আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

অফিস এপ্লিকেশনে ট্যাব আনুন ফটোশপ বা ইন্টারনেট ব্রাউজারের মতো...

অফিস এপ্লিকেশন যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কিংবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রামগুলোতে আমরা একাধিক ফাইল খুললে এগুলো অন্যান্য প্রোগ্রামগুলোর সাথে টাস্কবারে জমা
হতে থাকে। যখন যে ডকুমেন্ট প্রয়োজন তার উপরে ক্লিক করে আমরা কাজগুলো করে থাকি। এতে সমস্যা হলো খুঁজে বের করতে সমস্যা হয়। আর সময়ও অপচয় হয়। কিন্তু এমন যদি হয়, ফটোশপ কিংবা ইন্টারনেট ব্রাউজারগুলোর মতো উপরের দিকে ট্যাব করে অনেকগুলো ডকুমেন্ট খুলে রাখা যায় তাহলে নিশ্চয়ই খুব ভাল হবে। এ কাজটি করতে হলে ১২ মেগাবাইটের একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তাহলেই নিচের ছবির মতো ট্যাব তৈরি হবে।
ডাউনলোড করুন: লিংক ১, লিংক ২,
লিংক ৩

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More