পেন্ড্রাইভ এর সর্বোচ্চ জায়গা ব্যাবহার
আপনি ইচ্ছা করলে আপনার পেনড্রাইভ এর সর্বোচ্চ জায়গা ব্যাবহার করতে পারেন। এ জন্য প্রথমে আপনার পেন ড্রাইভ এ সব ফাইল কম্পিউটার এ কপি করে রাখুন ।
এরপর my computer ডান ক্লিক করে properties/system properties/hardware/device manager অপশন এ যান
disk Drivers অপশন থেকে আপনার পেনড্রাইভ টি খুজে বের করুন।যদি আপনি পেন্ড্রাইভ শনাক্ত করতে না পারেন তাহলে প্রতিটি ড্রাইভ এ ডান এ ক্লিক করে properties দেখুন। যে ড্রাইভ এর properties উইন্ডো তে devicce usage বক্স এ use this device( enable) লিখা দেখাবে সেটি আপনার পেন্ড্রাইভ । পেন্ড্রাইভ শনাক্ত করার পর ডান ক্লিক করে properties এ যান।এরপর policies অপশন এ যান,optimize for performance অপশন নির্বাচন করুন। ফরম্যাট উইন্ডো এলে file system হিসেবে NTFS এবং allcation unit size হিসেবে 512 bytes দিন এবং enable compression বক্স এ টিক চিহ্ন দিয়ে start নির্বাচিত করুন। এরপর থেকে আগের তুলনায় পেন ড্রাইভ এ আগের থেকে বেশী ফাইল রাখতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন