আসসালামু আলাইকুম

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

পেনড্রাইভ এর ফাইল কে compress করে জায়গা বাড়ান…

সাধারনত পেন ড্রাইভ FAT, FAT 32 ফাইল সিস্টেমে চলে,ফলে এখানে ফাইল compression বা সংকোচনের কোন সুবিধা পাওয়া যায় না। কিন্তু NTFS ফাইল সিস্টেমে compression সুবিধা রয়েছে।যেমন,৫০ মেগাবাইটের একটি ফাইল NTFS ফরম্যাটের ড্রাইভে মাত্র ৩০ মেগাবাইট জায়গা নেবে।তাই NTFS ফাইল সিস্টেমে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়।আপনার পেন ড্রাইভকে NTFS ফরম্যাটে কনভার্ট করতে Start/Run- এ গিয়ে cmd লিখে কমান্ড খুলন এবং convert X: /FS:NTFS লিখে Enter চাপুন (X এর জায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার অক্ষর হবে,যেমন L ড্রাইভে হলে হবে L )।এখন My computer এ গিয়ে পেন ড্রাইভের আইকনে ডান ক্লীক করে Properties এ যান।এখান থেকে ’ Compress Drive to Save Disk SpaceÕ অপশনে টিক দিয়ে OK করুন,এখন ’ Apply To Sub Folders and FilesÕ অপশন (যদি আসে) OK করে বের হয়ে আসুন।ব্যস কাজ শেষ। এখন পেন ড্রাইভে কোন ফাইল কপি করলে সেটা খুব বেশী জায়গা নেবে না,ফলে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে।


[বিঃদ্রঃ এটা যদি মোবাইল এর মেমোরি কার্ড এর জন্য ব্যাবহার করতে চান তাহলে পিসি তে শো করলেও মোবাইল এ ফরম্যাট চাবে... সো pendrive এই করা better...

windows 7+activator (highly compressed)full version নিয়ে নিন

হেয়!!!বন্ধুরা…সবাই কেমন আছেন…আসা করি সবাই অনেক অনেক ভাল আছেন।এবার এর Post এ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Windows 7+Activator (Highly Compressed) Full Version। (Highly Compressed) নেওয়ার আগে আমি আপাদের সাথে একটু কথা বলব, কিছু মনে করবান না Please। ( Highly Compressed) ফাইল আমি চালাতে পারিনা। কিন্তু আমি যখন আপনাদের ফুল্ ভার্সন দেই তখন আপনারা বলেন যে file size অনেক বড় (Highly Compressed) ফাইল দিতে বলেন। তাই আমি আপনাদের দিলাম (Highly Compressed) ফাইল যদি আপনারা (Highly Compressed) ফাইল চালতে পারেন তবে আমাকে জানাবেন। তাহলে next এ আমি আপনাদের জন্য Windows 8 (Highly Compressed) দিব।আমার কাছে এই রকম অনেক ফাইল Compressed করা আছে।

Windows 7+Activator (Highly Compressed) download link : http://www.megaupload.com/?d=TZTEU3JL

আশা করি আমার কথাম আপনারা কিছু মনে করবেন না। এবং Tune টি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগার নতুন কিছু নিয়ে আবার tune করব। comment করতে ভুলবেন না।

windows 7 all version activator। activate করে নিন আপনার 7!!!

হেয়!!!বন্ধুরা…সবাই কেমন আছেন…আসা করি সবাই ভাল আছেন। আপনারা অনেকই Windows 7 ব্যবহার করেন কেও Windows 7 Home Premium, Windows 7 Professional, আবার কেও Windows 7 Ultimate. আমারা সবাই কিন্তু Windows 7 genuine ব্যবহার করি না। কারন উইন্ডোজ ৭ বাংলাদেশএ দাম ১৬০০০ টাকা । তাই আমার copy করা উইন্ডোজ ৭ ব্যবহার করি। আর এই কপি কারনা আমাদের ৩০ দিন পর পর Windows 7 বুট দিতে হয়। এই ঝামেলার থেকে আপনাকে মুক্ত দিতে আমি আপনাদের জন্য নিয়ে এলাম Windows 7 Genuine করার আরেকটি Sofaware। Windows 7 Home Premium, Windows 7 Professional এর মধ্য আপনি যেটাই ব্যবহার করেন না কেন আপনার Windows 7 genuine হবেই।

****ডাউনলোড দেবার আগে আপনার অ্যান্টি-ভাইরাস টি unstall করে নিন।

প্রথমে আপনি নিছের Mediafire লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন:

Windows 7 all version activator ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?qdnr3ovargdgrb8

Download করেই কাজ শেষ না আপনাকে নিচের step গুলি follow করতে হবে:

1.Download the files from link below
2. unrar the files.
3. Disable The internet and Antivirus.
4. Run the Crack click on Revert and wait for few seconds.
5. Windows wil reboot automatically or do it yourself.
6. Now you get rid of message”This copy Of Windows Is not genuine” and activated.
7. Enjoy it.

