আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

আনলক করুন আপনার বাংলালিংকের মোডেম এবং যেকোনো অপারেটরের সংযোগ ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভাল আছেন। পোস্ট টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন যে এখানে কিসের সম্পর্কে লেখা হয়েছে। বাংলালিংকের ফ্রী মোডেম অফারটা নেওয়ার ইচ্ছা অনেকেরই হয়ত আছে। কিন্তু চিন্তার ব্যাপার ২৭৫০/- টাকা দিয়ে কেনা মোডেমটা যদি বাংলালিংকের সংযোগ ছাড়া ব্যাবহার করতে না পারি তাহলে কি হবে? অন্যান্য মোডেমের মত এটাকেও আনলক করে নিলেই হয়! তাই নয় কি?

০১. প্রথমে রার ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন।

০২. এবার dccrap.exe ফাইলটি রান করুন।

০৩. আপনার মডেমের মেনুফ্যাকচারার নির্বাচন করুন।

০৪. স্ক্যান আইকনে ক্লিক করুন।

০৫. আপনার মডেমের লক/আনলক স্ট্যাটাস দেখতে পারবেন।

০৬. Unlocking এ ক্লিক করুন।

০৭. এই জাতীয় একটি কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন।

ব্যাস্‌ আপনার মডেম আনলক্‌ড। এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন। এই ছবিতে দেখুনঃ

অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের জন্য ডায়াল আপ কানেকশন তৈরি করে ব্যাবহার করুন। সকল বাংলাhttp://www.blogger.com/img/blank.gifদেশী জিএসএম অপারেটরের ডায়ালিং নাম্বার:
GP=*99# ;Others Operator=*99*111#
এক্সেস পয়েন্টঃ (APN) গ্রামীণফোন=gpinternet, বাংলালিংক=blweb, এয়ারটেল=internet, রবি=internet, টেলিটক=gprsunl

এখানে ক্লিক করে ডাউনলোড করুন
password : ITzone
আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই।

কম্পিউটার এর মাউস ও কীবোর্ড সফটওয়্যারের মাধ্যমে লক করে রাখুন

অনেক সময় মাউস ও কীবোর্ড লক করার প্রয়োজন হয় কারন প্রয়োজনীয় অনেক ফাইল কমবেশি সবার আছে কিন্ত ছোটরা তা বোঝেনা। না বোঝের কারনে তারা হয়তো সেগুল ডিলিট করতে পারে তাই আপনি ইচ্ছা করলে আপনার মাউস ও কীবোর্ড এই সফটওয়্যারের মাধ্যমে লক করে রাখতে পারেন।
সফটওয়্যারটির নাম হলঃ Kid-Key
এটি একটি ফ্রী সফটওয়্যার। তাই কোন কী লাগেনা।
এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যেসব কাজ করতে পারবেন তা হল:
আপনার মাউসের বাম, ডান বাটন এবং এমনকি মাঝের হুইলটিও লক করতে পারবেন।
এছাড়াও কীবোর্ডের এলফাবেট কী, নামবার কী, ফাংশন কী ইত্যাদি লক করতে পারবেন।
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন। সাইজ ৭4৩Kb
ডাউনলোড করে ইনস্টল করুন।
তারপর সফটওয়্যারটি রান করুন এবং যাবতীয় সেটিংস ঠিক করে পাসওয়ার্ড দিয়ে ব্যাবহার করুন।
ব্যাবহার করে ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেনা।

ল্যাপটপে Windows XP Setup দিতে সমস্যা

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। উইন্ডোজের বিভিন্ন সংরক্ষণের পর এখন বাজারে এসেছে উইন্ডোজ ভিস্তা ও উইন্ডোজ ৭।তবুও উইন্ডোজের সকল সংক্ষরণের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল উইন্ডোজ এক্সপি। এরই মধ্যে মাইক্রোসফট কর্পোরেশন ২০১২ সালের মধ্যে এক্সপিকে ব্যান্ড করে দেয়ার ঘোষণা করেছে। আমাদের মধ্যে অনেক ব্যবহারকারি আছেন যারা উইন্ডোজ ভিস্তা ও সেভেন ব্যবহারে বিরক্তি বোধ করেন। এক্সপির ব্যবহার এত সহজ যে, যেকোন সাধারণ ব্যবহারকারি খুব সহজেই ব্যবহার করতে পারতেন। বর্তমান বাজারে যেসব ল্যাপটপ কম্পিউটার আসছে সেগুলোর বেশিরভাগই ভিস্তার ডিজাইনে তৈরি। যার কারণে এসব কম্পিউটারে এক্সপি সেটআপ দিতে গেলে একটি এরর ম্যাসেজ আসে Setup did not find any hard disk… ফলে উক্ত কম্পিউটারগুলোতে এক্সপি সেটআপ দেয়া যায় না।

- তাহলে কি সেটআপ দেয়া সম্ভব নয়?

