আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

সিম কার্ড এর নাম্বার কি ভাবে জানবেন

সবাইকে অনেক অনেক সালাম জানিয়ে শুরু করছি আজকের মাইক্রো টিপস্, মনে করেন আপনি নতুন একটি সিম কিনার ১/২ দিন পর রিচার্য করার জন্য দোকানে গিয়ে মনে হল সিমের নাম্বার জানা নেই, তখন কি করবেন? আপনাদের সমস্য দুর করার জন্য আমার এই মাইক্রো টিপস্, নিচে ৪ টি কোম্পানির নাম্বার দেয়া হল, আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই কোম্পানির জন্য নির্দধারিত নাম্বারটি টাইপ করে সেন্ড বাটন (যে বাটন চেপে কল করা হয়) চাপুন এবং দেখুন আপনার নাম্বারটি কত সুন্দর ভাবে দেখানো হচ্ছে।
gp user-*2#
banglalink user-*666#
airtel user-*121*6*3#
robi user-*140*2*4#

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More