আসসালামু আলাইকুম

বুধবার, ৭ মার্চ, ২০১২

পিসি টিপস – ভুল রান কমান্ড মুছে ফেলুন

আসা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি কম্পিউটার এর ছোট টিপস দেখাবো নতুনদের জন্য আসা করি এটা উপকার হবে। আমারা অনেকি রান কমান্ডে কাজ করে থাকি। অনেক সময় উইন্ডোজের Run কমান্ডে আমরা ভুল কমান্ড লিখে ফেলি। কিন্তু পরে আর সেই ভুল কমান্ড Run থেকে সরাতে পারি না। ইচ্ছে করলে খুব সহজেই Run-এ লেখা যেকোনো কমান্ড মুছতে পারেন।


দেখে নিন আজকের টিপস

১। Star/run-এ গিয়ে Regedit লিখে Enter চাপুন।

২। এখন HKEY_USERS\.Default\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RunMRU
অপশনে যান।

৩। খেয়াল করুন, ডান পাশে রান কমান্ডের একটা তালিকা দেখা যাচ্ছে।

৪। এখান থেকে ভুল কমান্ড মুছতে কমান্ডটি নির্বাচন করে মাউসের ডানে ক্লিক দিয়ে delete দিতে হবে।

যে কোন ওয়েব সাইট, ইয়াহু, জিমেইল ফেসবুকে বাংলা লিখুন পানির মত নির্ভুল বানান

বর্তমানে ইংরেজী ওয়েব সাইটের পাশাপাশি বাংলা ওয়েব সাইটের ছড়াছড়ি। অনেক কিছু জানা ও শিখতে গেলে বাংলার বিকল্প কিছূই নেই। বর্তমানে সব বাংলা ওয়েব সাইটের বাংলা ফন্ট গুলো ইউনিকোড ভিত্তিক। তাই লিখতে গেলে বানান ভুল হয় কিছুটা। যা পড়তে গেলে অনেক বিরক্ত লাগে। এছাড়াও আপনি চাইলে আপনার প্রয়োজনীয় মনের কথা গুলো বাংলায় লিখে সরাসরি মেইল করতে পারেন। অথবা ফেসবুকে চ্যাট করতে পারেন খুব সহজে এবং বানান হবে নির্ভূল। যাতে করে যে পড়বে তার যেন কোন সমস্যা না হয়। এটি কোন সফটওয়্যার না। এটি এস এম মাহবুব র্মুশদে, অরূপ কামাল ভাইদরে তরৈী করা ওয়বে সাইটটকিে কাজে লাগালাম।এটি নেট ছাড়া ব্যবহার করা যায়। আমি এটি ব্যবহার করি।। তাতে করে আপনার অনেক সময় বাচবে। আপনি মাধা ঠান্ডা করে এম এস ওয়ার্ডে টপিক লিখে তা যে কোন ‍ব্লগে ব্যবহার করতে পারেন। কপি পেষ্ট করে ছেড়ে দিলে হবে। অনেক সময় ‍বাচবে। বাসায় বসে টপিক লিখবেন আর সাইবার ক্যাফেতে বসে পোষ্ট করবেন। একবার ব্যবহার করে দেখেন যদি ভাল লাগে ধন্যবাদ দিয়েন । তবে অনেকে হয়তবা এটা ব্যবহার করে অন্য মাধ্যমে তবে অভ্র কনভার্টার দিয়ে অনেকেই করে এতে করে অভ্র থাকতে হবে। আবার যাদের অভ্র নেই তারা সরাসরি নেট থেকে কনভার্ট করে । কিন্ত যাদের বাসায় নেট নেই+অভ্র নেই তারা কি করবে ।তাদেরও তো ইচ্ছা হয় মন খুলে লিখতে তাই সকলের কথা মাথায় রেখে আমার এই বুদ্ধি বের করা যাই হোক আগে ডাউনলোড করুন-Bangla Converter

তারপরে converter.php.htm ফাইলটি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করুন। ওপেন করার পরে নিল রং এর মত রেখা এলে তাতে মাউসের রাইটবাটন ক্লিক করে আমার ছবির মত


আসলে তাতেAllow Blocked Content এ ক্লিক করুন তার পরে ইয়েছ এ ক্লিক করুন এবার আপনার লেখা বিজয় ফন্টগুলো কপি করে নিচের বক্সে পেষ্ট করুন। তারপরে কনভার্ট ইউনিকোড এ ক্লিক করুন। দেখবেন কনভার্টার হয়ে উপরের বক্সে চলে এসেছে। আপনি চাইলে এখন উপরের বক্স থেকে কপির করে সরাসরি টপিক এর ভিতরে পেষ্ট করুন। আর মজা দেখুন । কষ্ট করে ঘন্টার পর ঘন্টার অফিসে বসে বসের চোখ ফাকি দেবার দরকার নেই। বাসায় বসে লিখুন আর পোষ্ট করুন। বেশি বেশি করে জ্ঞান দান করুন।

“Internet Download Manager” Activate করার সবচেয়ে সহজ পদ্ধতি!!!!!

