আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

ব্লগারে পেজনাম্বার যোগ করবেন যেভাবে………

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

ব্লগসাইটের জন্য পেজ নম্বর কোডটি খুবই গুরুত্বপূর্ন, কেননা এতে করে একজন ভিজিটর অনেক বিরক্তির হাত থেকে রেহাই পেয়ে থাকেন। ব্লগসাইটের জন্য এই ফিচারটি সত্যিই খুবই প্রয়োজনীয়। ব্লগসাইটে পেজনম্বর যুক্ত করা একটি কষ্ট সাধ্য ব্যপার। তবে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারেন। এজন্য আপনাকে নিন্মোক্ত পদ্ধতিগুলো অনুসরন করতে হবে।

আপনি আপনার ব্লগসাইটের Dashboard-লগইন করুন তারপর Design > Edit Html
‘Expand Widget Templates’-এর বক্সে ক্লিক করবেন না

]]>  
লেখাটি খুজে বের করুন, প্রয়োজন হলে CTRL+F বাটন চাপ দিন এবং  নিচের কোডটি রিপ্লেস করুন

.showpageArea a { text-decoration:underline; } .showpageNum a { text-decoration:none; border: 1px solid #cccccc; margin:0 3px; padding:3px; } .showpageNum a:hover { border: 1px solid #cccccc; background-color:#cccccc; } .showpagePoint { color:#333; text-decoration:none; border: 1px solid #cccccc; background: #cccccc; margin:0 3px; padding:3px; } .showpageOf { text-decoration:none; padding:3px; margin: 0 3px 0 0; } .showpage a { text-decoration:none; border: 1px solid #cccccc; padding:3px; } .showpage a:hover { text-decoration:none; } .showpageNum a:link,.showpage a:link { text-decoration:none; color:#333333; } ]]>b:skin>

এখন নিচের কোডটি খুজে বের করুন

body>

এবং নিচের কোডটি রিপ্লেস করুন

 <b:if cond='data:blog.pageType != "item"'> <b:if cond='data:blog.pageType != "static_page"'> <script type='text/javascript'> var pageCount=5; var displayPageNum=5; var upPageWord ='Previous'; var downPageWord ='Next'; script> <script src='http://blogergadgets.googlecode.com/files/blogger-page-navi.v1.js' type='text/javascript'/> b:if> b:if>  body>


আপনি ইচ্ছে করলে কোডটি কিছুটা কাস্টমাইজ করতে পারেন

এটি প্রতি পেজে পোস্টের সংখ্যা নির্ধারন করার জন্য.

var pageCount=5;



এটা কতটি পেজের নম্বর ব্লগসাইটে দেখা যাবে সেটার কোড

var displayPageNum=5;


var upPageWord ='Previous'; var downPageWord ='Next';

আপনি ইচ্ছে করলে previous & next এর জায়গায় previous page and next page বসাতে পারেন.

আপনার windows এ taskbar, registry disable!!

আসসালামু আলাইকুম

আপনার Windows Task bar, Registry Disable!!!!!!!!!!!

একটি ছোট সফটয়ার দারা Enable করুন

ডাউনv

registry repair দিয়ে পিসি রাখুন ক্লিন ও স্মুথ

আজকে ছোট একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবো। এটার আসলে অনেক কাজ। অনেক কিছুই পারে এই পিচ্ছি একটা সফটওয়্যার মুলত যে জন্য দেয়া তা হল, আপনার পিসিতে অনেক কিছু কপি পেস্ট করেন তাই না? নানা রকম সফটওয়্যার ইন্সটল আন ইন্সটল করছেন তাই না? এতে কি হয় জানেন? সিস্টেম এর রেজিস্ট্রি তে সব কিছুর খিচুরি হয়ে যায়। এর ফলে পিসি স্লো হয়ে যায়। আবার অনেক দিন পিসি সেটাপ না দিলে অনেক এরর ও জমা হয় পিসিতে। এছারাও সিস্টেমের অনেক এরর দেখা দিতে পারে অনেক দিন পিসি সেটাপ না দিলে। তবে এ সব কিছুই এখন খুব সহজে ঠিক করতে পারবেন আজকে যেই সফট টা দিচ্ছি সেটা দিয়ে। ও ভালো কথা এটা একটি পোর্টেবল সফটওয়্যার যার ফলে হুট হাট করে যে কনো পিসিতে ইউস করতে পারবেন পেন ড্রাইভে রেখে দিলেই।
১। ডাউনলোড করুন (৪মেগা) Registry_Repair_Wizard_2011_6.50

অথবা এখানে পোর্টেবল ভার্সন আছে। ক্লিক করুন

২। ওপেন করুন কনো প্রকার ইন্সটল এর ঝামেলা নাই।

৩। check registry তে ক্লিক করুন

৪। নিচে দেখুন লিখা আছে “check for problems” অখানে ক্লিক করুন তাহলে স্কেন করা শুরু হয়ে যাবে এবং পিসির সকল প্রকার প্রবলেম গুলো খুজে বের করবে।

৫। স্কেন হয়ে যাবার পরে সমস্ত এরর শো করবে। এবার নিচে লিখা আছে ” Fix Selected Problem” এ ক্লিক করুন। পিসিতে থাকা সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে নিমিশে।

ফোল্ডার হিডেন হয়ে গেছে ভাইরাসের কারণে? করণীয়

আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীই অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করে থাকেন। আর উইন্ডোজ ব্যবহারকারীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাইরাস। মূলতঃ ভাইরাস আমাদের নিত্য দিনের সঙ্গী। ভাইরাস ছাড়া আপনি চলতেই পারবেন না। তাই ভাইরাস থেকে আপনাকে দূরে দূরে থাকতে হবে। কিন্তু আমরা যতই ভাইরাস থেকে দূরে থাকি, ভাইরাস তো আমাদের ছাড়ে না। অসাধানতার বশতঃ বা যে কোন কারণে ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করে। যাক এখন কাজে আসি, ভাইরাসের কারণে আপনার কম্পিউটারের ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে কী করবেন? ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে আমরা বেশ বিপাকে পড়ি। আবার দেখুন ভাইরাসের কারণে উক্ত হিডেন হওয়া ফাইল বা ফোল্ডারগুলো সার্চ করেও পাওয়া যায় না। কী উপায় ফিরিয়ে আনতে! কোন চিন্তাই নেই সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে। নিচের উপায়গুলো দেখুন

উপায় ১ঃ Control Panel >>> Folder Options ন। এখানে Tools মেনু ট্যাবে Show hidden files and folders এবং Hide protected operating system files আনচেক করুন। এবার Advanced Options >>> Search hidden files and folders চেক করুন। এখন দেখবেন হিডেন ফাইলগুলো দেখা যাবে

এবার আসুন ভাইরাসের কারণে হিডেন অপশন ডিজেবল হলে কী করবেন? তখন তো হিডেন অপশন কাজ করবে না। হিডেন অপশন এনাবল এবং আনচেক করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। এর নাম এট্রিবিউট চেঞ্জার এবং এটি ডাউনলোড করুন এখান থেকে। এর ইনস্টল করুন। এখন যে ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করতে চান তার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন। এবার Change Attributes ক্লিক করুন। Folder Properties ট্যাব থেকে System, Hidden আনচেক করে Ok করুন। তাহলেই ফোল্ডার অপশন্সের হিডেন অপশন এনাবল হবে। এখন Show hidden files and folders এবং Hide protected operating system files চেক করুন এবং OK করে বেরিয়ে আসুন

উপায় ২ঃ স্টার্ট মেনু থেকে রানে যান এবং লিখুন cmd. তাহলে কমান্ড প্রোম্পট খুলবে। এখন আপনার ড্রাইভে প্রবেশ করুন। এজন্য যে ড্রাইভ উক্ত ড্রাইভের নামে লিখুন, যেমনঃ ড্রাইভ E হলে E: লিখে এন্টার দিন, তাহলে ড্রাইভে প্রবেশ করবে

এবার attrib -s -r -h -a /s /d লিখে এন্টার করুন। তাহলে আপনার হিডেন হওয়া ফোল্ডার বা ফাইল ফিরে আসবে

বিশ্লেশণ

attrib = attribute, s = system file, r = read only, h = hidden, a = archive,
/d = directory, /s = sub directory

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More