আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ফেইসবুক একাউন্টটি গুগল সার্চ থেকে লুকিয়ে ফেলবেন।
মনে করেন, আপনি আপনার ফেইসবুক একাউন্ট খুলেছেন। এখন আপনি চাচ্ছেন যে, আপনার একাউন্টটি যাতে কেউ গুগল একাউন্টে খুঁজে না পায়। সেজন্য একটি টিপস খুঁজতেছেন। সেই সময় আপনার জন্য একটি টিপস নিয়ে এল “অনির্বাচিত ফুসকাওয়ালী”। নিন আর একটু করেই দেখুন তো পারেন কিনা।
1. প্রথমে আপনার ফেইসবুক একাউন্টটিকে লগইন করুন।
2. এবার Account —> Privacy settings এখানে যান।
3. এবার “Apps and Websites” category থেকে ‘Edit your settings’ এ ক্লিক করুন।
4. এবার “Public Search” —> ‘Edit Settings’ তে ক্লিক করুন।
5. এবার “Enable public search” button আনচেক করুন।
6. তাহলে একটি confirmation ম্যাসেজ আসবে। confirm করুন।
7. আর যদি বাদ দিতে চান, তাহলে চেক করা অপশানটি আনচেক করুন।
খুবই মজার টিপস মনে হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও আল্লাহ হাফেজ…………
6.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন