আসসালামু আলাইকুম

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট রিভিউ এবং কনফিগারেশন

দেশের অনেকগুলো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। সবাই সতন্ত্রতা এবং ভাল মন্দ নিয়েই চলছে শুরুর থেকে। বলা বাহুল্য আমাদের মত সল্পউন্নত দেশের মধ্যে এতোগুলো ইন্টারনেট সার্ভিস দাতা প্রতিষ্ঠান থাকলেও আমরা ভাল সার্ভিস কারো থেকেই পাই না। যাহোক…. সম্প্রতি আমি গ্রামীনফোন এর নেট পরিহার করে বিটিসিএল এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছি প্রায় ১ মাস হচ্ছে। আর মাত্র ১ মাসের সামান্য অভিজ্ঞতা নিয়েই আজকের পোষ্টি…

যেভাবে সংযোগের আবেদন করবেনঃ
১. আপনার শহরের নিকটস্থ বিটিসিএল অফিসে যেয়ে তাদের দেয়া নির্দিষ্ঠ আবদেন ফর্মে আপনার যে নামে টিএনটি(বর্তমান বিটিসিএল) এর টেলিফোন লাইন আছে সেই সব প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
২. টেলিফোন লাইনের এক কপি ফটোকপি।
৩. তারপর, যার নামে টেলিফোন লাইন তার ভোটার আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি, এক কপি কালার পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত।
৪. বিটিসিএল এর এডিএসএল মডেম মূল্য ২৫০০টাকা সাথে সার্ভিস চার্জ ৪০০টাকা। এই সর্বমোট ২৯০০টাকা এর তিন পেজের একটি ডিমান্ড নোট তারাই লিখে দিবে। ডিমান্ড নোট+২৯০০টাকা তাদের বলা মত ব্যাংকে গিয়ে জমা দিবেন। (শুধু টাকা আর ডিমান্ড নোট জমা দিবেন।)
৫. সেই ব্যাংক টাকা সহ ডিমান্ড নোটের এক কপি জমা নিয়ে বাকী ২কপি আপনাকে দিবে।
৬. বাকী দুই কপি ডিমান্ড নোট, আবেদন ফর্ম, ছবি এবং ভোটার আইডি কার্ডটি এবার বিটিসিএল অফিসে জমা দিবেন।
৭. বাকী দু কপি ডিমান্ড নোট এর মধ্যে বিটিসিএল অফিস এক কপি রেখে আপনাকে এক কপি দিয়ে দিবে। এবং খুব বেশি হলে তিন দিনের মধ্যে আপনার একাউন্ট তৈরী করে আপনাকে জানানো হবে। না জানালে ২/৩ দিন পরে খোঁজ নিতে ভুলবেন না।
বাস! আবেদনের কাজ শেষ!
নোট: বিটিএল এর এই সার্ভিষ বাংলাদেশের অনেক জেলাতে এখনও পৌছায় নাই।
সুবিধা-অসুবিধাঃ
১. সুবিধা বা অসুবিধা বলতে আমি এখনো তেমন জটিল কোন অসুবিধা পাই নাই। যেখানে জিপি-তে আমার দৈনিক ১০-১৫ বার লাইন কেটে যেত অটোমেটিক। সেখানে গত একমাসেও এমন সমস্যায় একবারো পড়তে হয় নাই।
২. মাত্র ৩০০ টাকায় ১২৮ কেবিপিএস এর আনলিমিটেড সংযোগ। প্রোয়োজন অনুযায়ী লাইন স্পীড পরিবর্তণ করতে পারবেন। তবে মাইগ্রট করতে হলে স্থনীয় অফিসে প্রতিমাসের ২০ তারিখের মধ্যে আবদেন করে জানাতে হবে। আবেদন করাটা কারও কারও কাছে সমস্যাও মনে গতে পারে।
৩. সময় মত বিল না দিতে পারলে প্রায় সব নেট সার্ভিসের লাইন কেটে যায়, তবে বিটিসিএল এর ক্ষেত্রে এমনটা হবে না কারন, আপনার টেলিফোন বিলের সাথে ইন্টারনেট বিল পাবেন। তাই আপনার সুবিধামত সময় বিল জমা দিতে পারবেন। তবে, সময়মত বিল দেয়াই আদর্শ নাগরিকের কাজ!
৪. একই সাথে টেলিফোনে কথা বলা এবং নেট চালাতে পারবেন। তবে একটি সমস্যা হতে পারে, আপনার মূল টেলিফোন সংযোগ আপনার মডেমের সাথে হতে হবে। সেথানে থেকে হাব এর মাধ্যমে একাধিক সংযোগ বরে করতে পারবেন। এমনটা লা করলে কখনও কল আসলে বা করতে চাইলে মেডেমের লাইন পাবেন না।
৫. লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কার্ডের মাধ্যমে এবং ইউএসবি ক্যাবলের মাধ্যমেও মডেমকে সিপিউ এর সাথে লাগাতে পারবেন।
৬. সর্বোচ্চ ১২টি পিসিতে একই সংযোগ দিয়ে চালাতে পারবেন। তবে, ভাল গতির জন্য কম পিসি ব্যবহার করাই উত্তম।
পিসিতে সেটআপ পদ্ধতিঃ
আর অন্যান্য হার্ডওয়্যারের যেমন সফটওয়্যার ইন্টল করতে হয়। তেমনি আপনি যদি সরাসরি ল্যান কার্ড দিয়ে ব্যাবহার করতে ইচ্ছুক না হন অথবা সমস্যা ফেস করে তবে, সরাসরি ইউএসবি ক্যাবল দিয়েও মডেম চালাতে পারবেন। তার জন্য মডেমের দেয়া সফটওয়্যার ইন্সটল করে নিবেন। নয়তো ল্যান দিয়েই চালাবেন।
লাইন কনফিগার করবেন যেভাবেঃ
১. উইন্ডোজ কন্ট্রোল প্যানেল থেকে Network Connections এ প্রবেশ করুন।

২. Network Connections এর বাম প্যানেল উইন্ডো থেকে Create a new connection এ ক্লিক করুন।

৩. Create a new connection এ ক্লিক করলে নতুন একটি উইন্ডে ওপেন হবে নিচের মত। সেখানে থেকে Set up my connection manually সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

৪. পরের ধাপে, Connect using a broadband connection that requires a username and password সিলেক্ট করে Next করুন।

৫. পরের ধাপে, ISP Name এ BTCL লিখে দিন এবং Next করুন।

৬. এবার বিটিসিএল থেকে আপনাকে দেয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। তারপর নিচের চেক বক্সগুলো চেক করুন এবং Next করুন।

৭. এবার পরের ধাপে, Add a shortcut to this connection to my desktop এর বাম পাশের চেক করুন এবং Finish করুন।

৮. এবার বিটিসিএল নেট এ লগইন/কানেক্ট করার উইন্ডো পাবেন। Connect বাটনে ক্লিক করুন। ২/৩ সেকেন্ডর মধ্যে কানেক্টেড হবে। তারপর উপভোগ করুন ব্রডব্যান্ড সার্ভিসের মজা!!

