আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

আপনার ওয়েবসাইটের জন্য স্ট্রিমিং মিউজিক প্লেয়ার

আপনি ইচ্ছা করলেই আপনার ব্লগসাইট, ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটে গান শোনার জন্য স্ট্রিমিং মিউজিক প্লেয়ার যোগ করতে পারেন। আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে বা আপনার মিউজিক সাইটে আপনি এটি যোগ করতে পারেন। আসুন শুরু করি।

প্রথমেই চলে যান SCM Music Player (http://scmplayer.net) এ। এই সাইট থেকে আপনি কোন রকম রেজিস্ট্রেশান ছাড়াই আপনার ওয়েবসাইটের জন্য স্ট্রিমিং মিউজিক প্লেয়ার বার তৈরি করতে পারবেন। দেখা যাক কিভাবে।

প্রথমেই Choose Skin ট্যাব থেকে আপনার ওয়েবসাইটের থিম অনুযায়ী মিউজিক প্লেয়ার বারের একটা স্কিন পছন্দ করেন। আপনার নিজের কাস্টম স্কিনও দিতে পারবেন। সেজন্য আপনার নিজের কাস্টম স্কিনের URL লিখে সিলেক্ট করুন।

এরপর Edit Playlist ট্যাবে ক্লিক করেন। SONG TITLE অংশে গানের নাম ও SONG URL অংশে সেই গানের URL লিখুন। গানের URL বলতে সেই গানের ডাইরেক্ট লিঙ্ক বুঝাচ্ছে। যেমন- অন্তহীন গানটার লিঙ্ক হচ্ছে ( http://download.music-com-bd.load-balanced.net/Music/A/Adit/Ontohin/07%20-%20Adit%20feat.%20Elita%20and%20Mahadi%20-%20Ontohin%20(music.com.bd).mp3 ) আরো গান দিতে চাইলে Add More Songs এ ক্লিক করতে পারেন।

এরপর Configure Settings ট্যাব থেকে আপনার পছন্দ মত সেটিংস দিন।

Done বাটনে ক্লিক করুন। একটা কোড স্ক্রিপ্ট পাবেন। সেটা Copy করে আপনার ওয়েবসাইটের এর ট্যাগের নিচে Paste করুন। ব্যাস, ফিনিস।

আপনার ওয়েবসাইটে ঢুকুন, দেখুন মিউজিক প্লেয়ার বার চলে এসেছে।

এখন প্রশ্ন হচ্ছে যে আবার যদি PlayList এডিট করা লাগে তাহলে?
তাহলে, আপনার ওয়েবসাইটের HTML এর ট্যাগের নিচে Paste করা সেই কোডটা Copy করুন। SCM Music Player (http://scmplayer.net) এ যান। Import Profile এ ক্লিক করুন। আপনার আগের কোডটা Paste করে OK চাপুন। আবার আগের প্রসেস ফলো করুন। পুরাতন কোডকে নতুন কোড দিয়ে রিপ্লেস করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More