আসসালামু আলাইকুম

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

মজার জিনিশ 3D ( ধারাবাহিক ইলাস্ট্রেটর টিউটোরিয়াল)


আবারো স্বাগতম সবাইকে আমাদের ক্লাসে :D
আসা করি ভালোই আছেন , আজ আমরা 3D ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব , আমার থেকে ইলাস্ট্রেতোরের 3D টাই বেশ মজার লাগে , ত্রি ডি তে আমরা যেকোনো বস্তুর এক পাশের আকাত তো?ঈরি করবো আর ইলাস্ট্রেটর তাতে কাজ করে নিজেই সম্পুর্ন করে তুলবে , বলা যেতে পারে আমরা কঙ্গাল আকব আর থ্রি ডি তাতে মাংস লাগাবে :D
তো প্রথমেই সাধারন ভাবের শুরু হোক ,
এখানে একটি ইফেক্ট দেখানো হলো ঃ-
স্টেপ ১।
আমরা একটি বোতল তৈরি করবো এখন
প্রথমে কিছু না বুঝেই পেন্টুল টা নিয়ে নিচের চিত্রের মত করে একটি শেপ তৈরি করতে হবে।
স্টেপ ২।
এখন টুল বক্স থেকে scissors tool টি নিয়ে বতলের মুখের ছিপি বানানোর অংশের encore point এ ক্লিক করতে হববে ।
অর্থাৎ আমরা  এখানে বতলের বিভিন্ন অনশ আলাদা করবো ।
এভাবে করতে থাকবো
স্টেপ ৩।
এবার উপরের অংশকে  সিলেক্ট করে আমরা তাকে কালার করব ।

আবারো করতে থাকবো ।

Again :D
স্টেপ ৪।
এভাবে সকল ভাগ কালার সেট করার পর সবগুলাকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করবো ।

স্টেপ ৫ ।
এর পরের কাজ পান্তাভাত :D
effect>>>3D>>revolve এ গিয়ে চিত্রের মত করে ফলো করুন
দেখুন কি বানিয়ে ফেলেছেন আপনি :D

একই ভাবে আমরা কোকাকোলা , পেপ্সির বোতল ও বানাতে পারি :D

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More