কিছু সংযুক্তিঃ
১. সংযোগ একটিভ করে দিতে আপনার বাসায় বা প্রতিষ্ঠানে বিটিসিএল এর প্রতিনিধি আসবে। তাদের সংযোগ সেটআপ এর কাজ তাদেরকেই করতে দিবেন। কারন আপনি এসবের জন্য অতিরিক্ত ৪০০টাকা জমা দিয়েছেন মডেমের সাথে। ভুলেও অতিরিক্ত অর্থ প্রদান করতে যাবেন না। তবে, যদি মনে করেন ৫০/১০০ টাকা চা-নাস্তা খেতে দিতে পারেন, সেটা আপনার মানবতা মাত্র!
২. আগামী ১৫ জানুয়ারী থেকে সকল বিটিসিএল প্যাকেজের স্পীড দ্বীগুন করা হবে বলে জানানো হয়েছে! বিস্তারত এখানে!
আজ এই পর্যন্তই!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

নতুন বছরে বদলে ফেলুন কম্পিউটারের Hard Disk Drive-এর ব্যাকগ্রাউন্ড

আপনার কম্পিউটারের হার্ডডিস্কের ড্রাইভগুলো Open করে ড্রাইভে থাকা ফোল্ডারগুলোর পেছনে, ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখবেন আপনারই পছন্দের কোন ছবি তবে তা করতে পারেন সহজেই Notepad-এর ছোট্ট‌ একটি প্রোগ্রামের সাহায্যে।

এজন্য আপনাকে Notepad Open করে নীচের সংকেতটি লিখতে হবে।

[ExtShellFolderViews]

{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]

Attributes=1

IconArea_Image=Turjo\Background.jpg

এখন, ৫ লাইনের এই প্রোগ্রাম File-টি desktop.ini নামে Save করুন।
তবে উক্ত‌ ছবিটি আপনার কম্পিউটারের Resolution অনুযায়ী হলে ভাল হয়। (যেমন:1724×768)

আপনার কম্পিউটারে মনিটরের Resolution জানতে হলে Desktop -এর ফাঁকা স্থানে ডান ক্লিক করে Properties –এ গিয়ে Settings ট্যাবে ক্লিক করে বা’দিকের নীচে লক্ষ করুন।

আর হ্যা, হালকা ধরনের ছবি সিলেক্ট‌ করবেন। নয়তো অন্যান্য Folder –এর নাম পড়তে অসুবিধা হতে পারে।

চাইলে ছবি ও Folder-এর নাম পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে, Notepad Program-এ সংশ্লিষ্ট‌ অংশটুকু পরিবর্তন করতে হবে।

Documents-এ Save করতে অসুবিধা হলে, ডেস্কটপেই Save করতে পারেন। কারন, My Documents-এ একই নামে অন্য একটি ফাইল থাকার কথা।

এবারে, আপনি আপনার কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভে (ফোল্ডারে নয়) desktop.ini নামের ফাইলটি Copy করুন এবং একই Drive গুলিতে Turjo নামের একটি ফোল্ডার তৈরি করুন।

এখন, আপনি যে ছবি আপনার Drive গুলোর ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে চান তা jpg ফরম্যাটে নিয়ে Background (File Extention সহ Background.jpg/.Jpeg নয় ) নাম দিয়ে Turjo নামের ফোল্ডারে Save করুন।

আপনার Refresh দেয়ার অপেক্ষা মাত্র। রিফ্রেস করার সাথে সাথে আপনি আপনার পছন্দের ছবিটি ড্রাইভের ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে পাবেন।

উক্ত‌ ফোল্ডারে যে ছবি রাখবেন, তাই Background ইমেজ হিসেবে Show হবে।

কম্পিউটারে আপনি আপনার কন্ঠ (Voice) সরাসরি (Live) শুনতে চান ??!!

অনেকে জানেন আবার অনেকের কাছে হয়তো অজানা। তবে এটা সত্য যে আপনি আপনার Pc-কে ব্যবহার করে Live কনসার্ট করতে পারেন।আপনার যদি ভাল গানের গলা থেকে থাকে তবে ঘরোয়া কোন অনুষ্ঠানে, ছড়িয়ে দিতে পারেন আপনার সুর।

কি করে? আপনার কম্পিউটারকে অ্যাম্পিলিফায়ার হিসেবে ব্যবহার করে।

কিভাবে কম্পিউটারকে Amplifier হিসেবে ব্যবহার করা যায়?

এজন্য আপনার প্রয়জন-

#Speaker

#Microphone

#Converter (If any)

#Instruments (If any)

#& You

১। প্রথমে কম্পিউটারের Volume Option -এ Double Click করে Master Volume Control Open করুন ।

২।এরপর Option-এ যেয়ে Properties >Output(Mixer Device)/Playback >Check All Options বা All Options-এ টিক চিন্হ দিন।


৩।তারপর পূনরায় Option-এ যেয়ে Advance Controls-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)

৪।এখন সকল Volume Option -এর Level বৃদ্ধি করুন এবং সকল Mute Off থেকে টিক চিন্হ তুলে দিন (Uncheck)।


৫।এরপর Advance Option-এ যেয়ে 1 Microphone Boost-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)


৬।এরপর Option-এ যেয়ে Properties >Input(Mixer Device)Recording – Check করুন।


পূনরায় সকল প্রক্র্রিয়া পরিক্ষা করুন এবং Speker-Microphone এর Connection যথাস্থানে লাগানো কি’না দেখুন।

স‌র্বশেষে আপনার কম্পিউটার Amplifier হিসেবে কাজ করছে ভাই।এখন মাইক্রোফোনে কথা বলার সাথে সাথে আপনি আপনার Voice, Live শুনতে পাবেন।

আমি Windows XP (Sp2) কে আদর্শ ধরে লিখেছি। Windows 7 এর ক্ষেত্রেও প্রায় এক। Windows 7 এর Users দের চিন্তার কারন নেই।

Live কনসার্ট এবং ইন্সট্রুমেন্ট যুক্ত করতে হলে আপনাকে ইন্সট্রুমেন্টের Driver Software Install করতে হবে। Instrument এবং Heavy Speaker System PC-তে যুক্ত করতে Converter –এর প্রয়জন পড়বে।ভালোমানের Soundcard–এরও প্রয়জন হবে। এ বিষয়ে বিস্থারিত লিখব অন্যকোন সময়ে। রাত হয়ে গেছে। আপনার PC, Amplifier হল কি’না জানাবেন। কোন সমস্যায় Helpline Experts-রা তো আছেনই।

Screen শট নেয়া ছবিগুলো Upload -এ সমস্যা হওয়ায় আপনাদের বোঝার সুবিধার জন্য মোবাইল দিয়ে ছবি তুলে দিয়েছি। ছবির Resolution খারাপ হওয়ার জন্য দু:ক্ষিত।

আর হ্যা, এতক্ষন যা করলেন তার বিপরীত অর্থাৎ টিকচিন্হগুলি তুলে দিয়ে আপনি আপনার কম্পিউটার পূনরায় Normal করতে পারেন। নতুবা Media File চালালে Sound কোয়ালিটি ভাল আসবে না। নয়েজ level বেড়েযাবে। আজ এপর্যন্ত।

সাবধানে পথ চলুন এবং অপরকে সতর্ক করুন। ধন্যবাদ।

Computer এর যে কোন Hardware এর Properties দেখুন Temperature সহ।


আসসালামু আলাইকুম,

আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।আমি খুব ছোট ১টা Software এর কথা বলতে চাই।যার নাম Speecy.হয়ত ইতোমধ্যে অনেক এই জানেন।মাত্র ৪.১৮MB Free এই ছোট্ট Software টি মাঝে মাঝে অনেক বড় কাজ করে ফেলতে পারে।Computer এর যে কোন Hardware এর Properties খুব ভাল ভাবে দেখতে পারেন সাথে Temperature তো আছেই।Download করুন আর মজা দেখুন।

http://www.piriform.com/speccy

আপনি হয়তো অনেক সুন্দর একটি থিম ইনস্টল করেছেন আপনার পিসিতে। অথবা একটি সুন্দর গেম ইনস্টল করেছেন খেলার জন্য। কিন্তু ইনস্টল করার কিছুন পর দেখা গেল আসল সমস্যা। আপনার পিসিটা আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে। তখন হয়তো মেজাজ টাই বিগড়ে যায়। তাই আপনাদের এই সমস্যার সমাধানে আমার আজকের এই পোষ্ট।

