নোটপ্যাড কারিশমা কম্পিউটার চালু হবার পর আপনাকে স্বাগতম জানাবে
আপনারা অনেকেই বিভিন্ন ছবিতে দেখেছেন Computer তাদের User দের নাম ধরে স্বাগত জানায়। আপনি সহজেই আপনার Computer এ এটি করতে পারেন। Computer চালু হলেই আপনার নাম ধরে স্বাগতম জানাবে ঠিক এইভাবে- Welcome to your PC… । এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:
· NotePad Open করুন
· নিচের Code গুলো NotePad এ Paste করুন
Dim speaks, speech
speaks=”Welcome to your PC, Username”
Set speech=CreateObject(“sapi.spvoice”)
speech.Speak speaks
· Username এর জায়গায় আপনার নিজের নাম লিখুন
· File টি Save করুন এ নামে: Welcome.vbs
· File টি Copy করুন এবং Startup Folder এ Paste করুন।
· এখন Computer Restart দিন
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন