আসসালামু আলাইকুম

বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

ছোট একটি অ্যালার্ম ঘড়ি আপনার কম্পিউটারের জন্য

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে একটি অ্যালার্ম ঘড়ি শেয়ার করছি । ইন্সটল করার পর এই ঘড়িটি সাধারনত টুলবারে show করে । কমপিউটার এই অ্যালার্মঘড়িটি যে কোনো MP3 ফাইল দিয়ে সাউন্ড এড করা যায় ।এই প্রোগ্রামটিতে বহুভাষী ইন্টারফেস সমর্থন রয়েছে! প্রায় ১৩০টি স্কিনস এই সফটওয়্যারটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে । 64 , 32 বিট সহ সফটওয়্যারটির সিরিয়াল কি দিয়া আছে ৪ মেগাবাইট এর এই ফাইলটির ভিতর ।



CLICK HERE DOWNLOAD NOW

ইনস্টলের ঝামেলা ছাড়াই উইন্ডোজ XP তে ব্যবহার করুন উইন্ডোজ সেভেনের থিম! (মাত্র ২৭৮ কেবি!)

আমার মত যারা XP প্রেমী আছেন তারা কখনোই XP ছাড়া অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান না। কারণ, এক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে করতে তাতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর অন্য অপারেটিং সিস্টেম ভালো লাগেনা। অথবা, অন্যটি মানিয়ে নিতে একটু কষ্ট হয়। এজন্য XP-ই হলো আমাদের শেষ ভরসা। তবে মাঝে মধ্যে সাধের XP ব্যবহারে বিষাদ মনে হল, কিংবা XP তে একটু পরিবর্তনের ছোঁয়া লাগাতে আমরা অন্য অপারেটিং সিস্টেমের বিভিন্ন ট্রান্সফরমেশন প্যাক ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো ব্যবহারে আবার অনেকেই সন্তুষ্ট থাকতে পারেন না। কারন, এসব ট্রান্সফরমেশন প্যাকের সাইজ একটু বেশি থাকে। ফলে এগুলো ব্যবহারে পিসির স্পিড কমে যাওয়ার আশংকা থাকে। আর তাছাড়া ইনস্টলের ঝামেলা তো আছেই।

কেমন হয় যদি এসব ঝামেলা ছাড়াই আপনি উইনডোজ XP তে উইনডোজ সেভেনের থিম ব্যবহার করতে পারেন! হ্যা বন্ধুরা, যারা এমনটি করতে চান তারা নিচের লিংক থেকে শুধুমাত্র উইনডোজ সেভেনের থিমটি ডাউনলোড করে দেখতে পারেন। এটিতে ইনস্টলের কোন ঝামেলা নাই। জিপ ফাইলটি ডাউনলোড প্রথমে এটি Extract করুন, তারপর ফাইলটিতে ডাবল ক্লিক করে Apply এবং Ok করলেই হয়ে যাবে! আর এটির সাইজ মাত্র ২৭৮ কিলোবাইট! অতএব, ডাউওনলোড করুন এবং ইনস্টলের কোনরূপ ঝামেলা ছাড়াই উইনডোজ XP তে উপভোগ করুন উইনডোজ সেভেনের স্বাদ।





ডাউনলোড লিংক :

Row এর লেখাগুলো Column এ নিয়ে আসুন খু্ব সহজেই !

মনে করুন আপনি ১ নং রোতে যথাক্রমে January, February……..December লিখেছেন । হঠাৎ চিন্তা করলেন যে লেখাগুলো Row তে না হয়ে Column এ হলে ভাল হতো । এখন কি আপনি আবার কলামে লেখা শুরু করবেন ? না তা আর দরকার নাই, শুধু একটু লক্ষ্য করুন।

১। প্রথমে কপি করুন লেখাগুলো যা আপনি Row তে লিখেছিলেন।

২। এবার যে কলামে রাখতে চান; তার উপর রাইট বাটন ক্লিক করে Paste Special ক্লিক করুন


৩। সবশেষে Transpose চেক বক্সে টিক দিয়ে Ok করুন।

ব্যাস আপনার কাজ শেষ । ধন্যবাদ সবাইকে ।


Many computer users, specially the programmers, need to launch a command prompt window every once in a while to execute some dos/shell commands. The problem is, when a command prompt window launched, the default path is normally the system path or the user profile’s path. The users will then have to do all the “cd” commands to change the directories to the path he/she wants.
This trick shows you how to add an option called “Command Prompt” when you right-click on a folder in Windows. With this option, a Command Prompt Window will launch and its current directory will be the path to the folder you’ve selected.

Use this trick at your own risk.
Here’s what you’ll get:

























The Solution
You can either edit your registry OR download the registry file and apply it on your computer.