আজ আমি দেখাবো কিভাবে কোন সফ্টওয়ার কে পোর্টেবল করতে হয়।
পোর্টেবল করে সফ্টওয়ার চালালে আপনার পিসি থাকবে একদম নতুন কম্পিউটার এর মতো। মানে স্পীড একদম ঠিক থাকবে, কমবে না।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে করতে হবে।
আপনি যে সফ্টওয়ার টি পোর্টেবল করতে চান সেটি ইনস্টল করুন।
এখন My Computer ওপেন করে C ড্রাইভ ওপেন করুন।
দরুন আপনি Moto GP 2 গেমটি ইনস্টল করেছেন।
নিচের স্কিন শটটি দেখুন।

দেখুন Moto GP 2 নামে একটি নতুন ফোল্ডার এসেছে।
ফোল্ডারটি কপি করে আপনার পিসির অন্য কোন ড্রাইভে সেভ করুন।
এরপর গেমটি আনইনস্টল করে দিন।
এখন আপনি যে ড্রাইভে Moto GP 2 নামে ফোল্ডারটি সেভ করেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করুন।
এখানে আপনি চিত্রে দেখানো আইকন (motogp2) এ ডাবল কিক করলে গেম টি খেলতে পারবেন।

অনুরুপ ভাবে Ms. Word এর ক্ষেেত্র C Drive- Program files – Microsoft Office – Office 10 (ভার্সন অনুযায়ী) – WINWORD (একদম সবার নিচে)
নিচের ছবিটি দেখুন।

এভাবে যে কোন সফ্টওয়ার ক্ষেেত্র একই পদ্বতি অনুসরণ করুন।
এখানে লক্ষনীয় যে, সফ্টওয়ার গুলো সি ড্রাইভ ওপেন করলেই পাবেন, তা না হলে Program files এ পাবেন। তবে Program files এ সাধারনত সব সফ্টওয়ার ইনষ্টল হয়।
বিঃ দ্রঃ সব সফ্টওয়ার ঠিক মতো কাজ নাও করতে পারে।
মানুষ মাত্রই ভূল করে । আমি ও ভুলের উর্ধ্বে নয়। আমার এই লেখার মধ্যে যদি কোন প্রকার ভূল ত্র“টি লনীয় হয়, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি।
আর একটু কষ্ট করে ভূল গুলো ধরিয়ে দিবেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
“আল্লাহ হাফেজ”

বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

হ্যাক করুন জিমেইল খুব সহজে !

ভিডিও হ্যাকিং



http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

মোবাইল দিয়ে facebook এ উল্টো করে status দিয়ে ভড়কে দিন বন্ধুদের


আমার পোষ্টে আপনাদের স্বাগতম।কেমন আছেন সবাই ??? নিশ্চয় ভালো।আজ আমি আপনাদের এমন একটি ট্রিক দিতে চলেছি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়েই উল্টো করে status দিয়ে ভড়কে দিতে পারবেন বন্ধুদের।

প্রথমে এই সাইটে যান।
সেখানে দেখবেন ২ টি বক্স আছে।প্রথম বক্সে আপনি যে লেখাটি উল্টা করে লিখতে চান সেটি লিখুন।১ম বক্সের নিচেই দেখবেন লেখা আছে flip text.Flip text এ ক্লীক করুন।তারপর দেখবেন ২য় বাক্সতে আপনার লেখাটি উল্টো হয়ে আছে।লেখাটি কপি করে নিয়ে আপনার কাঙ্খিত স্থানে বসিয়ে দিন।

মোবাইল দিয়ে facebook এ উল্টো করে status দিয়ে ভড়কে দিন বন্ধুদের

আমার পোষ্টে আপনাদের স্বাগতম।কেমন আছেন সবাই ??? নিশ্চয় ভালো।আজ আমি আপনাদের এমন একটি ট্রিক দিতে চলেছি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়েই উল্টো করে status দিয়ে ভড়কে দিতে পারবেন বন্ধুদের।

প্রথমে এই সাইটে যান।
সেখানে দেখবেন ২ টি বক্স আছে।প্রথম বক্সে আপনি যে লেখাটি উল্টা করে লিখতে চান সেটি লিখুন।১ম বক্সের নিচেই দেখবেন লেখা আছে flip text.Flip text এ ক্লীক করুন।তারপর দেখবেন ২য় বাক্সতে আপনার লেখাটি উল্টো হয়ে আছে।লেখাটি কপি করে নিয়ে আপনার কাঙ্খিত স্থানে বসিয়ে দিন।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

আইপি হাইড করুন ফ্রীতে (full and final)

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু................

আজ আপনাদের জন্য আমি একটি সফটওয়্যার নিয়ে এসছি.................

এর মাধ্যমে আপনি আপনার আইপি থেকে বিভিন্ন দেশের আইপিতে পাল্টাতে পারবেন...............

ডাউনলোড করার জন্য এখনই ক্লিক করুন...........

Full and Final with crack........unlimited.............

Auto ip hider download link

Windows7 এর ঘষাপেটা Logon Screen বাদ দিয়ে নিজের মত সাজিয়ে নিন


পিসিটাকে নিজের মত সাজিয়ে নিতে কে না চায়? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডতো সবাই বদলায়। আজকে না হয় বদলে নিলেন আপনার Logon Screen। খুব সহজেই আপনি আপনার Windows7 এর Logon Screen বদলাতে পারেন। নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

► প্রথমে Run চালু করুন। (Shortcut: Windows+R)

► এরপর Regedit লিখে OK করুন।

এরপর নিম্নোক্ত ফোল্ডারে যানঃ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\ CurrentVersion\Authentication\ LogonUI\Background

এবার মাউসের রাইট বাটন ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন এবং নতুন ফাইলটি OEMBackground নামে সেভ করুন। যদি ফাইলটি আগে থেকেই থাকে তাহলে এই ধাপতি প্রয়োজন নেই।

OEMBackground ফাইলটি ডাবল ক্লিক করুন এবং Value Data তে 0 এর পরিবর্তে 1 লিখে OK করুন।

এবার আপনার লোকাল ডিস্ক (default C drive) এর Windows > System32 > oobe ফোল্ডারে যান এবং info নামক ফোল্ডার তৈরী করুন। info ফোল্ডারের ভেতর backgrounds নামক ফোল্ডার তৈরী করুন। যদি info ও তার ভেতর backgrounds ফোল্ডারটি আগে থেকেই তৈরী থাকে, তবে নতুন করে বানানোর প্রয়োজন নেই।

► এবার আপনি আপনার কাঙ্ক্ষিত JPEG ইমেজটি সিলেক্ট করুন এবং নাম দিন backgroundDefault। ইমেজটি যেন 1024 X 768 এর মধ্যে হয়।

► ইমেজটিকে পূর্ববর্তী ধাপে প্রস্তুত backgrounds ফোল্ডারে কপি-পেস্ট করুন।

এবার কম্পিউটার রিস্ট্যার্ট করুন এবং উপভগ করুন Windows 7 কে নতুনভাবে।

৬৪ টি জেলার ওয়েবপোর্টাল - জেনে নিন বিভিন্ন জেলার তথ্যাদি

ঢাকা বিভাগ
১. ঢাকা
২. ফরিদপুর
৩. গাজীপুর
৪. গোপালগঞ্জ
৫. জামালপুর
৬. কিশোরগঞ্জ
৭. মাদারীপুর
৮. মানিকগঞ্জ
৯. মুন্সীগঞ্জ
১০. ময়মনসিংহ
১১. নারায়নগঞ্জ
১২. নরসিংদী
১৩. নেত্রকোনা
১৪. রাজবাড়ী
১৫. শরীয়তপুর
১৬. শেরপুর
১৭. টাঙ্গাইল

চট্রগ্রাম বিভাগ
১. বান্দরবন
২. ব্রাক্ষ্মণবাড়ীয়া
৩. চাঁদপুর
৪. চট্রগ্রাম
৫. কুমিল্লা
৬. কক্সবাজার
৭. ফেনী
৮. খাগড়াছড়ি
৯. লক্ষীপুর
১০. নোয়াখালী
১১. রাঙ্গামাটি

