আসসালামু আলাইকুম

সোমবার, ৭ নভেম্বর, ২০১১

কম্পিউটারের এডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড খুলুন

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,

c: লিখে এন্টার করুন,

cd windows\system32 লিখে এন্টার করুন,

copy logon.scr logon.old লিখে এন্টার করুন,

copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,

এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,

c: লিখে এন্টার করুন,

cd windows\system32 লিখে এন্টার করুন,

copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,

copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,

এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।

এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।

উইন্ডোজ-7 এবং ভিস্তার সকল সমস্যার সমাধান!৫০ সমস্যা ১ সমাধান

আসসালামু আলাইকুম।
এই কোরবানির ঈদে আবারো একটি মজার সফটওয়্যার নিয়ে হাজির হলাম ।আর সেটি হচ্ছে FixWin(উইন্ডোজ-7 এবং ভিস্তার সকল সমস্যার সমাধান) ।

এটা কতটা সাহায্যকারী সফটওয়্যার তা আমার মনে হয় বলে শেষ করতে পারবো না ।তাই এটার ক্ষমতা সম্পর্কে কিছুই বললাম না ।

আমার মনে হয় যারা উইন্ডোজ-7 এবং ভিস্তা ব্যবহার করেন তাদের এটা মিস করা ঠিক হবে না ।

উইন্ডোজ-7 এবং ভিস্তার সবচেয়ে উপকারী একটা সফটওয়্যার








৫০ সমস্যার ১ টা সমাধান ফিক্স-উইন আপনার অপেক্ষায়

যেকোন ফাইলের সর্টকাট আইকনর দূর করুন

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ সবাইকে ঈদের শুবেচ্ছা জানিয়ে শুরু করছি একটি টিউন যা ছোট কাট একটি টিপস বলা যায় …দেখুন…

সর্টকাট আইকন দূর করুন,..

1.Open-Run-write down Regedit press OK
2.Open the Key HKEY_CLASSES_ROOT
3.Open the Key LNKFILE
4.Delete the value IsShortcut
5.Open the next Key PIFFILE
6.Delete the value IsShortcut
7.Restart the Windows

আপনারা যদি LNKFILE টি খুজে না পান তাহলে Edit-find এ গিয়ে লেখাটি পেস্ট করে খুজে বের করুন অনুরুপভাবে PIFFILE টিও খুজে বের করে ডিলিট করুন…..আপনাদের ঈদ শুভ হোক ধন্যবাদ…

Safely Remove Hardware এর জন্য ডেস্কটপ শর্টকাট

আস সালামু আলাইকুম। আশাকরি সবাই খুব ভাল আছেন । আমি অনেক কাজের মাঝেও শুক্রিয়া আদায় করি আল্লাহর নিকট। কারন তিনি এতো ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে আসার ব্যাবস্থা করে দিয়েছেন। যাহোক আমরা প্রায় পেইন ড্রাইভ/ মেমোরি কার্ড ইত্যাদি রিমুভাল হার্ডওয়্যার ব্যাবহার করি বিভিন্ন কাজের জন্য। তবে সতর্কার সাথে সবারই ব্যাবহার করা উচিৎ। কারন সঠিকভাবে এটার সংযোগ দেওয়া ও বিচ্ছিন্ন করটাও একটা সতর্কতার ধাপ। এই বিষয় ইগনর করা কারও ঠিক হবে না। এতে আপনার ডাটা ক্ষতির সম্মুখিন হতে পারে । তো চলুন দেখি কিভাবে ডেস্কটপে শর্টকাট তৈরি করে সহজেই ব্যবহার করা যায়।

** প্রথমে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে New থেকে Shorcut এ ক্লিক করুন।

** এর পর লাল রঙের কোডটুকু কপি করে পেষ্ট করুন;

< RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll >





** তারপর Next এ ক্লিক করুন।

** এর পর Safety Remove USB লিখে Finish বাটনে ক্লিক করুন।

** ব্যাস আপনার কাজ শেষ। ও হ্যা এটা Windows XP/Vista/7 এর জন্য প্রযোজ্য…..

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More