আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

এক্সেলে ডকুমেন্টের পাতার নিচে পাতা নম্বর, ফাইল নেম এন্ড পাথ দিতে হলে..

এক্সেলে করা কোন ডকুমেন্টের ফুটারে যদি পাতা নম্বর বা ফাইলের নামসহ লোকেশন দিতে হয় তাহলে
File Menu হতে Page Setup > Header/Footer ট্যাব হতে Custom Footer এ ক্লিক করতে হবে। যেদিকে প্রয়োজন সেদিকের Section এ কার্সর রাখতে হবে।  এবার
** যদি পাতা নম্বর প্রয়োজন হয় তাহলে টাইপ করতে হবে &[page]
** যদি মোট পাতার কত নম্বর পাতা তা দেখাতে হয় তাহলে টাইপ করতে হবে &[page] of &[pages]
** যদি ফাইল নেম এন্ড পাথ দিতে চাই অর্থাৎ ফাইলের নাম লোকেশান চাই তাহলে টাইপ করতে হবে &[Path]&[File]
** ফন্ট এবং ফন্ট সাইট পরিবর্তন করতে হলে  বাটনে ক্লিক করে পরিবর্তন করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More