আশা করি আমার Tune টি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগার নতুন কিছু নিয়ে আবার tune করব। comment করতে ভুলবেন না।

আপনার সাইটে চ্যাট অপশন যুক্ত করুন

সাধারণত প্রতিটা সাইট এর বেশির ভাগই বানানো হয়ে থাকে Blogspot বা WordPress দ্বারা। আপনাদের জন্য আজকে Blogspot সাইটে কিভাবে চ্যাট অপশন যুক্ত করবেন তা দেখিয়ে দিলাম।

আপনি গুগলি দিয়ে সাইট বানানো মানেই আপনার একটি জিমেল আইডি রয়েছে। আপনার জিমেইল আইডি দিয়ে এই সাইটে গিয়ে লগিন করুন>> “চ্যাট অপশন যুক্ত করুন”


লগিন করার পর আপনি নিচের পিকের মতন আপনার টাইটেল,নিক নাম এবং স্টাইল ঠিক করে দিন। অতঃপর Update badge দিয়ে দিন। তাহলে নিচে একটি হটমেইল কোড আসবে, কোডটি কপি করুন।


এবারের কাজ আরো সহজ, মূল কথা সবটাই সহজ। তাই আর স্ক্রীনশর্ট দিয়ে দেখানোর
প্রয়োজন কমে করিনি।>>>>
1. আপনার ব্লগ/সাইটে প্রবেশ করুন
2. ড্যাশবোর্ড থেকে ডিজাইন এ যান
3. এবার মেনু যেভাবে উইজেট বসান ঠিক সেভাবেই একটি Text পেজ নিন
4. পেজের মধ্যে কপি করা হটমেইল কোড টি দিয়ে সেভ করে দিন।
5. সর্বশেষ আপনার সাইটে গিয়ে দেখুন চ্যাট বার যোগ হয়ে গেছে।
“সবাই ভালো থাকুন,ভালো থাকার চেষ্টা করুন”

মোবাইলের যাবতীয় এপ্লিকেশনের গুডাউন

আমাদের দেশে সবচে বেশি ইন্টারনেট ব্যাবহার হয়ে থাকে মোবাইল থেকে। আমরা এখনো এতটা উন্নত হতে পারিনি যে সবার ঘরেই পিসি/ল্যাপটপ থাকবে,কিন্তু এখন মোবাইল দেখা যায় ছোট একটা বাচ্চার হাতেও। যদি জিজ্ঞাস করা হয়ে থাকে বাবু তুমি মোবাইল দিয়ে কি কর? তার সাথে, সাথে উওর “আব্বু-আম্মু” অফিসে গিয়েছে তাই মোবাইল দিয়ে তাদের সাথে কথা বলি। উদাহারণ টা দিলাম বুঝাতে সে সবার কাছেই বলতে গেলে এখন মোবাইল আছে।

নিজের চায়না মোবাইল থেকে শুরু করে ব্র্যান্ডের নামী-দামী সব সেটকেই তার মালিক সুন্দর ও স্মার্ট রাখতে চায়। নিত্যদিনের প্রতিনিয়ত প্রয়োজনীয় এই বস্তুটিকে এভাবে সুন্দর রাখার চেষ্টাই স্বাভাবিক।

এখন প্রতিনিয়ত তৈরি হচ্ছে মোবাইলের নানা ধরণের সফটওয়্যার এবং পিসির এন্টিভাইরাস,গেমস,থিম,সফটওয়্যার এবং নানান কিছুর মোবাইল ভার্সন। সাধারণ কাজ থেকে নানা ধরণের জটিল কাজ এমন কি এখন হ্যাকিং ও করা হয় এখন মোবাইল থেকে।

এসব কিছুর জন্য আমাদের অবশ্যই সফটওয়্যার এবং আরো নানান ধরণের আপল্যিকেশন এর প্রয়োজন হয়ে থাকে। বাঁজার থেকে মোবাইল কেনার পর নিজের পছন্দ অনুযায়ী মোবাইল টিকে সব কিছু দিয়ে সাঁজিয়ে নেবার ভার পরে নিজের উপরই!! তাই আজকে ২ টা লিঙ্ক শেয়ার করবো আপনাদের সাথে। গুগলিতে সার্চ দিলেই অসংখ্য সাইট এসে যায় আমাদের সামনে। তার পরেও আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করতে আসা। কারণ লিঙ্ক ২ টিকে আমার কাছে অনেক সাজানো মনে হয়েছে, তাদের ফিচার এবং কালেকশন গুলো ও চমৎকার বলা চলে। এক কথায় বলা যায় “নিট অ্যান্ড ক্লিন” । আমি নিচে লিঙ্কের সাথে তাদের মেনুব্যার এর পিকচার ও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এর থেকে অনেকটাই বুঝতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী কি আছে সাইটের মাঝে এবং সাইটে গেলেই দেখতে পাবেন কতটা যত্ন সহকারে ধাপে,ধাপে সাজিয়ে রাখা হয়েছে প্রতিটা জিনিশ।

সাইটে প্রবেশ করতে ক্লিক করুন


সাইটে প্রবেশ করতে ক্লিক করুন

বদলে ফেলুন “ফোল্ডার” এর ভাব-সাব!!!