- অবশ্যই সম্ভব। তেমন কষ্টকর কাজ নয়। শুধু নিচের ধাপগুলো অনুসরণ করুন।

প্রয়োজনীয় উপকরণ

আপনাকে একটি উইন্ডোজ এক্সপির নতুন সিডি তৈরি করতে হবে। কোন সমস্যা নেই। মাত্র কয়েকটি জিনিস হলেই হবে। তবে আসুন আস্তে ধীরে জানতে চেষ্টা করি।

উইন্ডোজ এক্সপির সিডি
১টি খালি সিডি
এনলাইট সফটওয়্যার http://www.nliteos.com/
মাইক্রোসফটের ডট নেট ২.০ http://download.cnet.com/Microsoft-NET-Framework-Redistributable-Package x86/3000-10250_4-10726028.html?tag=mncol&cdlPid=10726027
আইএসও বুস্টার http://www.mediafire.com/?ft0i4cs12i1a9w4
সাটা (SATA) ড্রাইভার
সাটা ড্রাইভারের জন্য আপনি যেকোন ল্যাপটপ কোম্পানীর ওয়েবসাইট থেকে বা গুগল সার্চে SATA লিখে সার্চ করলেও সাটা ড্রাইভার পাবেন। তবে বেশিরভাগ কম্পিউপটারেই Toshiba কোম্পানীর সাটা হার্ডডিস্ক দেয়া থাকে। তাই Toshiba হার্ডডিস্ক ড্রাইভার দিয়ে উইন্ডোজ এক্সপির একটি সিডি তৈরি করে নিলেই হয়।

যখন উইন্ডোজ এক্সপি বাজারে আসে তখন ল্যাপটপের প্রচলন ছিল না। যার কারণে উইন্ডোজ এক্সপির সিডিতে সাটা ড্রাইভার দেয়া হয় নি। কিন্তু বর্তমানে সাটা হার্ডডিস্কে ল্যাপটপে ব্যবহারের ফলে ল্যাপটপে উইন্ডোজ এক্সপি ইন্সটল করা যায় না। আর সাটা ড্রাইভার না থাকায় Setup did not find any hard disk… ম্যাসেজ আসে। তার মানে উইন্ডোজ হার্ডডিস্ক পড়তে পারে না। এখন আপনাকে তেমন কাজ করতে হবে না। শুধু এক্সপির সিডিতে সাটা ড্রাইভারটি সংযুক্ত করতে হবে।

কার্যপ্রণালী

v এনলাইট, আইএসও বুস্টার, মাইক্রোসফটের ডট নেট ২.০ সেটআপ করুন।

v উইন্ডোজ এক্সপির সিডি নিন ও কম্পিউটারের প্রবেশ করান।

v আইএসও বুস্টারের লাঞ্চ স্ক্রীণ থেকে bootable disc -এ ক্লিক করুন।

v এরপর Microsoft Corporation.img এ ক্লিক করে Extract Microsoft Corporation.img ক্লিক করুন।

v এবার ইমেজটি সংরক্ষন করুন।

আমরা যখন Windows XP Setup করি, তখন সেটআপের প্রথমে আসে Press any key to boot from CD….. ম্যাসেজ। এটি হচ্ছে Microsoft Corporation.img এর কাজ। আপনি যদি কোন ফোল্ডারে এক্সপি কপি করে রাখেন ও পরবর্তীতে তা সিডিতে রাইট করেন তখন Microsoft Corporation.img এটি কাজ করবে না। এর কারণেই ইমেইজটিকে সিডি রাইট করার আগে এনলাইট সফটওয়্যার দিয়ে ঠিক করে নিতে হবে। তবে আপনি ইচ্ছা করলে এটি গুগল সার্চে গিয়ে সেভ করে নিতে পারেন।

v এবার একটি ফোল্ডারে এক্সপির ফাইলগুলো কপি করুন এবং উক্ত ফোল্ডারে Microsoft Corporation.img ফাইলটিও কপি করে রাখুন।

v যে কম্পিউটারের জন্য সিডি তৈরি করবেন উক্ত কম্পিউটারের সাটা ড্রাইভারগুলো একটি রিমুভাল ডিস্কে কপি করে রাখুন।

