আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

যে নামে ফোল্ডার তৈরি করা যায় না

আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন, আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে, আবার অনেকে ব্যবহার করি শখে তবে যে যেকারনেই ব্যবহার করিনা কেন, কম বেসি সবাই সব সময় নতুন কিছূ শিখতে চাই, আর শিখার কোন শেষ নেই, আমরা প্রতিনিয়তই চলা-ফেরা, কাজ করতে গিয়ে বিভিন্ন কিছু শিখছি, আর নতুন কিছু শিখার যে কত আনন্দ সেটা তারাই বেশি বুঝতে পারে যারা ছোট একটি কাজ শেখার জন্যও মন থেকে অনেক আগ্রহ অনুভব করে। আমি আসলে কম্পিউটারের বিষয়ে খুব বেশি কিছু জানি না, অল্প যা কিছু যানি তাই এখানে নিয়মিত উল্লেখ করার চেষ্টা করব, যারা এই বিষয় গুলো জানেন তাদের পড়ার দরকার নেই, যারা না জানেন তারা জানার আগ্রহ থাকলে পড়তে পারেন। অনেক কথা বললাম, এবার কাজের কথায় আসি, এবার আমি আপনাদের সামনে উল্লেখ করব ফোল্ডারের বিষয়। আমরা কম্পিউটারে বিভিন্ন ফাইল রাখার জন্য বিভিন্ন নামে ফোল্ডার বানাই, কিন্তু আমরা অনেকেই জানিনা এমন কিছু নাম আছে যে নামে কোন ফোল্ডার বানানো যায় না নিচে নাম গুলো উল্লেখ করা হল, আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই নামগুলো দিয়ে ফোল্ডার বানাতে পারেন কিনা।
PRN, AUX, CLOCK$, NUL, COM1,
COM2, COM3, COM4, COM5, COM6,
COM7, COM8, COM9, LPT1, LPT2,
LPT3, LPT4, LPT5, LPT6, LPT7,
LPT8, LPT9

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More