আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

এক্সেলে নির্দিষ্ট সেলগুলো ফরমেট করুন এক ক্লিকে

একটি রেজাল্ট শীট তৈরি করা হয়েছে। এখন দেখা প্রয়োজন কোন কোন বিষয়ে ৩৩ এর নিচে নম্বর রয়েছে এবং কোন কোন বিষয়ে ৮০ এর উপর নম্বর রয়েছে। খুঁজে খুঁজে বের করা অনেক কঠিন।
এটা করতে হলে কন্ডিশনাল ফরমেট করতে হবে। প্রথমে যে অংশটুকু অর্থাৎ যে কয়টা রো বা কলাম এর মধ্যে এ কাজটি করতে চান সে অংশটুকু সিলেক্ট করুন। এবার Format Menu >> Conditional Formatting এ ক্লিক করুন। এবার যদি চাই ৩৩ এর নিচে কোন কোন সেল রয়েছে তাহলে মাঝের Drop Down menu থেকে Less than সিলেক্ট করুন। ডানপাশের ঘরে লিখুন ৩৩ । Format বাটনে ক্লিক করুন। Font ট্যাব থেকে ইচ্ছেমতো ফন্ট এর কালার দিন Patterns ট্যাব থেকে সেলের কালার কী হবে তা সিলেক্ট করে দিন। এবার নিচের দিকে Add বাটনে ক্লিক করুন। আবার মাঝের ঘরে Drop Down menu থেকে Greater than সিলেক্ট করুন এবং ডানদিকের ঘরে লিখুন ৮০। এবার পূনরায় ডানপাশের Format বাটনে ক্লিক করুন এবং কালার সিলেক্ট করে দিন। এবার দুইবার ওকে বাটনে ক্লিক করুন। দেখুন আপনার চাহিদা পূরণ হয়েছে কিনা?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More