আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

নোটপ্যাড কারিশমা সহজেই RAM পরিষ্কার করুন!

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? নিশ্চই ভাল! কারন ঈদের আমেজ তো এখনও যায়নি।যাই হোক বেশী কথা না বাড়িয়ে কাজে চলে এলাম।আমার নোটপ্যাড কারিশমার আগের পোস্ট গুলো পড়ে থাকলে বুঝবেন যে নোটপ্যাড কি জিনিস!

আজ আপনাদের বলব নোটপ্যাড দিয়ে কিভাবে RAM পরিষ্কার করা যায়।কিভাবে এই কাজটি সম্পন্ন করবেন সেটি নিচে দেখানো হল:

· প্রথমে একটি নোটপ্যাড খুলুন।

· তারপর নিচের কোডটুকু কপি পেস্ট করুন।

· FreeMem=Space(64000000)

· এবার এই ফাইলটিকে RAMcleaner.VBS নামে সেভ করুন।

আপনার কাজ শেষ। এবার যখনই আপনার RAM পরিষ্কার করার দরকার হবে তখনই এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করলে আপনার ্যাম পরিষ্কার হবে। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More