আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

এক্সেলে ছক বা টেবিলের হেডিং প্রতি পাতায় চাইলে

এক্সেলে একের অধিক পাতায় একই ছক বা টেবিল বা অন্য কোন কাজ করার পর প্রিন্ট
নিলে যদি হেডিং সবপাতার মাথায় না থাকে তাহলে কোনটা কোন কলাম সেটা বুঝার উপায় থাকেনা। এম এস ওয়ার্ডে আমরা টেবিল ম্যানু থেকে Heading Rows Repeat এ ক্লিক করলে যা হয়। এক্সেলে এ কাজটা করতে চাইলে File >>> Page Set up
>>> Sheet tab >>>Rows to repeat at top এর ডানপাশে একটা ছোট লাল তীর চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করে যে কয়টা Row প্রয়োজন সে কটা Row সিলেক্ট করে এন্টার চাপতে হবে। তারপর ওকে করে বের হয়ে আসতে হবে। এবার প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখুন প্রতিটি পাতার উপরেই এই Row গুলো রয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More