খুলনা বিভাগ
১. বাগেরহাট
২. চুয়াডাঙ্গা
৩. যশোর
৪. ঝিনাইদাহ
৫. খুলনা
৬. কুষ্টিয়া
৭. মাগুড়া
৮. মেহেরপুর
৯. নড়াইল
১০. সাতক্ষীরা

রাজশাহী বিভাগ
১. বগুড়া
২. চাপাইনবাবগঞ্জ
৩. জয়পুরহাট
৪. পাবনা
৫. নওগাঁ
৬. নাটোর
৭. রাজশাহী
৮. সিরাজগঞ্জ

রংপুর বিভাগ
১. দিনাজপুর
২. গাইবান্ধা
৩. কুড়িগ্রাম
৪. লালমনিরহাট
৫. নীলফামারী
৬. পঞ্চগড়
৭. রংপুর
৮. ঠাকুরগাঁও

বরিশাল বিভাগ
১. বরগুনা
২. বরিশাল
৩. ভোলা
৪. ঝালকাঠি
৫. পটুয়াখালী
৬. পিরোজপুর

সিলেট বিভাগ
১. হবিগঞ্জ
২. মৌলভীবাজার
৩. সুনামগঞ্জ
৪. সিলেট

যেকোন ওয়বেসাইটকে মোবাইল উপযোগী করুন

ওয়েবসাইট গুলো মূলত তৈরি করা হয় কম্পিউটারে ব্যবহারের জন্য।আর রেজলু্শন ও কম্পিউটার উপযোগী থাকে। ফলে বেশির ভাগ সময় মোবাইলে ব্রাউজ করলে ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না।কিন্ত আপনি চাইলে যেকোন ওয়েবসাইট মোবাইলরে দেখার উপযোগী করতে পারেন।
এই জন্য গুগলের সাহায্যে সাধারন ওয়েবসাইটকে মোবাইলরে উপযোগী করতে হলে http://www.google.com/gwt/n তে ঢুকে নিদিষ্ট টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে "গো" বাটনে ক্লিক করলে উক্ত ওয়েবসাইটের
মোবাইল উপযোগী সাইট হিসাবে নতুন ঠিকানা আসবে।আর আপনি যদি উক্ত ওয়েবসাইটে কোন ছবি না রাখতে চান তাহলে No Image চেক বক্স সক্রিয় করে কনভার্ট করুন।এছাড়া ও http://www.mofuse.com সাইটে রেজিস্ট্রেশন করে আপনার ওয়েবসাইট বা ব্লগের আর এস এস বা এটোম
ফেড দিয়ে নতুন সাইটের ঠিকানা পেতে পারেন।আপনার নতুন ঠিকানা হবে http://www.yourname.mofuse.mobi ।ফলে আপনার ব্লগে আপনি স্বাভাবিকভাবে যা পোষ্ট করবেন তা এই টক্সেট হিসাবে দেখাবে।
(সফট আইটি)

"আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায়

ইন্টারনেটে আপনি যাই লিখুন না কেন সেটাকে কপি করা অসম্ভব কোন কাজ না...... কোন কোন সাইট রাইট ক্লিক ডিসাবল করে রাখে যাতে কেউ কোন কন্টেন্ট কপি করতে না পারে আবার কোন কোন সাইট বলে রাখে কপি করা যাবে না,কপি করা দোষনীয় ইত্যাদি ইত্যাদি......কিন্তু এগুলোর কোনটাই কপি ঠেকাতে সমর্থ নয় (একভাবেই সম্ভব...... কিবোর্ডের ctrl+C ctrl+V সিকোয়েন্স ডিজাবল করে দেয়া )

এটা আটকানো যেহেতু সম্ভব না তাই আমরা যেটা করতে পারি বড়জোর সেটা কে কে কোথায় কপি করলো এটা খুঁজে বের করতে পারি......

তো, এই খুঁজে বের করার কাজটা যারা করতে চান তাদের জন্যে যে সাইট তা হল:
www. কপি এসকেপ .com

সাইটটিতে কিভাবে কাজ করবেন?

উত্তর: খুব সহজ...... ওপেন করলে দেখবেন একটা টেক্সটবক্স আছে.... সেখানে যেই পেজের আর কোন কপি আছে নাকি দেখতে চান সেই পেজটার অ্যাড্রেস ইনপুট দিয়ে এন্টার দিন....... এরপর ডুপ্লিকেট কন্টেন্টগুলো সে নিজেই দেখিয়ে দিবে....


***********
শেষ কথা, অনেক সময় এটা মৌলিক কন্টেন্টকেও কপি বলতে পারে তবে সেটা তখনই হয় যখন অরিজিনাল কন্টেন্টটা খুব পপুলার টাইপের কিছু একটা হয়....... যেমন ধরুন, আপনি সবগুলো দেশের নাম আছে এমন একটা পেজের অ্যাড্রেস দিলে সেটার অনেকগুলো কপি দেখাবে..... এটা কিন্তু কপি না কারণ সবগুলো দেশের নাম অনেক অনেক ওয়েব পেজের অপরিহার্য অংশ.........

এই ব্যাপারটা ছাড়া সাইটটার পারফর্মেন্স ভালই টেস্ট করে দেখতে পারেন......

আপডেট:

উপরের সাইটটাতে যদি দেখায় ম্যাক্সিমাম লিমিট পার হয়ে গেছে তাহলে এই সাইটটিতেও দেখতে পারেন:

www.plagiarismdetect.com/

Pirated এক্সপিকে Genuine করুন ৫সেকেন্ডে...


আজকে মনে হল উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১ ইন্সটল করি। ইন্টারনেটে অনেক কাজ করলেও মাঝে মধ্যে বিনোদনের প্রয়োজন হয়। আর এর জন্যেই আমাদের নেটওয়ার্ক প্রোভাইডাররা নিজেদের সার্ভারে গড়ে তুলেছে বাংলা নাটক, গান ও কার্টুনের বিশাল কালেকশন। সমস্যা একটাই। সেগুলো দেখতে লাগবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এবং ইন্টারনেট এক্সপ্লোরার। আর এগুলোর আপডেট Pirated এক্সপিতে অসম্ভব। নেটে খুজতে গিয়েই পেয়ে গেলাম একটা টরেন্ট। মাত্র ৫ সেকেন্ডে Pirated এক্সপিকে Genuine বানানোর পদ্ধতি। আজকে সেটাই শেয়ার করবো।

১. প্রথমেই এই লিংকে গিয়ে টরেন্টটিকে ডাউনলোড করে নিন।

২. ডাউনলোড করা ফাইলটিকে আনজিপ করুন।

৩. আপজিপ করলে ৫টি ফাইল পাবেন। এর ভিতরে "RockXP4" নামে একটা ফাইল আছে। সেটা ওপেন করুন।

৪. "RockXP4" ওপেন হওয়ার পর "I agree" বাটনে ক্লিক করুন।

৫. এবার উপরের ট্যাব থেকে "Windows key" এ ক্লিক করুন।

৬. আপনার বর্তমান "Product key" পেতে "Scan" বাটনে ক্লিক করুন।

৭. স্ক্যান চালু হবে এবং আপনি আপনার "Product key" দেখতে পাবেন। (আপনার বর্তমান কপিটি "Genuine" কিনা সেটা দেখতে "Verify Key Validity"-তে ক্লিক করুন।)

৮. "Genuine" করতে "V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J" কি টি ইনসার্ট করুন এবং "Modify"-এ ক্লিক করুন। আপনার এক্সপি "Genuine" হয়ে যাবে।

আমার লেখার কোন অংশ বুঝতে অসুবিধা হলে আনজিপ করা ফাইলগুলোর মধ্য থেকে "Readme"-তে ক্লিক করুন।।।

IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!


IP মানে ইন্টারনেট প্রটোকল,এটি একটি উনিক নাম্বার ,যা ইন্টারনেট ব্যাবহারকারির স্বতন্ত্র পরিচয় প্রদান করে।এটা নিয়ে কম বেশি সবাই আমারা জানি।
ইন্টারনেটের অপব্যাবহার কারীকে খুজে পেতে এই IP ব্যবহার করা হয়।
তাছাড়া নানা সামাজিক সাইট গুলোতে ইউজারদের এই IP ব্যান করে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
এই IP দিয়ে আপনি নিজেও যে কারো অবস্থান খুজে বের করতে পারবেন।
whatismyipaddress.com
এই সাইটে আপনি whats my ip এই লিঙ্কে কাংখিত ip লিখে তার জিওগ্রফিকাল অবস্থান বেড় করতে পারবেন।পারবেন নিজের টাও।

অন্যের IP বের করে তাকেও খুজে পেতে পারেন!!
ধরুন আপনাকে কেও EMAIL করল,তো সব ইমেইলে হেডার নামে একটা অংশ,তা copy করে trace email লিংক ব্যবহার করে খুজে পেতে পারেন ইমেইল কারীকে!!

কোন সাইট আপনাকে ব্যান করে দিলে তাও থামাতে পারেন!!!!IP সহ ব্যান করে দিলে IP বদলেও নিতে পারেন!!!!change my ip!!
বিস্তারিত এখানে বলে ব্লগ বড় করলাম না।
ip নিয়ে যত সব তার সবই পাবেন এইখানে।আশা করি সবার কাজে আসবে।
তবে দয়া করে IP এর অপব্যবহার করবেন না।কারন নিয়ন্ত্রের এটাই শেষ উপায় না কিন্তু!

কম সাইজের( 125MB চেয়ে কম) DVD, DVDRip মুভি ডাইনলোড এর কিছু সাইট।

নেট থেকে 700MB থেকে 1GB সাইজের মুভি ডাউনলোড করা সময় সাপেক্ষ ও বিরক্তকর কাজ। তাই আমি কিছু সাইটের লিংক দিলাম যেখান থেকে কম সাইজের ( 125MB চেয়ে কম) DVD, DVDRip মানের মুভি ডাইনলোড করা যাবে।
উল্লেখ্য যে এসব সাইটে নতুন মুভিগুলো প্রথমে TS, SCam মানের মুভি দেয়, তাই সেগুলো ডাউনলোড না করাই ভালো, কারন কিছু দিন পরেই আবার সেগুলো DVD, DVDRip মানে আপলোড করে।
..................................................
...................................................
১. http://moviesmobile.net/

মুভি ডাউনলোড এর জন্য এ সাইটটি আমার সব চেয়ে প্রিয়।
...................................................
২. http://www.mobilemoviezone.com

এটা আমার ২য় প্রিয় সাইট। এখান থেকে মুভি ডাউনলো করতে ডাউনলোড বাটনের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে তারপর মেনু থেকে প্রোপারটিস এ ক্লিক করলে যে উইন্ডটি ওপেন হবে সেখান থেকে Address(url) টি কপি করে ডাউনলোড ম্যানেজারে এ পেস্ট করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
...................................................
৩.
http://www.mobilemoviesite.com/
৪. http://mp4arena.org
৫. http://www.avimobilemovies.com
৬. http://www.o2cinemas.com
৭. http://www.moviedumb.com

*********************END**************************



ইন্টারনেট থেকে মুভি ডাউনলোডের পদ্ধতি

ইন্টারনেট থেকে মুভি ডাউনলোডের পদ্ধতি। A to Z.

ইন্টারনেট থেকে মুভি ডাউনলোডের জন্য কম্পিউটারে যে কোন ডাউনলোড ম্যানেজার থাকা গুরুত্বপূর্ন। আর আমার মতে এজন্য ফ্রি-ডাউনলোড ম্যানেজানটাই সবচেয়ে ভাল। তাই কম্পিউটারে এটা না থাকলে Click This Link থেকে প্রথমে ডাউনলোড করুন। এরপর ইস্টল করে পিসি রিস্টার্ট করুন।

এখন মুভি ডাউনলোড করতে হলে মুভি ডাউনলোডের সাইটের ঠিকানার প্রয়োজন হবে। Click This Link এই সাইটে মুভি ডাউরলোডে অনেক গুলো সাইটের ঠিকানা পাওয়া যাবে। তবে আমার মতে http://moviesmobile.net/ সাইটাই মুভি ডাউনলোডের জন্য সবচেয়ে ভাল।

মুভি ডাউলোডের আগে এর মান সম্পর্কে জানা গুরুত্বপূর্ন। তাই এ বিষয়ে কিছুটা আলোচনা করি। DVD, BDrip, R5, DVDscr, pDVD, VCD, SCAM, TS ইত্যাদি দ্বারা মুভির মান বুঝানো হয়ে থাকে। এর ভিতর DVD, BDrip, R5 এর মু্ভি গুলো সব চেয়ে ভাল। এগুলোর রেজুলেশন এবং সাউন্ড কোয়ালেটি খুবই উচ্চ মানের হয়। DVDscr, pDVD, VCD গুলোর মান মোটামুটি। আর SCAM, TS মানের মুভির সাউন্ড আর রেজুলেশন কোয়ালেটি খুবই খারাব। তাই এ মানের মুভি ডাউনলোড না করাই ভাল।

মুভি ডাউনলোডের সাইটে বিভিন্ন মানের মুভি পাওয়া যায়। মুভিটা কি মানের তা মুভির নামের পাসেই লেখা থাকে। তবে নতুন মুভিগুলো সাইটগুলোতে প্রথমে SCAM, DVDscr, TS মানে আপলোড করে। কিন্তু কিছু দিন পরেই আবার DVD, BDrip মানে আপলোড করে। তাই নতুন মুভি গুলো কিছু দিন পরে নামানো উচিত বলে আমি মনে করি।

এবার আসি সাইট থেকে কিভাবে মুভি ডাউনলোড করতে হবে সে প্রসঙ্গে। সব সাইট থেকে মুভি ডাউনলোডে পদ্ধতি প্রায় একই রকম। তবে এজন্য মুভি ডাউনলোডের লিংকটি চিনতে হবে। তাই আমি এটার নিয়ে আলোচনা করাটা গুরুত্বপূর্ন বলে মনে করি।
ইন্টরনেটে মুভি গুলো আসলে বিভিন্ন সার্ভারে সংরক্ষিত থাকে। এবং সার্ভারে সংরক্ষিত যেকোন ফইলের লিংকের শেষে ফাইলের ফরমেট লেখা থাকে। আর ঐ ফরমেট থেকেই বোঝা যায় লিংকটি গানের, মুভির নাকি পিকচারের।
মুভির ফরমেটের নাম হল .avi, .mkv, .mp4, .3gp, .mpeg, mpg ইত্যাদি।
মুভির লিংকটি শুরু হবে http:// দিয়ে এবং শেষ হবে ফরমেটের নাম দিয়ে। যেমন Click This Link একটি মুভি ডাউনলোড লিংক।

কোন মুভি ডাউনলোড করতে হলে ঐ লিংকটি কপি করে ডাউনলোড ম্যানেজার পেস্ট করতে হবে ( লিংকটি কপি করে ফ্রি ডাউনলোড ম্যানেজার ওপেন করে এর উপরের বামপাশে প্লাস চিহ্নের একটি বাটন আছে সেখানে ক্লিক করলে একটি নতুন একটি উইন্ড আসবে, সেখান ওকে করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।)

উদাহরন স্বরূপ http://moviesmobile.net/ থেকে ধরুন যে Ra.one ডাউনলোড করবেন। তাহলে http://moviesmobile.net/bollywood-mobile-movies/raone11/ ঠিকানায় যান। এখানে দেখবেন
নীল রং এ
Ra.One-DVD-AHMAD-1.avi ( 34586 hits ) 90.6 MB
Ra.One-DVD-AHMAD-1.jpg ( 3708 hits ) 285.5 kB
Ra.One-DVD-AHMAD-2.avi ( 19795 hits ) 88.6 MB
Ra.One-DVD-AHMAD-2.jpg ( 1675 hits ) 268.9 kB
এই লেখা গুলো আছে। এখানে ১নং আর ৩ণং এর শেষে ফরমেটের নাম .avi আছে। আর .avi য়েহেতু মুভি ফরমেটের নাম, সেহেতু ১নং এবং ২নং তেই যথাক্রোমে মুভির পার্ট ১ ও ২ আছে ( ডাউনলোডে সুবিধার জন্য বেমি ভাগ সাইটেই মুভি দুটি ভাগে ভাগ কর থাকে।)।
এখন Ra.One-DVD-AHMAD-1.avi ( 34586 hits ) 90.6 MB এর উপর মাউচ নিয়ে রাইট বাটনে ক্লিক করে open in new tab এ ক্লিক করুন। তাহলে পাশেরই নতুন একটি ট্যাবে পার্ট ১ ডাউনলোড পেজ ওপেন হবে। সেখানে সাদা রং এর কিছু বক্স দেখবেন। যেকোন একটি বক্সের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে Select All এ ক্লিক করুন। তাহলে সম্পূর্ন লিংকটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার ঐ বক্সের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে copy এ ক্লিক করে কপি করুন। এরপর ফ্রি ডাউনলোড ম্যানেজার এ লিংকটি পেস্ট করুন। তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
একই ভাবে ৩নং লিংক থেকে ২য় পার্ট ডাউনলোড করবেন। আর একটি কথা ডাউনলোড ম্যানেজারে দুটি পার্ট একসাথেও ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে মুভিটি পাবেন c drive এরDownlods নামের ফোল্ডারের ভিতর video নামের ফোল্ডারে।

http://www.mobilemoviezone.com/ থেকে ডাউনলোডের পদ্ধতি দিয়ে লেখা শেষ করব। এ সাইটেও উপরের সাইটের ১নং আর ৩নং এর মত .avi এর লিংক পাবে। উপরের সাইটটির মতই পেজ দুটি new tab এ open করবে। এবার ঐ ডাউনলোড পেজটিতে অবশ্য আগেরটা মত সাদা বক্স দেখবে না। এখানে এর বদলে Download here নামে লাল রং এর একটি লেখা দেখেবে।

internet explorer এর ক্ষেত্রে লেখার উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে properties এ ক্লিক করে যে নিউ উইন্ড ওপেন হবে সেখান থেকে address (URL) লেখার সামনে যে লিংকটি আছে সেখানে মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে Select All এ ক্লিক করুন। তাহলে সম্পূর্ন লিংকটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার ঐ বক্সের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে copy এ ক্লিক করে কপি করুন।
আর মজিলা ফায়ারফক্স এর ক্ষেত্রে লেখার উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে মেনু থেকে copy link location এ ক্লিক করে কপি করতে হবে।
এবার ফ্রি ডাউনলোড ম্যানেজার এ লিংকটি পেস্ট করুন। তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

এভাবে যেকোন সাইট থেকে মুভি নামাতে পারবেন।

মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট


মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট। বিশ্বাষ হচ্ছে না। শুধু তাই নয় সেই সাইটে রাখুন ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকা। এমনিক জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট।

ভাবছেন কিভাবে। তাহলে এবার বলি, প্রথমেই এখান থেকে ওয়েবেপজমেকার নামক সফটওয়্যার টি ডাউনলোড করুন। ইনস্টল করার পরই দেখবেন জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এনিমেশন বা নানা ধরনের এফেক্ট ব্যাবহার করার অপশন রয়েছে। যা ব্যাবহার করার জন্য মনে হয় না আমাকে কিছু বলতে হবে। ব্যাস ডিজাইন করে ফেলুন একটি ওয়েব সাইটের। আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে তাহলে এর Publish অপশন থেকে সরাসরি Publish করতে পারেন। কিন্তু ডোমেইন না থাকাটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে কি করবেন বলছি তাও।

এতক্ষণ যা ডিজাইন করা হল তাতো একটি ডিজাইন কিন্তু এতে যে ধরনের এফেক্ট ব্যাবহার করা হয়েছে তাতো বেশ কয়কটি ল্যাংগুয়েজের সমাহার। আর সেই প্রোগামটি পেতে File থেকে Export to HTML এ ক্লিক করে এর HTML ভাসর্নটি সেভ করুন। আর ওয়েব পেজ মেকারেও .wss ফরমেটের ফাইলটি সেভ করে রাখুন।

এবার এখানে ক্লিক করুন। যে সাইটটি ওপেন হল তারা ফ্রী সাব ডোমেইন দেয়। তবে সাব ডোমেইন (যেমন my1.ru, do.am, at.ua, vo.uz ইত্যাদি) হলেও খুবই সংক্ষিপ্ত হওয়ায় সাব ডোমেইন গুলোও বেশ ভালোই।

এখানে পছন্দমত নাম দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আর এপর লগইন করার পর এই সাইট থেকেই ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকার অপশন গুলো থেকে আপনার পছন্দ মত সিলেক্ট করে দিন। এরপর আপনার ডিজাইন করা পেজটি যে কোন এফ.টি.পি. সফটওয়্যার এর মাধ্যমে এখানে আপলোড করুন বা ওয়েব পেজ মেকারে থাকা .wss ফরমেটের ফাইলটি ওপেন করে File থেকে Publish অপশনে গিয়ে New তে ক্লিক করে যে নতুন উইন্ডো ওপেন হবে সখানে আপনার সাইটের তথ্যগুলো প্রবেশ করান তারপর OK করে এসে Publish বাটনে ক্লিক করুন।

এবার Publish হয়ে গেলে আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেভ করে log out করে বেরিয়ে আসুন আর সাইটটি visit করে দেখুন এবার। আরো বিস্তারিত জানতে বা এর মাধ্যমে আসলেই আমি যেমন বলেছি তেমন সাইট তৈরী করা যায় কিনা পরখ করতে আমার সাইটটি ভিজিট করতে পারেন।

আসুন নিজের ছবি দিয়ে তৈরী করি animation

আমরা বিভিন্ন নায়ক নায়িকা বা ছবির animation দেখে থাকি। অনেক সময় মনে হয় নিজের ছবি দিয়ে য এমন animation তেরী করা যেত। যাদের এমন আফসোস তাদের জন্য আজকের টিউন।

প্রথমে এখানে click করে বিস্তারিত ছবিসহ জানুন।

নিচের ছবিগুলো দেখে দেখে অনুসরন করুন।









বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

সবচেয়ে সহজ পদ্ধতিতে আনডিলিটেবল ফাইল ডিলিট করুন

কম্পিউটার ব্যবহারের সময় মাঝে মাঝে এমন সমস্যা দেয় যাতে ফাইল অথবা ফোল্ডার ডিলিট করা যায় না। তখন খুব ঝামেলায় পরতে হয়। এই সমস্যার সমাধান করা যায় কমান্ডের কিছু কাজের মাধ্যমে। কিন্তু অনেকেই এটাকে ঝামেলা মনে করে। আজ আমি দেখাব সবচেয়ে সহজ উপায়ে এই কাজটি কিভাবে করা যায় শুধুমাত্র Notepad দিয়ে।

আমি একটি উধারনের মাধ্যমে দেখাচ্ছি।

মনে করি আমার পিসির নিচের ফাইলটি ডিলিট হচ্ছে না।

প্রথমে যে ফাইলটি ডিলিট হয় না সেই ফাইলের properties এ গিয়ে দেখুন ফাইলটির extension কি।

দেখা গেল ফাইলটির extension (.bat) ।

এবার নোটপ্যাড ওপেন করুন। File>save as এ যান।

এতে করে একটি বক্স আসবে।

save as type এ all files সিলেক্ট করুন।

যেই ফাইলটি ডিলিট হয় না অই ফাইলের নাম এবং extension দিয়ে সেভ করতে হবে।

যেমনঃ আমি নাম দিলাম faltu.bat

এবার সেভ দিলে বলবে replace করার কথা। replace এর জন্য yes দিন।

আনডিলিটেবল ফাইলটি ডিলিট হয়ে একটা নতুন ফাইল তৈরি হয়েছে।

এ ফাইলটি চাইলে এখন আপনি ডিলিট করতে পারবেন।



খুব সোজা একটা উপায় তাই না?

ধন্যবাদ।

যে ভাবে নোটপ্যাড দিয়ে আপনার ram পরিষ্কার করবেন

১. নতুন নোটপ্যাড ওপেন করুন।
২. নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।
FreeMem=Space(64000000)
৩.এবার RAMcleaner.VBS লিখে ডেক্সটপ এ সেভ করুন।

৪.এবার যখনই আপনার পিসির রাম পরিষ্কার করার দরকার তখন শুধু ফাইলটি ডাবল ক্লিক করুন।

হইতবা আপনারা জানেন না , এখনি জেনেনিন

আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার আসলাম ।

আপনি যদি আপনার ডেক্সটপ এর যেকোনো অংশের ছবি তুলতে চান তাহলে আপনাকে এক্তুস খানি তথ্য দিতে পারি । আমরা অনেকেই স্ক্রীনশর্ট সফটওয়্যার ব্যবহার করি তার মধ্যে যেগুলো ট্রায়াল ভার্সন টা কিছু দিন এর মধ্যে শেষ হয়ে যাই তো আমরা তখন আমার এই পদ্ধতিতে কাজতা চালিয়ে নিতে পারবেন কিছুটা হলেও । আসা করতেসি আপনাদের কাজে আসবে ।

আপনি আপনা কম্পিউটারের ডেকস্টপ এর যে আংশটি ছবি তুলতে চান তা নির্বাচন করুন। এরপর আপনার কীবোডের print screen sysrq বাটনে ক্লিক করুন। এরপর paint এ যান এখন

paint অপশন টি open করে ctrl+v চাপুন। এখন দেখেন আপনার desktop এর অংশটি ছবি আকারে চলে এসেছে। এখন তা আপনার মন মত edit করুন আর ড্রাইভে সেভ করুন।

ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
আর পোস্ট ভাল লাগলে জানাবেন ।

আপনার কম্পিউটার কে অ্যাকুরিয়ামে পরিনত করুন

আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভাল আসেন । আপনাদেরকে এখন একটি চরম সফটওয়্যার এর কথা বলব যার সাহায্যে অ্যাকুরিয়াম না কিনেই তৈরি করতে পারবেন নিজে নিজেই ।

আমি আপনাদের এমন এক সফ্ট এর কথা বলতে যাচ্ছি যা আপনাকে দিবে অ্যাকুরিয়ামের বাস্তব অভিজ্ঞতা! মনে হবে আপনার সামনে একটি জলজ্যান্ত, বাস্তব একটি অ্যাকুরিয়াম আছে যাতে কিনা 9-10 টা মাছও চলাফেরা করছে।

আমাকে বিশ্বাস করে এখনি ডাউনলোড করে নিন সফ্টটা। এটা ইন্সটল করার কোনো দরকার হয় না। তবে রেজিষ্ট্রেশান কি দেয়া আছে ঐটা একটু বসিয়ে নিবেন। তা না হলে 9/10টা মাছের বদলে আপনাকে মাত্র 2 টা মাছ দেয়া হবে। দারুন এই চোখ ঝলসানো অ্যাকুরিয়াম দেখে আপনি নিশ্চয় আশ্চর্যান্ত্বিত হবেন!!

ভাল লাগলে জানাবেন ।
ধন্যবাদ ।

আপনার কম্পিউটার কে অ্যাকুরিয়ামে পরিনত করুন

আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভাল আসেন । আপনাদেরকে এখন একটি চরম সফটওয়্যার এর কথা বলব যার সাহায্যে অ্যাকুরিয়াম না কিনেই তৈরি করতে পারবেন নিজে নিজেই ।

আমি আপনাদের এমন এক সফ্ট এর কথা বলতে যাচ্ছি যা আপনাকে দিবে অ্যাকুরিয়ামের বাস্তব অভিজ্ঞতা! মনে হবে আপনার সামনে একটি জলজ্যান্ত, বাস্তব একটি অ্যাকুরিয়াম আছে যাতে কিনা 9-10 টা মাছও চলাফেরা করছে।

আমাকে বিশ্বাস করে এখনি ডাউনলোড করে নিন সফ্টটা। এটা ইন্সটল করার কোনো দরকার হয় না। তবে রেজিষ্ট্রেশান কি দেয়া আছে ঐটা একটু বসিয়ে নিবেন। তা না হলে 9/10টা মাছের বদলে আপনাকে মাত্র 2 টা মাছ দেয়া হবে। দারুন এই চোখ ঝলসানো অ্যাকুরিয়াম দেখে আপনি নিশ্চয় আশ্চর্যান্ত্বিত হবেন!!

ভাল লাগলে জানাবেন ।
ধন্যবাদ ।

গেমের সিরিয়াল খুঁজছেন>>>>>>এদিকে আসুন!!!

গেমের সিরিয়াল খুঁজছেন>>>>এদিকে আসুন!!!

আপনি কি আপনার পছন্দের গেমের সিরিয়াল খুঁজছেন>>>>>> এখানে আসুন>>>>>>

আজ আমি আপনাদের জন্য ৮০০ টির বেশি গেমের সিরিয়াল এনেছি।

যেহেতু নীতিমালায় সিরিয়াল পোষ্ট করতে মানা করা হয়েছে তাই ডাউনলোড লিংক দিলাম। যার লাগবে তিনি যেন ডাউনলোড করে নেন।

এখানে গেমের লিস্ট দেওয়া হলঃ

1503 A.D.: A New World

1503 A.D.: Treasures, Monsters and Pirates

Age of Mythology

Age of Mythology: The Titans

Axis and Allies

Battlefield 1942
----------------

Battlefield 1942: Secret Weapons of WWII
----------------

Battlefield 1942:The Road to Rome

Battlefield Vietnam
----------------

Big Scale Racing

Black and White
----------------

Black and White: Creature Isle
----------------

Breed
----------------

Call of Duty
----------------

Call of Duty 4 [Only for Single Player,]

Call of Duty: United Offensive

Catwoman
----------------

Chrome
----------------

Command & Conquer Generals
----------------

Command & Conquer Generals: Zero Hour
----------------

Command & Conquer Red Alert 2
----------------

Command & Conquer Red Alert 2:Yuri's Revenge
----------------

Command & Conquer Renegade

Command & Conquer Tiberian Sun

Comanche 4
----------------

Counter Strike
----------------

Counter Strike:Condition Zero
----------------

Delta Force 2
----------------

Delta Force: Black Hawk Down
----------------

Delta Force: Black Hawk Down Team Sabre
----------------

Delta Force:Land Warrior
----------------

Delta Force:Task Force Dagger
----------------

Diablo 2
----------------

[/B]Call of Duty:

C & C Generals: Zero Hour:

C & C Generals: Zero Hour:

C & C Generals: Zero Hour:

Diablo 2: Lord of Destruction
----------------

Doom 3
----------------

Doom 3: Resurrection of Evil

Dope Wars
----------------

Drome Racers
----------------

Empires: Dawn of The Modern World

Empire Earth

Empire Earth: Art of Conquest

Emperor: Battle For Dune

Emperor:Rise of the Middle Kingdom
----------------

F1 2001
----------------

F1 2002
----------------

F1 Challenge 99-02
----------------

FIFA 2002
----------------

FIFA 2003
----------------

FIFA 2004
----------------

FIFA 2005
----------------

FIFA World Cup 2002
----------------

Freedom Fighters
----------------

+ more over 700 games…………..

