রথমে C Drive এ যান তারপর Users-আপনার User Administrator এর
নাম এ ক্লিক করুন-তারপর AppData(এই অপশনটি Hidden থাকে তাই Tools Option
থেকে Folder Option এ গিয়ে View Tab থেকে Show Hidden Files এ টিক চিহ্ন
দিন তাহলে App Data Folder টি Show করবে-তারপর -Roaming এ ক্লিক
করুন-Mozilla এ ক্লিক করুন-FireFox এ ক্লিক করুন-Profiels এ ক্লিক করুন-
4nus8as4.default এ ক্লিক করুন – Then Find out -“places.sqlite ” …..এটি
কপি করুন এবং আপনার যেকোন ড্রাইভে সেভ করে রাখুন। বাস কাজ শেষ।এখন আপনি
নতুন করে উইন্ডোজ দেয়ার পর just এই কপি করা অংশটি পুনরায় কপি করে পূর্বের
জায়গায় পেষ্ট করে দিবেন। এটা হলো Software ছাড়া সবচেয়ে সহজ পদ্ধতি। That,s
It ♥♥♥ ভাই আমি খুবই সাধারণ মানুষ আর মানুষ মাএই ভূল যদি লিখতে গিয়ে কোন
ভূল হয়ে থাকে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।দোয়া করবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন