আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

জিপি পোস্ট-পেইড সিম এ ৫০ টাকার কম রিচার্জ করতে পারছেন না ? উপায় একটা আছে ।

সবাইকে আমার পক্ষ থেকে প্রানঢালা সুভেচ্ছা । আশাকরি ঈদ সবার ভালই কাটল । ঈদ চলে গেলে মনটা সবার ই একটু না একটু খারাপ হয়ে জায় । দেখুন ত মনটা একটু ভাল হয় কিনা ।

যারা জিপি পোস্ট-পেইড ইউস করেন তারা অনেক সময় সমস্যায় পরেন রিচার্জ করা নিয়ে । কারন জিপি তে ৫০ টাকার কম ফ্লেক্সি হয়না । যে কারনে আমরা অনেকেই সহজে রিচার্জ করতে পারিনা । (যারা নিয়মটা জানেন, তাদের বলছি নতুনরা জানুক)

উপরের কথা গুলা আপনার কাছে এখন পুরনো । কারন আপনি পারবেন ৫০ টাকার কম রিচার্জ করতে । দেখেনিন কিভাবে –

ক) প্রথমে ২০ টাকার একটা কার্ড কিনুন । ছাই কালারের আবরন তুলুন ।

খ) এখন আপনার মোবাইল থেকে ১২১ এ ডায়াল করুন ।

গ) বাংলার জন্য ১ চাপুন ।

ঘ) ২ সেকেন্ড পর আবার ১ চাপুন ।

ঙ) ৩ সেকেন্ড পর ২ চাপুন । এবার আপনাকে কার্ডের গোপন নাম্বার প্রবেশ করার কথা বলা হবে । গোপন নাম্বার প্রবেশ করার পর পরবর্তী নির্দেশনা না শোনা পর্যন্ত অপেক্ষা করুন । বাস আপনার কাজ শেষ ।

কেমন লাগলো জানাবেন আমাকে । মন্তব্য জানাতে ভুলবেন না (ভুল হলে ক্ষমা চাই)

ইয়াহুতে এখন মেইল করুন ১০০মেগা সাইজের ফাইল

আমরা জানি যে ইয়াহুতে ১০মেগার বেশি সাইজের ফাইল মেইল করা যায় না। আসলে এই কাজটা খুব সহজে করা যায়। বড় ফাইল পাটানোর জন্য yahoo Messenge এর একটা Application হচ্ছে Attach Large Files যা ব্যবহার করে আমরা 100 MB পর্যন্ত file Attach করতে পারব। এবং খুব সহজে send করতে পারব।

এজন্য প্রথমে আপনাকে yahoo Messenger এ login হতে হবে। তারপর


Attach Large Files এ ক্লিক করলে আসবে

ক্লিক ………

ক্লিক করে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করবেন।


Upload And Compose E-mail এ ক্লিক করে বসে থাকুন Upload শেষ হলে sending option আসবে।

অল প্রোগ্রামস মেনুতে সাবমেনু অটোমেটিক শো বন্ধ করুন:

সাধারণতঃ আমরা যখন মাউস নিয়ে স্টার্টমেনু্র কোন Programs-এর উপর যাই, তখন সেই Programs-এর যদি কোন সাবমেনু থাকে তাহলে automatically খুলে যাই। অনেকসময় এটি বিরক্তির কারণ হয়ে ওঠে। আপনি যদি চান শুধুমাত্র ক্লিক করলে তবেই উক্ত Programs-এর
সাবমেনু প্রদর্শিত হবে তাহলে তা করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে-

প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।

এরপর HKEY_CURRENT_USER \ Control Panel \ Desktop এ যান।

এবার ডানপাশের প্যানেলে গিয়ে দেখুন একটি স্ট্রিং ভ্যালু রয়েছে যার নাম MenuShowDelay এটিকে ভ্যালু ডাটা 65534 দিয়ে Modify করুন।

ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন।

আর একটি কথা- আগের অবস্থায় আনতে চাইলে Default ভ্যালু ডাটা 400 দিয়ে Modify করলে আগের অবস্থায় ফিরে আসবে।

অথবা,

টাস্কবারের উপর রাইট মাউস ক্লিক করে Properties সিলেক্ট করুন, তারপর Start Menu ট্যাবে গিয়ে Customize-এ ক্লিক করুন, Customize Start Menu Dialog Box ওপেন হবে। এবার Advanced ট্যাবে গিয়ে Start Menu Settings-এর Open Submenus When I Pause On Them With My Mouse অপশনটি আনচেক করে দিন এবং Ok > Apply > Ok করে বেরিয়ে আসুন।



(সংগৃহিত)

কিভাবে .exe ফাইলের আইকন পরিবর্তন করবেন!!!

