বিভিন্য কারনে আমরা আমাদের হার্ড ডিস্ক এর পার্টিশন করতে চাই। অনেক সময় দেখা যায় পুরনো হার্ড ডিস্ক হবার কারনে এই কাজটি করতে ভয় পাই ভেবে থাকি যে আমাদের ড্রাইভে থাকা ডাটা গুলো মুছে যাবে যদি পার্টিশন দেই। কিন্তু আপনি এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন যদি আপনার উইন্ডোজ ৭ থাকে কোন প্রকার সফটওয়্যার ছারাই পারবেন। এবং এই সিস্টেম দিয়ে করলে আপনার ড্রাইভ পার্টিশন ঠিক এ হবে কিন্তু কোন ধরনের ডাটা হারাবে না। মানে ব্যপারটা হচ্ছে মনে করেন আপনার একটি ড্রাইভে মোত স্পেস আছে ৩জিবি এখন আপনি চাইছেন এই ড্রাইভ থেকে ১জিবি স্পেস নিয়ে আরেকটি ড্রাইভ বানাতে এবং স্পেস নেবার সময় জেনো যেই ড্রাইভ থেকে নিচ্ছেন সেই ড্রাইভের ডাটা গুলো না হারিয়ে যায়। বুঝা গেছে বস? এটা আসলে বেসিক লেভের একটি টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করা যাক?
১, প্রথমে My Computer এর মাঝে রাইট ক্লিক করে Manage এ ক্লিক করে ঢুকুন।
২। এবার নতুন পপ আপ উইন্ডোজ এসেছে তাই না? এখানে Storage থেকে Disk management এ ক্লিক করুন
৪। এবার আপনি যে ড্রাইভ টি পার্টিশন করতে চান সেতি সিলেক্ট করুন। এবং রাইট ক্লিক করে Shrink Volume অপশন টি সিলেক্ট করুন।
৫। এবার এরকম একটি উইন্ডোজ আসবে অপেক্ষা করুন।
৬। এবার আপনি ঠিক করে দিন কতখানি স্পেস আপনি shrink করতে চান তারপরে এন্টার দিন।
৭। মনে রাখতে হবে আপনার ড্রাইভের ফ্রী স্পেস থেকে যেনো বেশি না হয়। আগে ড্রাইভের সাইজ টি দেখে নিতে ড্রাইভের উপরে ক্লিক করে Properties ওপেন করলেই দেখে নিতে পারবেন।
৮। যাই হক এবার Shrink বাটনে ক্লিক করুন সাইজ টাইজ ঠিক মত দেখে নেবার পরে।
৯। এবার দেখবেন নতুন একটি খালি রো স্পেস হয়ে আছে এটিকে রাইট ক্লিক করে New Simple Volume দিন।
১০। এমন দেখতে পারবেন।
১১। Next এ ক্লিক করুন। নতুন করে আবার ফ্রী স্পেস টিকে পার্টিশন করতে যেটি আমরা স্রিঙ্ক করে বের করে নিয়ে আসলাম আরেকটি ড্রাইভ থেকে।
১২। এবার নতুন এই ড্রাইভের জন্য একটি লেটার চুস করুন।
১৩। এবার ফরম্যাট করে নিতে পারেন।
১৪। ফিনিশ দিতে পারেন এবার। New Volume টি মাত্র তৈরি হয়েছে তাই এরকম অপশন দেখতে পারবেন ওপেন করুন আপনার ড্রাইভ তৈরি করার কাজ শেষ।
১৫। এবার my Computer এ গিয়ে দেখুন নতুন ড্রাইভ হয়ে গেছে। মজা নেন মজা।
একি ভাবে আপনি বার বার এবং যত ইচ্ছে ড্রাইভ তৈরি করতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন