আসসালামু আলাইকুম

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১


আজ আমি আপনাদের কে মডেম বিষয়ে একটি ছোট্ট টিপস দিব।আশা করি কাজে লাগবে।
আমরা অনেকেই আমাদের মডেম নিয়ে সমস্যাই পড়ি।অনেক সময় এটি ইন্সটল করার পর ও সঠিকভাবে কাজ করতে চায় না।তখন মনে হয় মাথার চুল ছিড়ে ফিলি।ভয় নেই।আর মাথার চুল ছিড়তে হবে না।এবার আপনার মডেম ঠিক ই আপনার কথা শুনবে ।নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
১। প্রথমেই start থেকে run কমান্ড এ যান এবং লিখুন regedit.
২। এরপর HKEY_LOCAL_MACHINE এ ক্লিক করুন।
৩। এরপর system এ ক্লিক করুন
৪। এরপর currentcontrolset এ ক্লিক করে service এ ক্লিক করুন
৫। এরপর modem এ ক্লিক করে parameter এ ক্লিক করুন
৬। ডান দিকে default এ ক্লিক করে Value 1 করে দিন।

ok করে বের হয়ে আসুন।ব্যাস কাজ শেষ ,এরপর থেকে আপনাকে আর মডেম ঝামেলায় পড়তে হবে না।
ভালো থাকবেন।


আমরা অনেকেই আমাদের কম্পিউটার এর গতি নিয়ে খুব বিপাকে পড়ি ।আমার তো আগে কম্পিউটার এ কাজ করতে গেলেই অনেক সময় লাগতো।এখন আমি সর্বোচ্চ গতি সম্পন্ন Processor বানিয়ে নিয়েছি আমার Processor কে।

আমি একা কেন এই সুবিধা ভোগ করবো??? আমার সারা বাংলাদেশের মানুষ যাতে এই সুবিধা ভোগ করতে পারে তাই আমি আমার সব ব্লগ এবং ওয়েব এ দিয়ে দিয়েছি। আসুন জেনে নেই এর পদ্ধতি।

প্রথমেই start থেকে run এ যান এবং নিচের coding লিখুন
Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks

এরপর ok করুন । ব্যস হয়ে গেল,এরপর কম্পিউটার একাই কাজ করে নিবে।কাজ হয়ে গেলে কম্পিউটার restart করুন।

ভাল লাগলে জানাবেন।

আপনার ইন্টারনেট কানেকশন আছে কি না তা জেনে নিন

প্রিয় টিউনার/ভিজিটরগন,

অনেক দিন পর আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে । জানিনা আমার পূর্বের পোষ্ট গুলো কেমন লেগেছে!! আর টিপি(টিউনারপেজ) কে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে করে অনেক নতুন টিউনার আমরা খুজে পাবো। আর প্রতিযোগিতা হলে সেখানে অংশগ্রহন না করে পারিনা ।তাই আমি শত ব্যস্ততার মাঝে আবার ফিরে আসলাম।

আজ আমি আসলাম ভিন্ন জিনিস নিয়ে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ইন্টারনেট কানেকশন আছে কি নাই। মাঝে মাঝে প্লাগ-ইন থাকলেও বুঝা যায় না সত্যিকারে কানেকশন আছে কিনা। তাই এ সমস্যা থেকে পরিত্রান পেতে আপনাদের জন্য আমি একটি সফটওয়্যার বানিয়েছি যেটি আপনাকে বলে দিবে আপনার নেট কানেকশন আছে কি নেই। ডাউনলোড লিঙ্ক ঃ সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ভাইরাস নিয়ে ভাবনা? আর না আর না

কম্পিউটারে ভাইরাস আর না আর না
এসে গেল registry file
আর নেই ভাবনা ।।

হ্যা ভাই ।আজ আমি ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হবার পদ্ধতি শিখাবো । আর এ জন্য আপনার হাতিয়ার হিসাবে লাগবে registry file.
তবে ভাইরাস আমাদের এই হাতিয়ার কেড়ে নেয় । এই registry file অনেক সময় disable থাকে। তাই আগে আমাদের registry file এক্টিভ করে নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে ফাইল টি ডাউনলোড করে নিন.

এটি আপনার কম্পিউটার এ নিম্নোক্ত ফাইল গুলি enable করবে :

1.Registry file
2.Task manager
3.MSCONFIG

ডাউনলোড হলে unzip করে xp_emergencyutil.exe ফাইল টি ডাবল ক্লিক করুন ।
create copies এ ক্লিক করুন ।

ব্যাস হয়ে গেল task manager & registry file এনাবল করা ।

এবার আসুন আসল যুদ্ধে নামা যাক ।

1. FOLDER OPTION ফিরিয়ে আনার যুদ্ধ :-
start থেকে run এ যান & লিখুন regedit

এরপর ক্লিক করতে থাকুন সিরিয়াল অনুযায়ী
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer

এবার রাইট ক্লিক করে new—>dword value তে ক্লিক করুন


এবার এটির নাম দিন NoFolderOptions
এবার এটিকে ডাবল ক্লিক করুন & ভ্যালু দিন 0

ok করুন
এরপর নিচের প্রগ্রাম টি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr.reg নামে

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USERSoftwarePoliciesMicrosoftInternet ExplorerRestrictions]
“NoBrowserOptions”=dword:00000000

এরপর ফাইল টিকে ডাবল ক্লিক করুন & yes + ok চাপুন।

ব্যাস ভাইরাসের যুদ্ধে আপনি হয়ে গেলেন জয়ী।আপনার folder option আর hidden হবে না।

ভাল থাকবেন।আগামিতে ভাইরাসের সাথে আরো যুদ্ধ নিয়ে হাজির হব

পূর্বে এখানে প্রকাশিত

পাল্টে ফেলুন ফেসবুকের থিম


আমরা সবাই জানি এবং সবাই মানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সামাজিক যোগাযোগের এই সাইটে সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু ফেসবুকের একই রকমের চেহারা দেখতে দেখতে প্রতিদিন আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। তাই খুঁজতে লাগলাম কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম । খুব মজা পেয়েছিলাম তখন। তাই ভাবলাম এই মজাটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনারা ও এই মজাটুকু উপভোগ করবেন। আসা যাক কি ভাবে ফেসবুকে এটা করা যায়। আপনি ও পারবেন কঠিন কিছু নয়, খুব শহজ। প্রথমে এই লিংকে যান http://www.chameleontom.com/ দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। SKIP THIS STEP এ CLICK করুন। এরপর Done এবার Facebook Login Page আসবে । Login করুন । দেখতে পাবেন Facebook এ অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি। Internet Explorer এ ডিস্টার্ব করে । আরেকটা কথা, অন্য কে‌উ আপনার প্রোফাইলে ঢুকলে থিম দেখতে পাবেনা শুধু আপনিই লগিন করেই আপনার Modified Facebook দেখতে পাবেন। এতটুকু করতে পারাটাও অনেক বড় ব্যপার, কি বলেন?

মডেম কম স্পীড?এবার বাংলাদেশে তৈরি হল modem speed developer

কথা দিয়েছিলাম মডেম এর স্পীড বাড়ানোর সফটওয়্যার নিয়ে হাজির হব।তাই আবার এলাম আপনাদের আর একবার জ্বালাতন করতে। আমরা অনেকেই মডেম ব্যাবহার করি ,তবে ভালো স্পীড পাইনা। অনেকে অনেক সফটওয়্যার ব্যাবহার করি,কিন্তু কোন ফলাফল পাইনা। তাই একবার এই মডেম,একবার ঐ মডেম ব্যাবহার করে বিরক্ত হয়ে যাই।

আবার অনেকে ব্রডব্যান্ড কানেকশন ব্যাবহার করি। কিন্তু ভালো স্পীড পাইনা, কিন্তু আর কোন গ্রাহক কে অসুবিধায় পড়তে হবে না।

প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন

এরপর .exe ফাইল টি কে ডাবল ক্লিক করুন, এবার আপনার সামনে আসবে গ্লোবাল আইটি এর ব্যানার। এরপর এটি কে ডাবল ক্লিক করুন

এরপর আপনি যেই কানেকশন ব্যাবহার করুন সেটি কে চিহ্নিত করুন (ছবির মত)।এরপর

windows XP select করুন

এরপর Time to Alive এ default সেট করুন

apply changes এ ক্লিক করুন। ok করুন । PC রিষ্টার্ট দিন ।ব্যাস বেড়ে গেল আপনার মডেম স্পীড।
পূর্বে এখানে প্রকাশিত

ডাউনলোড লিঙ্কঃ
ভালো লাগলে এই পেজ টি কে লাইক করবেন প্লীজ ITzone

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More