!

১))  আপনার কাছে যদি শুধু iso ফাইল থাকে, তা extract করুন, আর ডিস্ক থাকলে ঢুকিয়ে নিন [ডিস্ক এ একটিভেটর ই পাবেন, আমি শুধু একটা ট্রিক দেখাই]

২)) Sources একটা ফোল্ডার পাবেন, ওপেন করুন!

৩)) একটা ফাইল খুঁজুন, product.ini এবং তা ওপেন করুন।

৪)) স্ক্রল করে নিচের দিকে যান, শুধু সেই ভার্সন না, অন্যান্য ভার্সন এর কি ও পাবেন!


আমি আমার টিউনগুলো সুন্দর করে করতে পারতেছিনা; কারেন্ত একটা মেইন ফ্যাক্ট; সাথে বর্তমানে আমার নেট স্পীড ১২৮ কেবি; কিউবির নীতি অনুসারে। আশা করি, এই ট্রিকটা জেনে ভাল লাগলো! ;)

আশা করি, নেক্সট টাইম ভালো কোনও বিষয়বস্তু নিয়ে টিউন করব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন! :)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More