আসসালামু আলাইকুম

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

ফরম্যাট করুন Write Protected USB পেন ড্রাইভ / মেমোরি কার্ড

কি খবর সবার কেমন আছেন? অনেক সময় আমাদের পেন ড্রাইভ ফরম্যাট হয় না। ভাইরাস এর কারনে। এছারাও নানান কারনে কিছু কিছু পেন ড্রাইভ ফরম্যাট হতে চায় না। অনেকেই ভেবে বসি পেন ড্রাইভ টি নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হয়নি এখন আপনার Write Protected USB পেন ড্রাইভ টিও খুব সহজে ঝামেলা বিহীন ভাবে ফরম্যাট করে নিতে পারবেন। একি ভাবে আমাদের মেমোরি কার্ডের মাঝেও আমরা এই সমস্যা পেয়ে থাকি। সমস্যা যাই হক সমাধান আছে টিউনারপেজে।

০১। Transcend Autoformat
এই টুলস টি ছোট হলেও অনেক কাজের বিশেষ করে Transcend কোম্পানির মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ এই টুলস টি খুব সহজে এবং দ্রুত ফরম্যাট করতে পারবে।

ডাউনলোড করুন Autoformat
০২। Mformat
এটিও একটি ভালো টুলস যে কোন পেন ড্রাইভ না মেমোরি কার্ড সহজে ফরম্যাট অথবা পার্টিশন দেয়ার জন্য এতি ব্যবহার করতে পারবেন।

Download Mformat
০৩। JetFlash Online Recovery

এই টুলস টি Transcend JetFlash USB ফ্ল্যাশ ড্রাইভার জন্য বিশেষ করে বানানো হয়েছে। এটি দিয়ে আপনি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড সম্পূর্ণ ভাবে নতুনের মতন করে ফ্ল্যাশ করে নিতে পারবেন।

Download JetFlash Online Recovery

বন্ধুর পিসির right click ডিসাবল করে দিয়ে চমক দেখিয়ে দিন

ভাই কেমন আছেন? জি আপনাকে বলছি? আপনিকি বন্ধুর সাথে একটু ফাজলামি করতে আগ্রহি আছেন? তাহলে ঠিক পোস্ট খুলেছেন। এখানেই পাবেন এমন ফাইজলামি ট্রিকস :p তবে এটি একদিক থেকে আপনাকে রক্ষা করতে পারে। কেউ চাইলে আপনার কম্পিউটার এর থিম, কালার বা অন্য কিছু পরিবর্তন করতে পারবে না যদি আপনি এই সিস্টেম টি চালু করে রাখুন। আজকে আমরা দেখে নিব কিভাবে ডেক্সটপ থেকে মাউস এর রাইট ক্লিক ডিসাবল মানে অচল মানে রাইট ক্লিক বন্ধ করে দিতে পারবেন আপনি।

১) Start button থেকে run এ গিয়ে টাইপ করুন regedit তারপরে Enter চাপুন।

২। এবার এখানে যাবেন

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

৩। এবার সাইড প্যানেল এ ক্লিক করে নতুন DWORD যুক্ত করে নাম দিন NoViewContextMenu এবং value data বক্স এর মাঝে ভেলু দিন 1

৪) এবার পিসি রিস্টার্ট দিন।

৫) পুনরায় রাইট ক্লিক এনাবল করতে আগের মত সেই জায়গায় গিয়ে শুধু NoViewContextMenu ডিলিট করে দিন। তারপরে পিসি রিস্টার্ট দিলেই মাউসের রাইট ক্লিক আবার চালু হয়ে যাবে।

***যেকোন মডেমের আনলক কোড জানার ট্রিকস*****


সবাইকে শুভেচ্ছা। বর্তমানে আমরা যেসব মডেম ব্যবহার করি, যেমন: গ্রামীন, বাংলালিংক ইত্যাদির সাধারন হুয়াই মডেম হয়ে থাকে। আগে এগুলোতে সহজ ট্রিকসের মাধ্যমে এক কোম্পানীর মডেম এ সকল সিম ব্যবহার করা যেত। কিন্তু এখন তারা একটু চালাক হয়েছে। তারা একটু জটিল পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু পাবলিক তার থেকেও বেশি ট্রিকস ব্যবহার করে সব সিমই ব্যবহার করছে। আমরা যারা জানি না তাদের জন্যই আমার এই লিখা।

প্রখমে আপনি এই সফটওয়্যার টা ডাউনলোড করুন। Huawei Unlocker.rar

খুব কম কিলোবাইটের একটি সফটওয়ার এটি। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন। ডাবল ক্লিক করলেই ইন্সটল হবার কথা। কোন এরর মেসেজ দেখালে continue তে ক্লিক করুন। এইরকম একটি উইন্ডো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE

এখন connection এর বাম পাশে Huawei ট্যাবে ক্লিক করুন। এইরকম একটা উইন্ড্রো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE



নিচের imei এর ঘরে আপনি আপনার Huawei মডেমটার পিছন থেকে এর imei নং টা দেখে বসান। ঠিকভাবে বসাবেন।

এরপর calculate code বাটনে ক্লিক করুন। ছবির মত আপনি একটি করে আনলক কোড ও ফ্লাস কোড পাবেন। যেমন ছবিতে

আনলক কোড: 54247945 এবং

ফ্লাস কোড : 34630784
HUAWAI MODEM UNLOCK CODE

আপনি যখন আপনার মডেমে অন্যকোন ব্রান্ডের সিম লাগালে আনলক কোড চাবে তথন এই আনলক কোড দিয়ে দিবেন। তো হয়ে গেল আনলক কোড জানার ট্রিকস। এভাবে আপনি আপনার হুয়াই মডেমে যেকোন জি এস এম সিম ব্যবহার করতে পারবেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More