v রিমুভাল ডিস্কের জিপ ফাইলগুলো Extract করুন।

v এবার ফোল্ডার ছাড়া অন্য ফাইলগুলো কপি করুন।

এবার উইন্ডোজ এক্সপিতে সাটা ড্রাইভার যুক্ত করার কাজ

এনলাইট সফটওয়্যারটি চালু করুন।
Next করে Browse এ ক্লিক করে এক্সপির ফাইলগুলো দেখিয়ে দিন।
Next করে Drives এবং Bootable ISO নির্বাচন করুন।
আবার Next করুন। Insert এ ক্লিক করে রিমুভাল ডিস্কের SATA Driver গুলো যুক্ত করুন।
এরপর Next বাটনে ক্লিক করলে Do you want to start the process? আসবে। Yes দিন, তাহলেই Process শুরু হবে।
প্রসেস শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে।
এখান থেকে আপনি সরাসরি সিডিতে রাইট করতে পারবেন বা বুটেবল ইমেজ তৈরী করতে পারবেন পরবর্তিতে রাইট করার জন্য। বুটেবল ইমেজ তৈরী করতে Mode এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন।
তবে সিডি রাইট করার আগে অবশ্যই Microsoft Corporation.img টি যুক্ত করতে ভুলবেন না।

এক সফটওয়্যার দিয়ে যেকোনো ফাইল ওপেন করুন

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। অনেকদিন ধরে কোন কিছু নিয়ে টিউন করি নাই। খালি আলসেমি লাগে । তাই আলসেমি এর কোন ওষুধ থাকলে বইলেন।
এবার আসল কথায় আসি। আজকে আমি যেই সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা একটা ফ্রীওয়্যার সফটওয়্যার। এইটা দিয়ে আপনি আমার মতে দুনিয়ার সব ফাইল ওপেন করতে পারবেন।এটা থাকলে আর কোন আলাদা একগাদা সফটওয়্যার এর দরকার নাই।


Free Opener Features:

Open DOC/DOCX, XLS/XLSX, CSV files without installing Microsoft® Office.
Watch video files including AVI, WMV, FLV, MPG, MOV and MP4 formats.
Listen to any music or sound file: MP3, WMV, MID, WAVplus others!
View your image files: PNG, JPEG, BMP, GIF, TIFF, ICO, RAW and more!
Plus open 80+ other file types quickly and easily for free!


No other software will be ever be required to play your files alternative to most softwares


যেসব ফরম্যাট এটি সাপোর্ট করবে তার নাম গুলা একটু দেখে নিন

Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)

PowerPoint® Presentations (.ppt, .pptx, .pps)

Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)

Microsoft® Word Documents (.doc, .docx)

SRT Subtitles (.srt)

RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)

Icons (.ico)

Open XML Paper (.xps)

Torrent (.torrent)

Flash Animation (.swf)

Rich Text Format (.rtf)

Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)

Apple Pages (.pages)

Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)

Comma-Delimited (.csv)

Outlook Messages (.msg)

PDF Documents (.pdf)


আরও অনেক কিছু ওপেন করতে পারবেন এটি দিয়ে।
আর সবচাইতে মজার কথা হইতাছে এতো কামের সফটওয়্যার এর সাইজ ২৯ এমবি ।

ডাউনলোড

স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ৭ এর temporary files ডিলেট করা

আমরা নিয়মিত কম্পিউটার ব্যবহার করার ফলে পিসিতে কিছু স্বয়ংক্রিয় ফাইল সেভ হয়। এতে পিসি আস্তে আস্তে স্লো হয়ে যায়। ফলে কাজে আসবে বিরক্তি। তাই আজ আমি আপনাদের একটা ছোট টিপস দিব এটার উপরে। কিভাবে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ৭ এর Temporary Files ডিলেট ডিলিট করবেন। তাহলে জলদি কাজটা সেরে ফেলুন।

***প্রথমে নোটপ্যাড খুলুন ও নিচের কোডটি কপি করে পেষ্ট করুন।
cd C:\Users\%username%\AppData\Local
rmdir /S /Q Temp

এবার এটিকে sq.bat লিখে সেভ করুন।
এবার এটির উপর ডাবল ক্লিক করুন, তাহলেই কাজটা করে ফেলবে এটি স্বয়ংক্রিয় ভাবে।
এবার আপনি যদি চান যে এটি পিসি চালু হওয়ার সাথে সাথে চালু হয়ে যাক, তাহলে নিচের কাজটুকু করুন।

প্রথমে .bat ফাইলটিকে কপি করে Stat Menu —> Programs —> Startup ফোল্ডারে পেষ্ট করুন।
তাহলে প্রতিবার পিসি স্টার্ট হওয়ার সাথে সাথে সকল টেম্পরারি ফাইল ডিলিট হয়ে যাবে।
ভাল থাকুন ও ভাল রাখুন পাশের মানুষটিকে।

আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ কে ভালবাসেন?

আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ কে ভালবাসেন? যদি সত্যি ভালবাসেন এবং আপনি আপনার কম্পিউটার কে ভাল রাখতে চান তাহলে ব্যাবহার করেন এই সফটওয়্যারটি। এই সফটওয়্যার টি আপনার ল্যাপটপ বা কম্পিউটার এর হার্ড ডিস্ক এর যত্ন নিবে এবং আপনার কম্পিউটার এর সব প্রব্লেম দূর করবে। তাই ব্যাবহার করে দেখেন কেমন লাগে। আর একটা কথা এই সফটওয়্যার টা Portable তাই ইন্সটল করার জামেলা নাই।আমি এক জন নুতুন টুনার যদি কোন কিছু ভুল হই ক্ষমার দিষ্টিতে দেখবেন।

Download Link

১ গিগাবাইটের ফাইলকে করে ফেলুন ১০ মেগাবাইট | kgb archiver

কেমন আছেন সবাই? অনেক দিন পর টিউনারপেজে পোষ্ট করতে আসলাম। আজ অনেক দিন পর এসেই আপনাদের জন্য একটি মজা জিনিস নিয়ে এলাম। জিনিসটা সম্পর্কে আশা করি শিরোনম দেখেই বুঝতে পেরেছেন। জ্বী, জনাব ও জনাবারা আপনাদের দেখাব কীভাবে ১ গিগাবাইটের ফাইলকে ১০ মেগাবাইট করা যায়। আশা করি ভাল লাগবে। এটি আমরা করব KGB ARCHIVER নামক সফটওয়্যার দিয়ে। আসুন এবার আমরা কাজটি করে ফেলি।


প্রথমে KGB Archiver ডাউনলোড করুন।
এবার “Compress files” অপশান নির্বাচন করে “Next” এ ক্লিক করুন।
কোন ফাইলটি আপনি কম্প্রেসড করবেন, তা “Add Directory” থেকে দেখিয়ে দিন।
এবার একদম উপরের Archive বক্সের ডানপাশের “…” এ ক্লিক করে ফাইলটি কোথায় রাখতে চান, তা দেখিয়ে দিন।
এবার “Next” করুন।
তাহলেই কম্প্রেসড করা শুরু হয়ে যাবে। শেষ হলেই আপনাকে জানাবে।
এবার আপনি আপনার ইচ্ছা মতো কম্প্রেড করুন।

Download link

মুভি বা সফটওয়্যারের পার্টগুলো জোড়া লাগান এবার সহজেই

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও পরিবারের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। আজ আপনাদের একটি টিপস দিব। মাঝে মাঝে আমরা বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করে থাকি। যেমনঃ মুভি, সফটওয়্যার সহ আরও অনেক কিছু। কিন্তু মাঝে মাঝে আমাদের এগুলো পার্টে পার্টে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ফাইলগুলো জোড়া লাগানো নিয়ে। জ্বী, আজ আপনাদের এটাই দেখাব। সফটওয়্যারটির নাম হল HJSplit .


কিভাবে ইন্সটল করবেনঃ-

আপনি এটা ডাউনলোড করে মূল ফাইল থেকেই আপনি চালু করতে পারবেন। এই ইন্সটল করার দরকার নাই।
সফটওয়্যারটি নিচের অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করবে। আপনার যে অপারেটিং সিস্টেমের জন্য দরকার সেটার উপর ক্লিক করুন। তাহলে আপনাকে ডাউনলোড লিংকে নিয়ে যাবে।
Windows
Linux
MAC
BSD Java
PHP
Amiga Windows 3.x
DOS
OS/2
কিভাবে ফাইল জোড়া লাগাবেনঃ-

1. প্রথমে আপনি একটি মুভির কয়েকটি পার্ট নিন। যেমনঃ .001, .002, .003 ইত্যাদি।
এবার সফটওয়্যারটি চালু করুন।
2. এবার Join বাটনে ক্লিক করুন। তাহলে নিচের উইন্ডোটি আসবে।
3. এবার “Input File” এ ক্লিক করে .001 file টি সিলেক্ট করুন।
4. এবার “Output” থেকে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান, তা নির্বাচন করুন ও “Start” বাটনে ক্লিক করুন।
5. তাহলেই কাজ শুরু হয়ে যাবে।
6. যখন এটি সম্পূর্ণ হবে, তখন আপনাকে একটি নোর্টিফিকেশন দিবে।
7. এবার আপনার নির্ধারিত জায়গায় একটি .avi ফাইল পাবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ………..

এই সফটওয়্যার টা বিশেষ করে মেয়েদের বেশী ভাল লাগবে

এই সফটওয়্যার টা বিশেষ করে মেয়েদের বেশী ভাল লাগবে। আজ আমি একটা সফটওয়্যার নিয়া কথা বলব আশা করি আপনাদের সবার ভাল লাগবে।বিশেষ করে মেয়েদের বেশী ভাল লাগবে। এই সফটওয়্যার দিয়া আপনি আপনার ফটো কে আরও সুন্দর করে তুলতে পারেন। নিচের ফটো গুলা দেখেন টা হলে সব বুজতে পারবেন। যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন।



Download Link

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More