২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক অনলাইনে লেনদেনের অনুমতি দেয়ার পরে বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ২০১০ সালে ৪ঠা জুন থেকে (ডিবিবিএল) ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটার সুবিধা (ই-পেমেন্ট) চালু করেছে। বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটার সুবিধা রয়েছে। দিনে দিনে কেনাকাটার ওয়েবসাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতিপেওয়ানএক্স অনলাইন থেকে (কার্ডের মাধ্যমে) মোবাইল রিচার্জ করার সুবিধা দিচ্ছে। বর্তমানে শুধু ডাচ্-বাংলা ব্যাংক লিমিটিডের কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন। পরে আরো ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
অনলাইন থেকে মোবাইলে রিচার্জ পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হলো।
ধাপ ২) এখানে ফরমটি পূরণ করে Click here to Continue বাটনে ক্লিক করুন।
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5378306370 1134b2530e b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5129/5378306370_1134b2530e_b.jpg)
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5378306370 1134b2530e b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5129/5378306370_1134b2530e_b.jpg)
ধাপ ৩) এবার কনফরমেশন পেজে আসলে এখানে Click here to Continue বাটনে ক্লিক করুন।
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5378307018 b3c24e8692 b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5281/5378307018_b3c24e8692_b.jpg)
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5378307018 b3c24e8692 b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5281/5378307018_b3c24e8692_b.jpg)
ধাপ ৪) এখন পেজটি ডাচ্-বাংলা ব্যাংকের ইকমার্স পেজে আসবে। এখানে আপনার নাম, কার্ড টাইপ, কার্ড নম্বর, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5377707849 a2fd037406 b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5204/5377707849_a2fd037406_b.jpg)
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5377707849 a2fd037406 b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5204/5377707849_a2fd037406_b.jpg)
ধাপ ৫) এবার sslcommerz এর ওয়েবসাইট থেকে ম্যাসেজ আসলে Continue বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমান রিচার্জ হবে এবং মোবাইলে নিশ্চিতকরন এসএমএস আসবে।
এবার আপনার ডাচ্-বাংলা ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করে দেখুন টাকা (চার্জসহ) কর্তন করা হয়েছে।
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5378307868 1e158d316c b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5210/5378307868_1e158d316c_b.jpg)
![আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে 5378307868 1e158d316c b আপনার মোবাইলে রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে](http://farm6.static.flickr.com/5210/5378307868_1e158d316c_b.jpg)
এই পদ্ধতিতে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটিডের নেক্সাস এবং মাষ্টার কার্ড হোল্ডাররা ১০ টাকা থেকে শুরু করে মোবাইলে রিচার্জ করতে পারবে। বর্তমানে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক গ্রাহকরা প্রিপেইড এবং পোষ্টপেইডে এই সুবিধা পাবেন। ব্যাংক প্রোসেস ফি হিসাবে শতকরা ২.৫৫ টাকা প্রযোজ্য হবে।
এই পদ্ধতিটি ১০০% নিশ্চিত কারণ কার্ড হোল্ডাররা তাদের কার্ডের যাবতীয় তথ্য দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটিডের ইকমার্স পেজে, অন্য কোন সাইটে নয়। আর এখানে অনলাইন ইমাচেন্ট সার্ভিস প্রভাইডার হচ্ছে sslcommerz।
এই পদ্ধতিটি ১০০% নিশ্চিত কারণ কার্ড হোল্ডাররা তাদের কার্ডের যাবতীয় তথ্য দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটিডের ইকমার্স পেজে, অন্য কোন সাইটে নয়। আর এখানে অনলাইন ইমাচেন্ট সার্ভিস প্রভাইডার হচ্ছে sslcommerz।