আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

আপনার ওয়েবসাইটে যুক্ত করুন টুইটার উইজেট

ওয়েবসাইটকে আকর্ষনীয় ভিজিটরদের যুক্ত রাখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের উইজেট ব্যবহার করে থাকি। এসবের মধ্যে আরএসএস ফিড, ভিডিও, চ্যাটিং সামাজিক যোগাযোগের উইজেট গুলোই বেশি জনপ্রিয়। বাংলাদেশের ওয়েবসাইট গুলোতে ফেসবুক পেইজ উইজেটটি ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অন্যান্য সামাজিক যোগাযোগ সাইট গুলোর ব্যবহারকারীর সংখ্যার তুলনায় অনেক বেশি। তবে টুইটার খুব বেশি পিছিয়ে নেই, এলেক্সার লিস্ট অনুযায়ী বাংলাদেশে টুইটারের অবস্থান বর্তমানে ১১তম। তাই আশা করি আপনার ওয়েবসাইটে টুইটার উইজেটের ব্যবহার বিফলে যাবে না।

টুইটারের ওয়েবসাইটে সর্বমোট ধরনের উইজেট পাওয়া যায়। প্রটিটি উইজেটের বৈশিষ্ট ভিন্ন ভিন্ন। এগুলো হল -

· ১। প্রোফাইল উইজেট: প্রোফাইল উইজেটের মাধ্যমে একটি নিদ্রিষ্ট ID এর টুইটগুলো উইজেটে প্রদর্শন করানো যায়।

· ২। সার্চ উইজেট: সার্চ উইজেটের মাধ্যমে একটি নিদ্রিষ্ট সার্চ কীওয়ার্ডের real time ফলাফল উইজেটে প্রদর্শন করানো যায়।

· ৩। Faves উইজেট: Faves উইজেটের মাধ্যমে একটি নিদ্রিষ্ট ID এর favorite টুইটগুলো উইজেটে প্রদর্শন করানো যায়।

· ৪। লিষ্ট উইজেট: লিষ্ট উইজেটের মাধ্যমে একটি নিদ্রিষ্ট ID এর নিদ্রিষ্ট তালিকার টুইটগুলো উইজেটে প্রদর্শন করানো যায়।

আজ আলোচনা করব প্রোফাইল উইজেট নিয়ে। বাকিগুলো ব্যবহার করতে চাইলে নিজ দায়িত্বে দেখে নিবেন। সবগুলো উইজেট পাবেন এখানে

যেভাবে টুইটার উইজেটের কোড জেনারেট করবেন:

টুইটার প্রোফাইল উইজেটের কোড জেনারেট করার জন্য প্রথমে এই লিংকে যান এখানে ৪টি অপশন রয়েছে। Settings অপশন গিয়ে আপনার Username লিখুন। এরপর Preferences এর মাধ্যমে উইজেটে প্রদর্শনের জন্য টুইট সংখ্যা, scrollbar, Avatars, Timestamps, hashtags ইত্যাদি বিষয় গুলো নিদ্রিষ্ট করুন। Appearance অপশনের মাধ্যমে উইজেটের background text এর Color নির্বাচন করতে পারবেন এবং Dimensions অপশনের মাধ্যমে উইজেটের সাইজ নিদ্রিষ্ট করতে পারবেন। সবশেষে “Finish & Grab Code” বাটনে ক্লিক করে কোড কপি করুন। কপি করার পূর্বে অবশ্যই “Test Settings” বাটনে ক্লক করে উইজেটের বর্তমান অবস্থা দেখে নিবেন



যেভাবে ওয়েবসাইটে যুক্ত টুইটার উইজেট করবেন:

নিচে ব্লগার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে টুইটার উইজেট যুক্ত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

ব্লগার: ব্লগারের ওয়েবসাইটে টুইটার উইজেট যুক্ত করার জন্য “Design” অপশনে যান। এরপর “Add a Gadget” ক্লিক করে HTML/JavaScript অপশন টি নির্বাচন করুন। এরপর ‘Content’ box আপনার টুইটার উইজেটের কোড পেষ্ট করে “Save” করুন। উদাহরণ দেখার জন্য এখান থেকে ঘুরে আসুন।

ওয়ার্ডপ্রেস: ওয়ার্ডপ্রেসের সাইটগুলোতে কোন কোড ব্যবহার করা ছাড়াই বিভিন্ন প্লাগ ইনসের মাধ্যমে টুইটার উইজেট প্রদর্শন করানো যায়। wordpress.com এর twitter plug ins এর মাধ্যমে সাইড বারে এটি করতে পারবেন। যেমন: এই সাইটটা দেখতে পারেন। তবে ওয়ার্ডপ্রেস CMS চালিত ওয়েব সাইটে Customized টুইটার উইজেট ব্যবহার করার জন্য HTML Javascript Adder প্লাগ ইনসটি ব্যবহার করে দেখতে পারে


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More