Method I. Manually edit the registry:

1.Start > Run
2.Enter “regedit” and hit Enter
3.Expand to “HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\Folder\shell“
4.Right-click on “shell” and select New > Key
5.Make sure a new key is created under “shell“. Change the name of this key to “Command Prompt“
6.Right-click on this new key “Command Prompt” and select New > Key
7.Change the name of this key to “command“
8.Here’s what we should have:

9.Double-click on the “(Default)” text on the right window to bring up the edit box
10.Enter this text into the Value Data field:
cmd.exe “%1″
11.Click OK and close the registry.


Method II. Download and apply the registry file:

1.Download this registry file Here
2.Unzip it to a temp folder, then double-click on the .reg file to add the registry data.

Win 7 এর startup animation পরিবর্তন করুন !!!


সেই কবে থেকে দেখে আসছি windows এর লোগো ৪ খণ্ড এক হয়ে win 7 চালু হচ্ছে । এক ঘেয়েমিতার শিকার ,তবে এর দিন শেষ । Win7BootUpdater এমন একটি software যা দ্বারা খুব সহজে win 7 startup বদলানো যায় । চলুন process টা দেখে নিই । প্রথমে Downloadকরে নিন তারপর zip file ওপেন করে Win7BootUpdater.exe এমন টি double click করে ওপেন করুন software টি ওপেন হলে নিচের মত চিত্র দেখবেন

এবার File থেকে load boot skin হতে দেখিয়ে দিন ফাইলটা (Format : .bs7) Download । সেটি load হবে পাশের কালো screen দেখাবে এবং আপনি play করে দেখতে পারবেন এবার Apply করুন । এবং restart করে দেখুন নতুন animation টি । এছাড়া আপনি stil picture দিয়ে (Format : .bs7 ) ফাইল তৈরি করতে পারেন । এজন্য Animation লেখা স্থান হতে ড্রপ মেনু হতে static image সেট করুন এবং picture টি দেখিয়ে দিন picture টি ছোট size হলে দেখতে ভাল লাগবে ।

নিচে লিঙ্ক দিলাম এখান থেকে আপনি (.bs7) কিছু ফাইল download করতে পারেন

http://oliver182.deviantart.com/art/Vienna-boot-animation-210563040

এছাড়া আপনি startup animation পরিবর্তন করার vedio দেখে নিতে পারেন ।

www.youtube.com/watch?v=l0KEc6SLwVw

—————————————————————-

আগামি পর্বে আপনাদের দেখাব কিভাবে software ছাড়া Pendrive দ্বারা win7 install করা যায় । সে পর্যন্ত ভাল থাকুন ।

————————————————————————————————–

Basic PC Shortcut Keys


Basic Shortcut Keys
The followings are some basic PC shortcut keys that are supported in most IBM compatible computers. They are also supported in most application software.

Use at your own risk.

Shortcut Keys Supported Window Versions Description
Alt + e 95, 98, ME, NT, 2000, XP, Vista Pull down the top Edit menu.
Alt + f 95, 98, ME, NT, 2000, XP, Vista Pull down the top File menu.
Ctrl + a 95, 98, ME, NT, 2000, XP, Vista Select all text.
Ctrl + c 95, 98, ME, NT, 2000, XP, Vista Copy selected item(s)(to clipboard).
Ctrl + f 95, 98, ME, NT, 2000, XP, Vista Find.
Ctrl + v 95, 98, ME, NT, 2000, XP, Vista Paste copied item(s) from clipboard
Ctrl + x 95, 98, ME, NT, 2000, XP, Vista Cut.
Ctrl + Ins 95, 98, ME, NT, 2000, XP, Vista Same as Ctrl + c
Ctrl + (left arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Move one word to the left at a time.
Ctrl + (right arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Move one word to the right at a time.
Shift + Ins 95, 98, ME, NT, 2000, XP, Vista Same as Ctrl + v
Shift + Delelte (or Del) 95, 98, ME, NT, 2000, XP, Vista Cut. Or permanently delete selected item(s) on Windows Explorer.
F1 95, 98, ME, NT, 2000, XP, Vista Help.
Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the beginning of the line or page.
Ctrl + Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the beginning of the document or page.
End 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the end of the line or page.
Ctrl + End 95, 98, ME, NT, 2000, XP, Vista ump to the end of the document or page.
Shift + Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to beginning of the line or page.
Shift + End 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to end of the line or page.
Shift + (left arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the left, one character at a time.
Shift + (right arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the right, one character at a time.
Shift + (down arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the next line down.
Shift + (up arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the next line up

win 7 এর Log on screen background পরিবর্তন করুন !!!

