আসসালামুআলাইকুম , সবাই কেমন আছেন , নিশ্চয়ি ভালো এবং আসা করি সবসময় থাকবেন , আজ থেকে আমি আপনাদের ইলাস্ট্রেটর নিয়ে ধারাবাহিক টিটোরিয়াল দিয়ে জাওয়ার চেষ্টা করে জাবো , আসা করি পাশেই থাকবেন ।
প্রথম পর্ব দেখে ছোট মটো কাজ দিয়েই শুরু করা যাক
Step 1 :
প্রথমে rectangle tool নিয়ে দুইটি 300 pt by 80 pt এবং 300 pt by 40 pt Rectengle নিতে হবে ।
Step 2 :
তারপর রেকটেঙ্গেল দুইটিকে সিলেক্ট করে Align থেকে যথাক্রমেHorigentalAlignCenter ওVerticalAlignCenter করে দিতে হবে ।
প্রথম পর্ব দেখে ছোট মটো কাজ দিয়েই শুরু করা যাক
Step 1 :
প্রথমে rectangle tool নিয়ে দুইটি 300 pt by 80 pt এবং 300 pt by 40 pt Rectengle নিতে হবে ।
Step 2 :
তারপর রেকটেঙ্গেল দুইটিকে সিলেক্ট করে Align থেকে যথাক্রমেHorigentalAlignCenter ওVerticalAlignCenter করে দিতে হবে ।
Step 3:
তারপর star tool নিয়ে একটি ত্রিভুজ আকতে হবে , যদি তা তিন কোণা না হতে তারার মত হয় তাহলে কিবোর্ড থেকে উপর নিচে জাওয়ায় কী গুলো দিয়ে ঠিক করে নেওয়া জায় ।
Step 4 :
তারপর ত্রিভুজ টিকে আবার কপি করে বড় ত্রিভুজ টার নিচে বসাতে হবে , ( কালার গুলো আপনারা দেখলেই বুঝবেন )
Step 5:
এবার উপরের অংশের পালা , প্রথমেE lips Tool নিইয়ে চিত্রের মত করে একটি elips তৈরি করতে হবে ।
সাথে একটু গ্র্যাডিয়েন্ট দিলেও মন্দ হয় না
সাথে একটু গ্র্যাডিয়েন্ট দিলেও মন্দ হয় না
Step 6:
elips গুলো কে কপি করে নিচের চিত্রের মত সারি হিশেবে সাজাতে হবে , তারপর এগুলো কে সিলেক্ট করে রাইট ক্লিক করে group করে নিতে হবে ।
elips গুলো কে কপি করে নিচের চিত্রের মত সারি হিশেবে সাজাতে হবে , তারপর এগুলো কে সিলেক্ট করে রাইট ক্লিক করে group করে নিতে হবে ।
Step 7 :
আগের গ্রুপ টি কে পেন্সিলের উপর বসাতে হবে , এবার ইরেজারের পালা
তারপর rounded rectenguler টুল নিয়ে নিচের চিত্রের মত করে একটি ইরেজার বানিয়ে তা পেন্সিলের উপর বসাতে হবে ।
আগের গ্রুপ টি কে পেন্সিলের উপর বসাতে হবে , এবার ইরেজারের পালা
তারপর rounded rectenguler টুল নিয়ে নিচের চিত্রের মত করে একটি ইরেজার বানিয়ে তা পেন্সিলের উপর বসাতে হবে ।
যদি তা উপরে শো করে তাহলে রাইট ক্লিক করে arenge থেকে send to back করে দিতে হবে , ব্যাস হয়ে গেলো , এবার একটা নাম লাগিয়ে দেন
এবাই ইচ্ছা মত আকুন
যারা ইলাস্ট্রেটর এ একেবারে নতুন তাদের জন্য এই বই টি আসা করি অনেক কাজে দিবে
যারা ইলাস্ট্রেটর এ একেবারে নতুন তাদের জন্য এই বই টি আসা করি অনেক কাজে দিবে
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন