ম্যক অ্যাড্রেস বের করাঃ
ম্যক অ্যাড্রেস বের করার জন্য Start>Run>Cmd টাইপ করে এন্টার প্রেস করুন। এবার কমান্ড প্রম্পডে ipconfig /all টাইপ করুন। এতে আপনার কম্পিউটারের সকল ল্যানকার্ডের তথ্যাবলী প্রদর্শিত হবে- আইটি অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস নাম্বার ও ম্যাক অ্যাড্রেস (Physical Address) ই হচ্ছে ল্যানকার্ডের ম্যাক অ্যাড্রেস।ম্যাক অ্যাড্রেস ক্লোন করাঃ
উপরে বের করা ম্যাক অ্যাড্রেসটি অন্য কম্পিউটারে বসানোর জন্য নিচের কাজগুলো করুন। My Network Places এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ এ জান, যে ল্যানকার্ডের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে চান তার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ এ ক্লিক করুন। এখানে General ট্যাব থেকে কনফিগার এ ক্লিক করুন, এতে NIC কার্ড এর যে প্রপার্টিজ উইন্ডো বের হবে তার এডভান্স ট্যাব এ ক্লিক করুন। এখানে বাম পাশের প্রপার্টি বক্স থেকে Network Address এ ক্লিক করুন। এখন ডান পাশের ভেলু এর ঘরে উপরের ম্যাক অ্যাড্রেসটি হাইফেন (-) ছাড়া (যমন 00C09FA19D4A) বসিয়ে OK করে বের হয়ে আসুন। এবার ল্যানকার্ডের প্রপার্টিজ উইন্ডোতে এসে ইন্টারনেট প্রটোকল (TCP/IP)-তে ক্লিক করুন। এখানে আপনার কম্পিউটারে যে ভাবে আইপি অ্যাড্রেস বসানো ছিল ঐ কনফিগারেশন অনুযায়ী আইপি অ্যাড্রেস বসিয়ে ওকে করে বেরিয়ে আসুন। এবার কমান্ড প্রম্পডে গিয়ে ipconfig /all টাইপ করে দেখুন আপনার যে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ছিল উক্ত কম্পিউটারের ইন্টারনেট কানেকশনের মত করে আইপি অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস নাম্বার, ম্যাক অ্যাড্রেস এই কম্পিউটারে দেখাচ্ছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ওয়েব ব্রাউজার খুলে ওয়েবসাইট ব্রাউজ করুন।যদি কনফিগার করার পর ইন্টারনেট সংযোগ না পায় তাহলে কম্পিউটারটি রিস্টার্ট করুন। নতুন কম্পিউটার থেকে পুরানো কম্পিউটারে পুনরায় ইন্টারনেট সংযোগ ব্যবহার করার পূর্বে নতুন কম্পিউটারের Network Address এর ভেলু এর ঘরে Not Present ক্লিক করে বের হয়ে আসুন, তাহলে নতুন কম্পিউটার থেকে ক্লোন ম্যাক অ্যাড্রেসটি মুছে যাবে এবং এর ডিফল্ট ম্যাক অ্যাড্রেসটি এনাবল হয়ে যাবে।
সর্তকতাঃ
একই নেটওয়ার্কে দুটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস বা ল্যানকার্ডের ম্যাক অ্যাড্রেস একই হতে পারবে না। সেক্ষেত্রে কনফ্লিক্ট দেখা দেবে। তাই এ দিকটি খেয়াল রাখুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন