আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৮ মে, ২০১২

আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্‌-বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে


২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক অনলাইনে লেনদেনের অনুমতি দেয়ার পরে বেসরকারি ব্যাংক ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড ২০১০ সালে ৪ঠা জুন থেকে (ডিবিবিএল) ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটার সুবিধা (ই-পেমেন্ট) চালু করেছে। বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটার সুবিধা রয়েছে। দিনে দিনে কেনাকাটার ওয়েবসাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতিপেওয়ানএক্স অনলাইন থেকে (কার্ডের মাধ্যমে) মোবাইল রিচার্জ করার সুবিধা দিচ্ছে। বর্তমানে শুধু ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন। পরে আরো ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
mobile recharge আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্‌ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে
অনলাইন থেকে মোবাইলে রিচার্জ পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হলো।
ধাপ ১) এজন্য www.payflexi.com সাইটে যেতে হবে।
5378293660 8c1c53da47 b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্‌ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে
ধাপ ২) এখানে ফরমটি পূরণ করে Click here to Continue বাটনে ক্লিক করুন।
5378306370 1134b2530e b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্‌ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে
ধাপ ৩) এবার কনফরমেশন পেজে আসলে এখানে Click here to Continue বাটনে ক্লিক করুন।
5378307018 b3c24e8692 b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্‌ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে
ধাপ ৪) এখন পেজটি ডাচ্‌-বাংলা ব্যাংকের ইকমার্স পেজে আসবে। এখানে আপনার নাম, কার্ড টাইপ, কার্ড নম্বর, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।
5377707849 a2fd037406 b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্‌ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে
ধাপ ৫) এবার sslcommerz এর ওয়েবসাইট থেকে ম্যাসেজ আসলে Continue বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমান রিচার্জ হবে এবং মোবাইলে নিশ্চিতকরন এসএমএস আসবে।
এবার আপনার ডাচ্‌-বাংলা ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করে দেখুন টাকা (চার্জসহ) কর্তন করা হয়েছে।
5378307868 1e158d316c b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্‌ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে
এই পদ্ধতিতে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের নেক্সাস এবং মাষ্টার কার্ড হোল্ডাররা ১০ টাকা থেকে শুরু করে মোবাইলে রিচার্জ করতে পারবে। বর্তমানে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক গ্রাহকরা প্রিপেইড এবং পোষ্টপেইডে এই সুবিধা পাবেন। ব্যাংক প্রোসেস ফি হিসাবে শতকরা ২.৫৫ টাকা প্রযোজ্য হবে।
এই পদ্ধতিটি ১০০% নিশ্চিত কারণ কার্ড হোল্ডাররা তাদের কার্ডের যাবতীয় তথ্য দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের ইকমার্স পেজে, অন্য কোন সাইটে নয়। আর এখানে অনলাইন ইমাচেন্ট সার্ভিস প্রভাইডার হচ্ছে sslcommerz

আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন


সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আমার জীবনের প্রথম পোষ্ট শুরু করছি। আর সবার কাছে অনুরোধ করছি যেহেতু এটা আমার প্রথম পোষ্ট তাই ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসল কথায় আসি, সাধারণত আমারা সিষ্টেমের কোন সফটওয়্যার বা ড্রাইভার অন্য যে কোন কিছু ঠিকমত কাজ না করলে বা কোরাপ্ট করলে বা কোন ভাবেই যদি আর কাজ না করে তখন আমাদের সিষ্টেম নতুন করে সেটাপ দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু এভাবে আপনাকে নতুন করে সবকিছু ইন্সটোল করতে হয় যা অনেক সময় সাপেক্ষ । কিন্তু আপনি যদি সিষ্টেমের একটি ব্যাকআপ বা সেডো ইমেজ রেখে দেন তাহলে আপনার অনেক মূল্যবান সময় বাঁচতে পারে। তাহলে আসুন শুরু করা যাক -
প্রথমে আপনার পিসির সিস্টেম (এখানে আমি Windows 7-এর ব্যবহার দেখাচ্ছি) ইন্সটোল করুন এবং বাকি যে সকল সফটওয়্যার, ড্রাইভার মোটকথা আপনার পিসিতে যা যা লাগবে সব ইনস্টোল করুন। এরপর স্টেপ বাই স্টেপ আমার দেওয়া নীচের ছবিগুলো অনুসরন করুন।

প্রথমে আমি Image Backup রাখার পদ্ধতি দেখাচ্ছি –
চিত্র – 1
Control Panel ত সবাই চিনেন, ত ওখানে যাওয়ার পর Back up your computer-এ ক্লিক করুন।
0011 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 2
Back up or restore your file এ অপশনটি আসলে এখান Back up now-এ ক্লিক করুন।
002 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন

চিত্র – 3
Select where you want to save your backup এ অপশনটি হচ্ছে আপনি কোন ড্রাইভে আপনার  Image Back up রাখবেন সিটি সিলেক্ট করতে বলছে। যেমন আমি F ড্রাইভ সিলেক্ট করেছি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার সেটা হলো আপনি যে ড্রাইভই সিলেক্ট করেননা (C ড্রাইভ বাদে) কেন সেখানে মোটামুটি 30-50GB জায়গা ফাঁকা থাকতে হবে। যাইহোক এবার Next –এ ক্লিক করুন।
003 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 4
এ অপশনটি আপনি Windows-এর উপরেই ছেড়ে দিন শুধু Next –এ ক্লিক করুন।
004 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 5
এখানে Save settings and exit উপরে ক্লিক করুন।
005 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 6
আপনাকে শেষবারের মত কনফার্ম হতে বলছে। শুধু Back up now –এ ক্লিক করুন।
006 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 7
আপনার Windows Back up  শুরু হয়ে গেছে, সম্পুর্ন Back up  নিতে 20-40 মিনিট সময় হয়ত লাগতে পরে। এটা নির্ভর করে আপনার পিসির হার্ডওয়া্রের পারফরমেন্সের উপর এবং আপনি কতগুলো সফটওয়্যার ও ড্রাইভার ইনস্টোল করেছেন তার উপর। কাজ শেষ হলে নিচের কনফারমেশন বক্সটি আসবে এখান থেকে Close বাটনে ক্লিক করে বের হয়ে যান। ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটারের সিস্টেমের শ্যাডো ব্যাকআপ। এরপর দেখাব কিভাবে এই Back up থেকে System Restore করতে হয়।
007 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন










System Restore করার পদ্ধতিঃ
চিত্র – 1
উপুরে দেখানো চিত্র-1 এর মত এখানেও Control Panel -এ যান এবং Back up your computer-এ ক্লিক করুন।
0011 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 2
এবার এখান থেকে Recover system settings or your computer -এ ক্লিক করুন।
010 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 3
এখান থেকে Advanced recovery methods –এই অপশনে ক্লিক করুন।
0111 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন


















চিত্র – 4
এখান থেকে Use a system image you created earlier to recover your computer –এই অপশনে সিলেক্ট করুন।
0121 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 5
এখান থেকে Restart –এই বক্সে ক্লিক করুন।
0131 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন
















চিত্র – 6
পিসি Restart হওয়ার পর এই অপশনটিই প্রথম আপনার সামনে আসবে। কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
0141 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন









চিত্র – 7
এখানে আপনার পিসিতে যদি Password দেওয়া থাকে তবে সেটা দিয়ে OK করুন।
015 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন









চিত্র – 8
এখানে থেকে System Image Recovery এই অপশনটি সিলেক্ট করুন।
016 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন

















চিত্র – 9
Select a system image backup এই অপশনটি সাধারনত ডিফল্টভাবে আপনার ব্যাকআপ হওয়া ফাইলগুলির লোকেশন খোঁজে নিবে। তাই কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
017 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন


















চিত্র – 10
এখানে কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
018 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন


















চিত্র – 11
শুধু Finish-এ ক্লিক করুন।
019 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন


















চিত্র – 12
এখানে আপনার ব্যাকআপ হওয়া ডাটা সিস্টেম ড্রাইভে রেস্টোর হবে তাই আপনাকে চুড়ান্ত ভাবে নিশ্চিত হতে বলছে। Yes-এ ক্লিক করুন।
020 আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রেখে দিন


















এখন আপনার পিসিতে ব্যাকআপ হওয়া ডাটাগুলো রেস্টোর হতে থাকবে। একটু ধৈর্য্য দরে অপেক্ষা করুন, এখানেও ব্যাকআপ হওয়ার সময় যতটা সময় নিয়েছিল প্রায় অনুরুপ সময়ই লাগবে। ব্যাস হয়ে গেল Image Restore, আপনি পিসির একেবারে নতুন একটি অপারেটিং সিস্টেম (সাথে সফটওয়্যার ও ড্রাইভার) পেয়ে গেলেন কোন ইনস্টোলেশনের ঝামেলা ছাড়াই।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More