আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

registy কে ডিসেবল করার পদ্ধতি শিখুন

উইন্ডোজের Registry তে নতুন কোন ভ্যালু যোগ করার পর তা আবার ডিজেবল করা যায়। এজন্য RegistryPath এর পূবে hyphen (-) দিতে হবে। যদি [HKEY_LOCAL_MACHINE\Software\Test] আপনার নতুন যোগ করা ভ্যালু হয় তবে এটাকে ডিজেবল করার জন্য [-HKEY_LOCAL_MACHINE\Software\Test] করুন। উদাহারন হিসেবে আমার আগের লেখাটির কথাই ধরা যাক। আপনারা যদি মাউস এর রাইট বাটন মেনুতে রিসাইকেল বিন পরিষ্কার করার অপশন দুর করতে চান তবে সেখানে উল্লেখিত নিয়মে নিচের কোডগুলো কপি করে No_Empty_Recycle_Bin.reg ফাইল তৈরী করুন।

//

[-HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\{645FF040-5081-101B-9F08-00AA002F954E}]
@=”Empty Recycle Bin”
[-HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[-HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[-HKEY_CLASSES_ROOT\Directory\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[-HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More