আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

নতুন বছরে বদলে ফেলুন কম্পিউটারের Hard Disk Drive-এর ব্যাকগ্রাউন্ড

আপনার কম্পিউটারের হার্ডডিস্কের ড্রাইভগুলো Open করে ড্রাইভে থাকা ফোল্ডারগুলোর পেছনে, ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখবেন আপনারই পছন্দের কোন ছবি তবে তা করতে পারেন সহজেই Notepad-এর ছোট্ট‌ একটি প্রোগ্রামের সাহায্যে।

এজন্য আপনাকে Notepad Open করে নীচের সংকেতটি লিখতে হবে।

[ExtShellFolderViews]

{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]

Attributes=1

IconArea_Image=Turjo\Background.jpg

এখন, ৫ লাইনের এই প্রোগ্রাম File-টি desktop.ini নামে Save করুন।
তবে উক্ত‌ ছবিটি আপনার কম্পিউটারের Resolution অনুযায়ী হলে ভাল হয়। (যেমন:1724×768)

আপনার কম্পিউটারে মনিটরের Resolution জানতে হলে Desktop -এর ফাঁকা স্থানে ডান ক্লিক করে Properties –এ গিয়ে Settings ট্যাবে ক্লিক করে বা’দিকের নীচে লক্ষ করুন।

আর হ্যা, হালকা ধরনের ছবি সিলেক্ট‌ করবেন। নয়তো অন্যান্য Folder –এর নাম পড়তে অসুবিধা হতে পারে।

চাইলে ছবি ও Folder-এর নাম পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে, Notepad Program-এ সংশ্লিষ্ট‌ অংশটুকু পরিবর্তন করতে হবে।

Documents-এ Save করতে অসুবিধা হলে, ডেস্কটপেই Save করতে পারেন। কারন, My Documents-এ একই নামে অন্য একটি ফাইল থাকার কথা।

এবারে, আপনি আপনার কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভে (ফোল্ডারে নয়) desktop.ini নামের ফাইলটি Copy করুন এবং একই Drive গুলিতে Turjo নামের একটি ফোল্ডার তৈরি করুন।

এখন, আপনি যে ছবি আপনার Drive গুলোর ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে চান তা jpg ফরম্যাটে নিয়ে Background (File Extention সহ Background.jpg/.Jpeg নয় ) নাম দিয়ে Turjo নামের ফোল্ডারে Save করুন।

আপনার Refresh দেয়ার অপেক্ষা মাত্র। রিফ্রেস করার সাথে সাথে আপনি আপনার পছন্দের ছবিটি ড্রাইভের ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে পাবেন।

উক্ত‌ ফোল্ডারে যে ছবি রাখবেন, তাই Background ইমেজ হিসেবে Show হবে।

কম্পিউটারে আপনি আপনার কন্ঠ (Voice) সরাসরি (Live) শুনতে চান ??!!

অনেকে জানেন আবার অনেকের কাছে হয়তো অজানা। তবে এটা সত্য যে আপনি আপনার Pc-কে ব্যবহার করে Live কনসার্ট করতে পারেন।আপনার যদি ভাল গানের গলা থেকে থাকে তবে ঘরোয়া কোন অনুষ্ঠানে, ছড়িয়ে দিতে পারেন আপনার সুর।

কি করে? আপনার কম্পিউটারকে অ্যাম্পিলিফায়ার হিসেবে ব্যবহার করে।

কিভাবে কম্পিউটারকে Amplifier হিসেবে ব্যবহার করা যায়?

এজন্য আপনার প্রয়জন-

#Speaker

#Microphone

#Converter (If any)

#Instruments (If any)

#& You

১। প্রথমে কম্পিউটারের Volume Option -এ Double Click করে Master Volume Control Open করুন ।

২।এরপর Option-এ যেয়ে Properties >Output(Mixer Device)/Playback >Check All Options বা All Options-এ টিক চিন্হ দিন।


৩।তারপর পূনরায় Option-এ যেয়ে Advance Controls-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)

৪।এখন সকল Volume Option -এর Level বৃদ্ধি করুন এবং সকল Mute Off থেকে টিক চিন্হ তুলে দিন (Uncheck)।


৫।এরপর Advance Option-এ যেয়ে 1 Microphone Boost-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)


৬।এরপর Option-এ যেয়ে Properties >Input(Mixer Device)Recording – Check করুন।


পূনরায় সকল প্রক্র্রিয়া পরিক্ষা করুন এবং Speker-Microphone এর Connection যথাস্থানে লাগানো কি’না দেখুন।

স‌র্বশেষে আপনার কম্পিউটার Amplifier হিসেবে কাজ করছে ভাই।এখন মাইক্রোফোনে কথা বলার সাথে সাথে আপনি আপনার Voice, Live শুনতে পাবেন।

আমি Windows XP (Sp2) কে আদর্শ ধরে লিখেছি। Windows 7 এর ক্ষেত্রেও প্রায় এক। Windows 7 এর Users দের চিন্তার কারন নেই।

