আমরা জানি যেকোন ধরণের ড্রাইভ যেমন: হার্ডডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ,
ডিভিডি ড্রাইভ, রিমোভেবল ড্রাইভ (পেন ড্রাইভ, মেমোরী কার্ড) ইত্যাদি
ড্রাইভে যদি ভাইরাস থাকে আর সেটা পিসিতে লাগানোর
সাথে
সাথে অটোরান (Auto Run) হয় অর্থাৎ নিজে থেকেই চালু হয়ে যায় তাহলে সেই
ড্রাইভের ভেতরে লুকিয়ে থাকা ভাইরাসগুলোও পিসিতে ইন্সটল হয়ে পিসির বারোটা
বাজায়। তাই আমরা এই ড্রাইভগুলোর অটোরান (Auto Run) বন্ধ
করে রাখতে চাই। কিন্তু আমরা অনেকেই জানিনা বা খুঁজে পাইনা কোথা থেকে এটা
বন্ধ বা চালু করব। এর জন্য ৬৭৭ কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ব্যবহার
করতে পারি। এটা ইন্সটল করতে হয়না শুধু রান করালেই চলে। তারপর পছন্দের
অপশনটিতে টিক চিহ্ণ দিয়ে Apply করে পিসি রিস্টার্ট করলেই হলো। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন