আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

এক্সেলে সংখ্যার পূর্বে ০ (শূন্য) দিতে চাচ্ছেন?

এক্সেলে কোন সংখ্যা যদি ০ (শূন্য) দিয়ে শুরু হয় তবে লিখার পর শূন্যটি থাকেনা। যেমন আপনি লিখলেন ০০১ তা হয়ে যাবে শুধু ১, যদি প্রয়োজন হয় তবে যে সেলগুলোতে সংখ্যার
শুরুতে শূন্য প্রয়োজন সে সেলগুলো সিলেক্ট করুন। Format Menu >> Cells এ ক্লিক করুন। এবার Format Cells Dialogue Box এর NUmber ট্যাব এর Category এর অধীনে Custom সিলেক্ট করুন। এবার ডানপাশে Type এর নিচে যেখানে General লেখাটি রয়েছে General মুছে দিয়ে টাইপ করুন ০০ বা ০০০ বা ০০০০ অথবা যত অংকের সংখ্যা লিখবেন ততটা শূন্য। তারপর ওকে করুন। এর একটু উপরে Sample এর দেখুন কেমন হবে আপনার লিখা সংখ্যাটি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More