আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করা।

সকলে আমার সালাম নিবেন, আশাকরি আপনারা সকলে আল্লাহর রহমতে ভাল আছেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি প্রায় প্রত্যেকের কাছেই পেনড্রাইভ আছে, আমরা সবসময় পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ড সাদা দেখে আসছি, আমি আজ আপনাদেরকে দেখাব পেনড্রাইভ/মেমোরি কার্ড এর ব্যাকগ্রাউন্ড এ কি ভাবে আপনার পছন্দের ছবি যুক্ত করবেন। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন এবং যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেই ইমেজটি ফোল্ডারের ভিতরে রাখুন, তারপর একটি নোটপ্যাড খুলুন, নিচের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেষ্ট করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Images\banglatech.jpg

[.ShellClassInfo]
ConfirmFileOp=0
IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll
IconIndex=161
Save করে বেরিয়ে আসুন
উল্লেখ্য কোডের যে অংশে Images\ banglatech.jpg লেখা আছে সে অংশটিকে আপনার ফোল্ডার এবং ইমেজের নাম দ্বরা রিপ্লেস করুন।
উদাহরন: আপনার ফোল্ডারের নাম যদি হয় Images-2 এবং ফোল্ডারের ভেতরের ইমেজের নাম যদি হয় Computer.jpg তাহলে Images\ banglatech.jpg এর জায়গায় লিখতে হবে Images-2/Computer.jpg
তারপর নোটপ্যাডটিকে রিনেম করুন desktop.ini (.txt ফরমেট এর পরিবর্তে .ini ফরমেট হবে) নামে|
(ফরমেট সম্পর্কে যাদের ধারনা নাই তারা আমার ফাইল ফরমেট নামের লেখাটি দেখতে পারেন নিচের লিং্ক থেকে
http://shakilg-ahc.blogspot.com/2012/08/blog-post_6468.html
এবার ফেল্ডার এবং desktop.ini ফাইলটি কপি বা কাট করে পেনড্রাইভ/মেমোরি কার্ডে পেষ্ট করে পেজটি Refresh করুন।
দেখুন আপনার ইমেজটি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More