Download Link: (PDF)

http://www.mediafire.com/?bwrx7dv7chb7ojz

আপনার আই,পি হাইড করুন(hide ip easy v5.0.4.2 with crack)

আই পি হাইড সফটওয়্যার নিয়ে অনেকেই লিখেছে কিন্তু কোনটাই এখন আর সার্ভারের মধ্যে নাই।

ডাওনলোড করতে গেলে বলে এটা পাওয়া যাচ্ছে না। তাই নিজেই লিখতে বসে গেলাম।প্রথমে সার্চ করে দুই দিন এর মাথায় ক্র্যাক ভার্সন খুজে

যাক এখন কি করতে হবে তাই বলছি।

প্রথমে নিচের লিঙ্ক থেকে Zip file টি ডাউনলোড (মাত্র 11.5 MB (1,21,12,853 bytes)) করে নিন।এরপর extract করে নিন। এবং সেখান থেকে Application file টি double ক্লিক করুন ।

সেখানে দেখবেন উপরের দিকে ইন্সটল ফাইল আছে ।সেখানে ক্লিক করে install করুন।কিন্তু রান করবেন না। প্রয়জনে install এর শেষের দিকে run this থেকে টিক উঠিয়ে দিন।

এবার প্রথম দিকে যেখান থেকে ইন্সটল করেছিলেন সেখানে নিচে ক্র্যাক লিখা আছে। সেখান ক্লিক করুন ।

দেখবেন সেখানেও একটি installer আছে। সেটা কপি করে নিন।

প্রথমে install করেছিলেন সেখনে peste করুন। একি নাম থাকার কারনে আপনাকে reaplace করার জন্য বলবে। আপনি reaplace করুন।

এবার সেখানে double ক্লিক করুন। তাহলে আপনার সফটওয়্যার run হবে।

রান করার পর hide IP তে ক্লিক করুন।

install করার নিয়ম জিপ ফাইলেও দেওয়া আছে।

ডাউনলোড করতে লিঙ্ক এ ক্লিক করুন।

Download from here

অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন এবং টাকা বাঁচান ।

আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভাল আসেন । Tunerpage এ এইটা আমার দ্বিতীয় পোস্ট । যারা জানেন না তাদের অনেক কাজে আসবে আসা করতেসি । সাধারনত আমাদের কম্পিউটার বা এর কোন পার্টস এর কিছু হলে রিপেয়ার করার জন্য বা নতুন তি কেনার জন্য বাবার কাসে ঘেন ঘেন করতে হই । তো নিজেই ঠিক করলে হই । আজ আমি আপনাদের কীবোর্ড ঠিক করার একটি চরম সফটওয়্যার এর কথা বলব এবং এতে দ্বারা কিভাবে কাজ করতে হই টা জানাবো ।

এমন সমস্যার কথা অনেকের মুখেই শুনেছি যে, কী বোর্ডের(keyboard) সব কী(Key)ই ঠিক আছে কিন্তু দুই একটা কী(key) কাজ করছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নতুন একটা কীবোর্ড কিনতে হয়েছে। কিন্তু এখন থেকে আমরা কীবোর্ড রিমাপিং করে কীবোর্ড ঠিক করতে পারি । রিম্যাপিং এমন একটা ফ্যাংশন যার মাধ্যমে আপনি আপনার নষ্ট কী বোর্ডের ফাংশন বা কাজ অন্য একটা কী বোর্ড দিয়ে করতে পারবেন। উদাহরণস্বরুপ- কীবোর্ডের ডিলিট কী যদি নষ্ট হয়ে যায় আপনি কীবোর্ড রীম্যাপিংয়ের মাধ্যমে অন্যযেকোন একটা কী দিয়ে ডিলিট কীর কাজ চালিয়ে যেতে পারেন।

কীবোর্ড রীম্যাপিংয়ের অনেক সফটওয়ার ফ্রিতে পাওয়া যায় তার মধ্যে আমার প্রথম পছন্দ MapKeyboard সফটওয়ারটি। মাত্র ৩০কেবির এর ছোট্ট সফটওয়ার যা আপনি ডাউনলোড করতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং যা দিয়ে খুব সহজেই আপনি কীবোর্ড ম্যাপিং করতে পারবেন। আপনাকে কোন ইন্সটলেশনের ঝামেলাও যেতে হবে না। শুধু এখান থেকে MapKeyboard সফটওয়ারটি ডাউনলোড করে আনজিপ করে নিলেই হবে।

আসুন একপলক দেখে নিই কিভাবে কীবোর্ড রীম্যাপ করবেন। আপনি যে কী রীম্যাপ করতে চাচ্ছেন সেই কীটি সিলেক্ট করুন এবং Remap selected key to থেকে নতুন একটা কী সিলেক্ট করুন। মনেকরি, আপনি নষ্ট Delete কী এর কাজ Left Shift দিয়ে করতে চাচ্ছেন। এখন প্রথমে Delete কী সিলেক্ট করুন এবং Remap selected key to থেকে Left Shift সিলেক্ট করে Save Layout এ ক্লিক করুন। এখন সহজেই Delete কী এর ফাংশন আপনি কীবোর্ডের Left Shift দিয়ে করতে পারবেন।

আমার পোস্ট আপনাদের ভাল লেগে থাকলে জানাবেন।
ধন্যবাদ ।
ভাল থাকবেন সবাই ।

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

১ কিলোবাইট ফাইল দিয়ে পেনড্রাইভ পোর্ট ঠিক করুন

আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের একটি গুরুত্বপুর্ন টিপস দিতে আসলাম। এটি মূলতঃ পেনড্রাইভ পোর্ট কে নিয়ে

অনেক সময় আমাদের কম্পিউটার এর সামনের অথবা পিছনের পেনড্রাইভ এর পোর্ট সঠিক ভাবে কাজ করে না। আবার অনেক সময় পায় । পেনড্রাইভ পোর্ট নিয়ে গুতোগুতি করতে কার ভালো লাগে? কিন্তু এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। মাত্র ১ কিলোবাইট এর একটি ফাইল দিয়ে। ভাবছেন কিভাবে? হ্যাঁ ,বলছি।

১।প্রথমেই আপনার start অপশন থেকে run এ যান।
২। এরপর এক এক করে prefetch, recent, %temp% ফাইল ডিলিট করুন।
৩। এরপর নিচের Pen Drive port Fixer ফাইল টি ডাউনলোড করে সেটি তে ডাবল ক্লিক করুন
৪। yes বাটনে ক্লিক করুন
৫। ok করুন ।
ব্যাস এরপর কোন ঝামেলা করবে না আপনার কম্পিউটার এর পেন্ড্রাইভ পোর্ট।
ডাউনলোড লিঙ্কঃ Pen Drive port Fixer

ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন।

সর্বোচ্চ গতির ভিডিও কনভার্টার

আমরা অনেকেই বিভিন্ন পোর্টেবল মিডিয়া প্লেয়ার বা মোবাইল ফোনের জন্য ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে যা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এমন অনেক সফটওয়্যারই আছে যেগুলো মোটামুটি কার্যকর। এগুলোর মধ্যে আমার দৃষ্টিতে সেরা হল সাইবারলিঙ্ক মিডিয়াএসপ্রেসো ৬.৫ ।

এটির একমাত্র সীমাবদ্ধতা হল 3gp ফরম্যাটে মিডিয়া কনভার্ট করা যায় না। এটার সাহায্যে আপনি খুব সহজে ভিডিও ফাইলকে অডিও রূপান্তর করতে পারবেন। এছাড়াও আরেকটি জনপ্রিয় ভিডিও কনভার্টার হল জিলিসফট ভিডিও কনভার্টার আল্টিমেট ৭ যা সব ধরণের ফরম্যাট সাপোর্ট করে। এটিও যথেষ্ট দ্রুতগতির ভিডিও কনভার্টার। নিচের লিঙ্কগুলো থেকে আপনার পছন্দসই কনভার্টারটি ডাউনলোড করে নিন।

স্ক্রীনশটঃ

CyberLink MediaEspresso 6 5 1229 33995


Xilisoft Video Converter Ultimate 7 0 0 Build 1121
Crack and Serial(প্রয়োজনে)

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More