আমি জানি এটি অনেক পুরানো একটি software. আপনাদের অনেকেই হয়তো এটি নিয়মিত ব্যবহারও করেন. তারপরও দিতে ইচ্ছে হলো. আমার Office এর PC তে রোজ অনেক ফোল্ডার তৈরী হয়. সেই ফোল্ডার সমুদ্রে তাই অনেক সময় প্রয়োজনীয় ফোল্ডারটি খুঁজে পাই না. “Folderico” আপনার ফোল্ডার গুলোর ভাব-সাব পুরাপুরি বদলে দেবে. ইচ্ছেমতো ফোল্ডার color করা থেকে শুরু করে বিভিন্ন theme change করা কি নেই এতে!


Get Folderico

গুগল সার্চ থেকে আপনার ফেইসবুক একাউন্টটিকে লুকিয়ে ফেলুন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ফেইসবুক একাউন্টটি গুগল সার্চ থেকে লুকিয়ে ফেলবেন।


মনে করেন, আপনি আপনার ফেইসবুক একাউন্ট খুলেছেন। এখন আপনি চাচ্ছেন যে, আপনার একাউন্টটি যাতে কেউ গুগল একাউন্টে খুঁজে না পায়। সেজন্য একটি টিপস খুঁজতেছেন। সেই সময় আপনার জন্য একটি টিপস নিয়ে এল “অনির্বাচিত ফুসকাওয়ালী”। নিন আর একটু করেই দেখুন তো পারেন কিনা।

1. প্রথমে আপনার ফেইসবুক একাউন্টটিকে লগইন করুন।
2. এবার Account —> Privacy settings এখানে যান।
3. এবার “Apps and Websites” category থেকে ‘Edit your settings’ এ ক্লিক করুন।
4. এবার “Public Search” —> ‘Edit Settings’ তে ক্লিক করুন।
5. এবার “Enable public search” button আনচেক করুন।
6. তাহলে একটি confirmation ম্যাসেজ আসবে। confirm করুন।
7. আর যদি বাদ দিতে চান, তাহলে চেক করা অপশানটি আনচেক করুন।

খুবই মজার টিপস মনে হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও আল্লাহ হাফেজ…………
6.

bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন

আমরা laptop এবং cell phone সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করতে পারি।আমরা আমাদের মোবাইল ফোনে একটি ডেস্কটপ computer অথবা একটি ল্যাপটপ থেকে videos, ছবি, ফটো ইত্যাদি move করতে পারি। ল্যাপটপ এবং mobile ফোন এ সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি sopport সংবলিত laptop এবং mobile দরকার । যদি ল্যাপটপ এইটি সমর্থন না করে , আমরা একটি ইউএসবি ব্লুটুথ dongle ব্যবহার করতে পারি। ডেস্কটপ computer অথবা ল্যাপটপের ইউএসবি portএর দিকে শুধুমাত্র plug এটি। মাইক্রোসফ্ট উইন্ডোজে ছেড়ে চলে যান। এইটি নিজেরা ইনস্টল হবে।। যদি এইটি ইনস্টল না হয় , আমরা নিজহাতে ইনস্টল করব। ল্যাপটপ এবং mobile ফোন সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করতে এই সহজ ধাপ অনুসরণ করুন: (আমি windows Vista. ব্যবহার করেছি)

১। আপনার mobile এ Bluetooth feature on করুন।

২। setting করুন : my Phone’s visibility -> Shown to all on the cell phone.

৩। Bluetooth Devices এর icon থেকে এটি open করুন।

৪। অথবা Device Manager এর Bluetooth driver এ double-click করুন।
৫। Bluetooth Devices dialog box এ Add button এ Click করুন।

৬। Add Bluetooth Device Wizard dialog box এ “My devices is set up and ready to be found” এ টিক চিহ্ন দিন। Next button click করুন।

৭। device wizard দেথা যাবে। আপনার device টি add করে next button click করুন।

“৮। Let me choose my own key” অথবা “Choose a passkey for me” ‍Select করুন এবং

৯। Next click করুন।

১০। একটি password key দেথা যাবে । এটি আপনার mobile এ বসান।

১১। Finish button এ click করুন।

১২। Bluetooth Devices dialog box এ আপনার cell phone এর Bluetooth device দেখাবে।

১৩। Properties dialog box দেখা যাবে। Services tab Choose করুন। যেসব সেবা পেতে চান তাতে টিক দিন।

১৪। এখন photos, videos transfer করতে পারবেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More