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমার প্রোগ্রামিং টিপসে স্বাগতম। আজ এসেছি সি নিয়ে নয়, আজকের টিউনটি হল কিভাবে আপনি একটি .exe ফাইলের আইকন পরিবর্তন করবেন। আশা করি টিউনটি আপনাদের কাজে আসবে।

আপনারা দেখে থাকবেন যে, একেক প্রোগ্রামের এক এক আইকন। এই আইকনগুলো ব্যবহৃত হয়, কারণ আইকন থেকেই বুঝা যায় যে, এটি আসলে কি ধরনের প্রোগ্রাম বা সফট। তাই বিভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রামে আইকন যুক্ত করা অনেক জরুরি। আজ আমি দেখাব কিভাবে আপনি একটি executable (.exe) ফাইলে আইকন পরিবর্তন করবেন।


চলূন টিউনে….

এবার লিংকে গিয়ে Icon Changer টি ডাউনলোড করে নিন। লিংকঃ www.shelllabs.com
এবার সফটওয়্যারটি ইন্সটল করুন।
এবার যে .exe ফাইলের আইকন পরিবর্তন করবেন, সে ফাইলের উপর রাইট বাটন ক্লিক করুন।
এবার Change Icon অপশনে ক্লিক করুন।
তাহলে Icon Changer প্রোগ্রামটি ওপেন হবে।
তাহলে Icon Changer টি আপনার পিসির সকল আইকন খুঁজে আপনার সামনে নিয়ে আসবে।
এবার আপনার পচন্দের আইকনটি সিলেক্ট করে SETবাটনে ক্লিক করুন।
তাহলে একটি পপ-আপ উইন্ডো খুলবে, ওখানে আপনাকে দুটা প্রশ্ন করবে।
1. Change enbeded icon.

2. Adjust windows to display custom icon.
এখান থেকে প্রথম অপশনটি নির্বাচন করুন, তাহলেই হয়ে যাবে।
সবাই্কে অনেক ধন্যবাদ।

hack password of any operating system

One thing any hacker should know is how to hack into login account of any operating system. Major Operating Systems that are used these days are Windows, Linux and Mac. So today I will show you how to hack into these Operating Systems. Are you curious how easy it is for someone to gain access to your computer? If so, read on to see the technique one might use to figure out your computer password.

Windows

Windows being very popular has a lot of programs available which can be used to hack the login password. One of the most successful program is Ophcrack, and it is free. Ophcrack is based on Slackware, and uses rainbow tables to solve passwords up to 14 characters in length. The time required to solve a password? Generally 10 seconds. The expertise needed? None.

Simply download the Ophcrack ISO and burn it to a CD (or load it onto a USB drive via UNetbootin). Insert the CD into a machine you would like to gain access to, then press and hold the power button until the computer shuts down. Turn the computer back on and enter BIOS at startup. Change the boot sequence to CD before HDD, then save and exit.

The computer will restart and Ophcrack will be loaded. Sit back and watch as it does all the work for your. Write down the password it gives you, remove the disc, restart the computer, and log in as if it were you own machine.

You can download OphCrack from the following link:

http://ophcrack.sourceforge.net/

Linux

Linux is an operating system which is quickly gaining popularity in mainstream, but not so common that you’re likely to come across it. Though Mac and Linux are both based on Unix, it is easier to change the password in Linux than it is OS X.

To change the password, turn on the computer and press the ESC key when GRUB appears. Scroll down and highlight ‘Recovery Mode’ and press the ‘B’ key; this will cause you to enter ‘Single User Mode’.

You’re now at the prompt, and logged in as ‘root’ by default. Type ‘passwd’ and then choose a new password. This will change the root password to whatever you enter. If you’re interested in only gaining access to a single account on the system, however, then type ‘passwd username’ replacing ‘username’ with the login name for the account you would like to alter the password for.

Mac

Finally we take on Mac’s OS X which as we said earlier is based on Unix and is difficult to change password compared to Linux but nothing is impossible to be hacked.

The easiest method would be to use Ophcrack on this also as it works with Mac and Linux in addition to Windows. However, there are other methods that can be used, as demonstrated below.

If the Mac runs OS X 10.4, then you only need the installation CD. Insert it into the computer, reboot. When it starts up, select UTILITIES > RESET PASSWORD. Choose a new password and then use that to log in.

If the Mac runs OS X 10.5, restart the computer and press COMMAND + S. When at the prompt, type:

fsck -fy

mount -uw /

launchctl load /System/Library/LaunchDaemons/com.apple.DirectoryServices.plist

dscl . -passwd /Users/UserName newpassword

That’s it. Now that the password is reset, you can login.

ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস

আপনি হয়ত লক্ষ্য করে থাকবেন কিছু কিছু ওয়েবসাইটে ভিজিট করলে আপনার আইপি, অবস্হান, আপনার পিসির অপারেটিং সিস্টেমের নাম, ব্রাউজারের নাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম ইত্যাদি প্রদর্শন করে ।
আপনিও আপনার ওয়েবসাইটে এই Gadget টি যোগ করতে পারেন বিনামূল্যে এবং সহজেই ।

আর যদি Gadget টি এখনই যোগ করতে চান তাহলে এখনই শুরু করুন-

পদ্ধতি ১


*** এখানে ক্লিক করুন । একটি সাইট ওপেন হবে ।
*** ওখানে নিচের চিত্রটি দেখতে পাবেন ।
এগুলো হলোআপনি যে Gadget টি যোগ করতে চাচ্ছেন তার লেআউট । ওগুলোর মধ্য থেকে যে কোন একটি সিলেক্ট করুন ।
*** Background Color ও Text Color সিলেক্ট করুন । Create My image এ ক্লিক করুন ।
*** আপনার বানানো Widget এর প্রিভিউ দেখাবে । এবং Linked Image: ডায়ালগ বক্সে HTML কোড সহ একটি লিংক দেখতে পাবেন । লিংকটি কপি করুন ।

### এবার ব্লগস্পটে লগইন করুন ।
### Design > Page Elements এ ক্লিক করুন ।
### Add a Gadget এ ক্লিক করে HTML / javascript নামক Gadget টি যোগ করুন ।
### Gadget টির পছন্দমতো একটি Title দিন । এবং Content বক্স এ আপনার কপি করা সেই কোডটি পেস্ট করুন । সেভ বাটনে ক্লিক করে ১/২ সেকেন্ড রেস্ট নিন ।

কাম স্যাস ।



আরেকটি Gadget দিচ্ছি এটা আইপি, স্টেট,কান্ট্রি, প্রোভাইডার সব দেখাবে ।

পদ্ধতি ২

নিচের চিত্রে আমার আইপি, স্টেট,কান্ট্রি, প্রোভাইডার ইত্যাদি দেখা যাচ্ছে ।


যা করতে হবেঃ

*** ব্লগারে লগইন করুন ।

*** এখানে ক্লিক করুন । আপনি স্নাইপারনেট ওয়েবসাইটে চলে যাবেন ।
*** ওখানে উপরের দিকে ডানপাশে Gadget নামক একটি অপশন পাবেন । ক্লিক করুন ।
*** Gadget গুলোর (layout) যে কোন একটি পছন্দ করুন ।
*** পছন্দের Gadget এর পাশ থেকে HTML কোডটি কপি করুন ।

এরপর-

### ব্লগারের Dashboard > Page Elements এ যান ।
### Add A Gadget এ ক্লিক করুন । HTML / javascript নামক Gadget টি যোগ করুন ।
### Gadget টির পছন্দমতো একটি Title দিন । এবং Content বক্স এ আপনার কপি করা সেই কোডটি পেস্ট করুন ।

Save করুন ।

এইতো আপনি পেরেছেন !

iobit protected folder with key


ফোল্ডার কে password এর মাধ্যমে প্রটেক্ট করার জন্য অনেক সফটওয়্যার অনেকেই ইউজ করেছেন।
আজকে আমি যে সফটওয়্যার টার নাম বলব তার নাম protected folder.
এটার view অন্য যে কোন সফটওয়্যার এর থেকেও সুন্দর।
ব্যবহার করাও অনেক সহজ।
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ইন্সটল করার সময় আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিন।কিন্তু উন করবেন না। এরপর কিজেন ও প্যাচ টি কপি করে ইন্সটল ফোল্ডার এ পেস্ট করুন।
প্যাচ টি রান করুন। Key gen ইউজ করে রেজিস্টার করুন। এরপর সফটওয়্যার টি রান করুন।
এখন যে ফাইল লক করতে চান তার উপর রাইট ক্লিক করে প্রটেক্ট করুন।


অপশন এর সেটিং থেকে আপনি ফইল টিকে কিভাবে রাখতে চান তা ঠিক করতে পারবেন। screenshot দেখে নিন।


Download

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More