Live কনসার্ট এবং ইন্সট্রুমেন্ট যুক্ত করতে হলে আপনাকে ইন্সট্রুমেন্টের Driver Software Install করতে হবে। Instrument এবং Heavy Speaker System PC-তে যুক্ত করতে Converter –এর প্রয়জন পড়বে।ভালোমানের Soundcard–এরও প্রয়জন হবে। এ বিষয়ে বিস্থারিত লিখব অন্যকোন সময়ে। রাত হয়ে গেছে। আপনার PC, Amplifier হল কি’না জানাবেন। কোন সমস্যায় Helpline Experts-রা তো আছেনই।

Screen শট নেয়া ছবিগুলো Upload -এ সমস্যা হওয়ায় আপনাদের বোঝার সুবিধার জন্য মোবাইল দিয়ে ছবি তুলে দিয়েছি। ছবির Resolution খারাপ হওয়ার জন্য দু:ক্ষিত।

আর হ্যা, এতক্ষন যা করলেন তার বিপরীত অর্থাৎ টিকচিন্হগুলি তুলে দিয়ে আপনি আপনার কম্পিউটার পূনরায় Normal করতে পারেন। নতুবা Media File চালালে Sound কোয়ালিটি ভাল আসবে না। নয়েজ level বেড়েযাবে। আজ এপর্যন্ত।

সাবধানে পথ চলুন এবং অপরকে সতর্ক করুন। ধন্যবাদ।

Computer এর যে কোন Hardware এর Properties দেখুন Temperature সহ।


আসসালামু আলাইকুম,

আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।আমি খুব ছোট ১টা Software এর কথা বলতে চাই।যার নাম Speecy.হয়ত ইতোমধ্যে অনেক এই জানেন।মাত্র ৪.১৮MB Free এই ছোট্ট Software টি মাঝে মাঝে অনেক বড় কাজ করে ফেলতে পারে।Computer এর যে কোন Hardware এর Properties খুব ভাল ভাবে দেখতে পারেন সাথে Temperature তো আছেই।Download করুন আর মজা দেখুন।

http://www.piriform.com/speccy

আপনি হয়তো অনেক সুন্দর একটি থিম ইনস্টল করেছেন আপনার পিসিতে। অথবা একটি সুন্দর গেম ইনস্টল করেছেন খেলার জন্য। কিন্তু ইনস্টল করার কিছুন পর দেখা গেল আসল সমস্যা। আপনার পিসিটা আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে। তখন হয়তো মেজাজ টাই বিগড়ে যায়। তাই আপনাদের এই সমস্যার সমাধানে আমার আজকের এই পোষ্ট।

আজ আমি দেখাবো কিভাবে কোন সফ্টওয়ার কে পোর্টেবল করতে হয়।
পোর্টেবল করে সফ্টওয়ার চালালে আপনার পিসি থাকবে একদম নতুন কম্পিউটার এর মতো। মানে স্পীড একদম ঠিক থাকবে, কমবে না।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে করতে হবে।
আপনি যে সফ্টওয়ার টি পোর্টেবল করতে চান সেটি ইনস্টল করুন।
এখন My Computer ওপেন করে C ড্রাইভ ওপেন করুন।
দরুন আপনি Moto GP 2 গেমটি ইনস্টল করেছেন।
নিচের স্কিন শটটি দেখুন।

দেখুন Moto GP 2 নামে একটি নতুন ফোল্ডার এসেছে।
ফোল্ডারটি কপি করে আপনার পিসির অন্য কোন ড্রাইভে সেভ করুন।
এরপর গেমটি আনইনস্টল করে দিন।
এখন আপনি যে ড্রাইভে Moto GP 2 নামে ফোল্ডারটি সেভ করেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করুন।
এখানে আপনি চিত্রে দেখানো আইকন (motogp2) এ ডাবল কিক করলে গেম টি খেলতে পারবেন।

অনুরুপ ভাবে Ms. Word এর ক্ষেেত্র C Drive- Program files – Microsoft Office – Office 10 (ভার্সন অনুযায়ী) – WINWORD (একদম সবার নিচে)
নিচের ছবিটি দেখুন।

এভাবে যে কোন সফ্টওয়ার ক্ষেেত্র একই পদ্বতি অনুসরণ করুন।
এখানে লক্ষনীয় যে, সফ্টওয়ার গুলো সি ড্রাইভ ওপেন করলেই পাবেন, তা না হলে Program files এ পাবেন। তবে Program files এ সাধারনত সব সফ্টওয়ার ইনষ্টল হয়।
বিঃ দ্রঃ সব সফ্টওয়ার ঠিক মতো কাজ নাও করতে পারে।
মানুষ মাত্রই ভূল করে । আমি ও ভুলের উর্ধ্বে নয়। আমার এই লেখার মধ্যে যদি কোন প্রকার ভূল ত্র“টি লনীয় হয়, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি।
আর একটু কষ্ট করে ভূল গুলো ধরিয়ে দিবেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
“আল্লাহ হাফেজ”

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More