windows 7 যারা ব্যবহার করেন তারা অনেকেই চান log on screen পরিবর্তন করতে কিন্তূ এটা প্যাঁচ দারা করা খুব ঝামেলা মনে হয় অনেকের কাছে এ জন্য তাদের জন্য Win7LogonBackgroundChanger সফটওয়্যার টি খুব কাজের ।

Download Link

কম্পিউটারের Empty Folder দেখুন খুব সহজে।

আমরা অনেক সময় আমদের কম্পিউটারে অজান্তে Empty Folder তৈরি করে রেখে দেই, যার ফলে অসংখ্য ফাইল জমা হয়ে পড়ে এবং ভুলে যাই ফাইলটি ডিলেট করতে। এই সব Empty Folder কে চিহ্নিত ও ডিলেট করতে আপনাকে আর বেশী পরিশ্রম করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এসেছি EmptyFolderNuker নামের একটি পোর্টেবল সফটওয়্যার যা পিসি তে ইন্সটল করার কোন দরকার নাই। শুধু ক্লিক করলেই কাজ হবে। সাইজ মাত্র 340 KB ডাউনলোড করুন এখান থেকে। তারপর ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে।

এবার Browse করে দেখিয়ে দিন আপনি কোন ড্রাইভটিতে Empty Folder দেখতে চান এবং Find এ ক্লিক করুন। দেখুন সার্চ হচ্ছে। সার্চ শেষে নিচের চিত্রের মত পাবেন।

দেখুন আপনি যে ড্রাইভটি চেক করেছেন, তাতে Empty Folder থাকলে দেখা যাবে। যদি আপনি তা ডিলেট করতে চান তবে টিক চিহ্ন দিন এবং ডিলেট এ ক্লিক করুন এবং Yeas করুন। দেখুন Empty Folder গুলি সব ডিলেট হয়ে গেছে। আজ এ পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

ধন্যবাদ

Windows XP কে Windows Vista এর চেহারাই নিয়ে আসুন

আমরা অনেকেই আমাদের কম্পিউটার কে সুন্দর ভাবে সাজাতে চাই…ঠিক তেমনি Windows XP কে Windows Vista এর রূপ দানের জন্য ভিসতা মিযার (Vista Mizer) নামে একটি সফটওয়্যার যা দিয়ে Windows XP কে সম্পুরন রূপে Windows Vista এর মত চেহারাই আনতে পারবেন……যার জন্য আপনাকে শুধু ২২ মেগা বাইট এর একটি সফটওয়্যার ডাউনলোড দিয়ে ইন্সটল দিতে হবে……তারপর আপনার প্রিয় সেই ভিসতা কে দেখবেন Windows XP তে।নিচের লিঙ্ক দিয়ে।

VistaMizer
২২ মেগাবাইটের সফটওয়্যারটি ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন।এটি ইনষ্টল করলে উইন্ডোজ এক্সপির প্রায় ৪০০টির (আইকন, গ্রাফিক্স এবং অনান্য সিস্টেম ফাইল) মত ফাইল পরিবর্তন করবে। এর ফলে উইন্ডোজ ভিসতার অনেক ফিচারই পাবেন এক্সপিতে।

উইন্ডোজে টাস্কবারের ঘড়ির সাথে যুক্ত করে দিন আপনার নাম


আপনার কম্পিউটারের টাস্কবারের ঘড়ির সাথে যুক্ত করুন আপনার নাম ।
নাম যুক্ত করতে হলে প্রথমে চল যান Control Panel এর Regional and Language অপশনে।
Regional Options ট্যাবের Customize এ ক্লিক করুন।

এখন Time Tab এ ক্লিক করুন।

তারপর AM Symbol ও AM Symbol এর পরে নিজের নাম Add করে দিন ।

টাস্কবারে যুক্ত করুন আপনার নাম (মাইক্রো পোষ্ট)

আপনি আপনার নাম টাস্কবারে যুক্ত করতে পারেন খুব সহজেই।
আপনার নাম শোভা পাবে টাস্কবারে।
টাস্কবারে নাম যুক্ত করতে হলে প্রথমে হার্ডডিক্সের যে কোন স্থানে আপনার নামে একটি ফোল্ডার খুলে নিন।
এর পর টাস্কবারে রাইট বাটন ক্লিক করে টুলবার থেকে নিউ টুলবারে ক্লিক করুন।

এইবার এখানে আপনি আপনার ফোল্ডারটি সিলেক্ট করে OK বাটন ক্লিক করে বেরিয়ে আসুন।
এখন দেখুন টাস্কবারে আপনার নাম শোভা পাচ্ছে।
ধন্যবাদ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More