হার্ডডিস্কের অবাঞ্ছিত ফাইল গুলো মুছে সিস্টেমকে সুস্থ রাখুন
উইন্ডোজের হার্ডডিস্ক ড্রাইভে অনেক ধরনের অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। এই ফাইল গুলো সাধারণত কোন সফটওয়ার সেটআপ দিলে সয়ংক্রিয় ভাবে তৈরী হয়।এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয় ।এজন্য এই ফাইল গুলো পরিষ্কার করা আবশ্যক। ফাইল গুলো পরিষ্কারের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:
Start এ গিয়ে Run এ ক্লিক করুন।
তারপর Run এর ভিতরে লিখুন- cleanmgr।
এবার যে ড্রাইভ পরিষ্কার করতে চান সেটির নাম নির্বাচন করুন।
এবার OK তে ক্লিক করুন।
এখন যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে চান সেগুলোতে টিক চিহ্ন দিয়ে OK তে ক্লিক করুন।
এখন Yes এ Click করলেই ড্রাইভ পরিষ্কার হতে শুরু করবে।
বি:দ্র: My Computer এ গিয়ে যে ড্রাইভ ক্লিন করতে চান সেই ড্রাইভের উপর রাইট ক্লিক করে Property থেকে ও করা যায়।
ভাল লাগলে মন্তব্য করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন