মেইল চেকের সবচেয়ে বিরক্তিকর বিষয় কেনটি বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন User name, Password টাইপ http://www.blogger.com/img/blank.gifকরা। আর আপনার টাইপিং স্পীড যদি সন্তোষজনক না হয় কিম্বা ব্যাস্ততার কারনে দ্রুত User name, Password টাইপ করে Enter দিয়ে ফেলেছেন কিন্তু দুটোর কোন একটি হয়তো ভূল টাইপ করেছিলেন তখন নিজের কর্মফলের জন্য হয়তো চুল ছিড়তে ইচ্ছে করবে। তাছাড়া অনেকের বেশ কয়েকটি মেইল একাউন্ট থাকে ফলে প্রত্যেকটি একাউন্টের জন্য আলাদা আলাদা User name, Password মনে রাখাটাও বেশ বিরক্তিকর লাগে। আসলে এমন পরিস্থিতিতে আমরা হরহামেশাই পড়ি।আচ্ছা কেমন হয় যদি মাত্র একটি...