আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

নোটপ্যাড কারিশমা কোন প্রকার সফটওয়্যার ছাড়াই অপ্রয়েজনীয় ফাইল পরিষ্কার করুন


এই ফাইলগুলো কোন কাজে আসে না বরং কম্পিউটারকে ধীরগতি সম্পন্ন করে। ফাইলগুলো নিম্নরূপ-
. %Temp%
. Recent
. History
. Temporary
. Microsoft Office Recent
. Temporary Internet Files
. system32\1054
. prefect
. Cookies
১০. Offline Web Pages
১১. system32\wbem\Logs etc.
এই ফাইলগুলো পরিষ্কার করতে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। তাছাড়া %Temp%, Temp , Recent, prefect, Cookies প্রভৃতি পরিষ্কার করতে রানে গিয়ে এগুলো লিখে ওপেন করে ডিলিট করি। আপনি চাইলে একটি ব্যাচ ফাইল তৈরী করে উপরোক্ত ফাইলগুলো অতিসহজে মুছে ফেলতে পারেন।

) start > All Programs > Accessories > Notepad ওপেন করুন।
) Notepad- নিচের লেখাগুলো কপি-পেষ্ট করুন।
@echo off

@echo.

del “C:\WINDOWS\Temp” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Recent” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temp” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\history” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temporary” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Application Data\Microsoft\Office\Recent” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Local Settings\Temporary Internet Files” /s /q
del “C:\WINDOWS\system32\1054″ /s /q
del “c:\windows\prefects” /s /q
del “C:\Program Files\Uninstall Information” /s /q
del “c:\Documents and Settings\User_Name\Cookies” /s /q
del “C:\WINDOWS\Offline Web Pages” /s/q
del “C:\WINDOWS\Prefetch” /s/q
del “C:\WINDOWS\system32\wbem\Logs\*.log” /s/q
del “C:\WINDOWS\*.log” /s/q
msg %username% “Remover – By User_Name ”
exit
pause
@end

) User Name-এর স্থলে আপনার লগইনকৃত Name লিখুন। এজন্য আপনার লগইনকৃত Nameটি Documents and Settings হতে চেক করে নিন।
) এবার File > Save As ক্লীক করুন। File Name: Clear.bat এবং Save as type : All files সিলেক্ট করুন। অত:পর এটি ডেস্কটপে Save করুন।
) হ্যাঁ , তৈরী হয়ে গেল! এখন শুধু এর উপর ডাবল ক্লীক করুন এবং পরিষ্কার করুন অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল

1 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More