বেশি কিছু বলব না!!! শুধুমাত্র নিচের PDF ফাইলটি Download করে পড়ে নিন………

.

.

.

.

. File Name: IDM Activator BY mubin986

. File Size: 583KB

. Mediafire Password: mubin986

. Download Link: http://www.mediafire.com/download.php?tm3rl4rdibr7ktk



*******************ভালো থাকবেন। ধন্যবাদ।*******************

Windows XP SP3 2011 v11.01 – New Xclusive Edition |একবার দেখে নিতে পারেন |

সবাইকে সালাম জানিয়ে ৪র্থ পোস্ট শুরু করলাম। আজ আপনাদের উপহার দিব Windows XP –এর একটি মোডিফাইড ভার্শন। কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলি এর মাঝে কি কি নতুনত্ব আছেঃ



সম্পূর্ন নতুন আকর্ষনীয় লুক।
এডিশনাল সফটওয়্যার প্যাক যা উইন্ডোজ ইন্সটলের সাথে সাথে আপনার সিস্টেমে ইন্সটল হয়ে যাবে অর্থাৎ আপনাকে উইন্ডোজ সেটাপের পর নতুন করে (যা এই প্যাকে ইনক্লুডেড) কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না।
চলুন দেখে নেই কি কি আছে এডিশনাল প্যাক-এঃ


7-Zip – File Compression Utility!
Adobe Acrobat Reader 9.0
Adobe Flash Player 10.2.161.23 – Latest Flash Player Update
Adobe PageMaker 6.5 – Make Documents Easily!
Adobe Photoshop 6 Extended – Light weight, but Fully Functional Image Editor!
Atomic Clock – Synchronizes System Clock via Internet
Audacity – Free Audio Editor
Bandwidth Monitor – Monitor Internet Speed
BitLord 1.1 – Torrent Client
Clipboard Catcher – Monitor Clipboard
CDRoller – CD/DVD Recovery, Disk Image Viewer
ClocX – Desktop Clock!
Control Panel Addon- Clear Type Tuning
Control Panel Addon- DirectX
Control Panel Addon- Startup
Control Panel Addon- Tweak UI
CPU-Z – System Information
Disk Cleaner – Cleans Temporary Files, History
DVD Shrink – Decrypt and Copy DVD Movies!
Empty Folder Finder
English Malayalam Dictionary
Essential Fonts Pack (with Indian Rupee Symbol)
Extra Themes (Enable Unsigned Themes with TuneUp Utilities > Styler)
Extra Wallpapers, Mouse Pointers
Fast File Finder
FastStone Image Viewer(Manual File Association Needed)
FLVPlayer – Play YouTube flv Videos
Font Expert – Font Viewer
Google Chrome – Ever Fast Browser! (v10.0 : Dec-2010)
Handy Recovery – File Recovery Tool
InfraRecorder – CD/DVD Buring Tool
Internet Download Manager – Download Manager
Internet Explorer v8.0 – Latest Update for XP!
IsoBuster – CD/DVD Recovery, Disk Image Viewer
Leap Office & ISM Malayalam – Malayalam Typing Tutor
Madhuri – Malayalam Typing
Mummy Maze Deluxe – Puzzle Game
Metapad – Like Notepad!
Microsoft RegClean – Registry Repair Tool
Mozilla Firefox 4.0 – Latest Browser!
Mp3 Ripper – Audio CD Ripper!
Ninja 1.6 – Protection from USB Virus
Opera v11 – Latest Browser!
PicPick – Image Editor with Screen capture!
Rainlendar – Desktop Calendar
Recuva – Data Recovery
Reg Tweaks – Some Registry Tweaks for XP!
ResHacker –Application Resource Viewer & Editor!
RocketDock – Desktop Dock!
Sib Icon Editor – Free Icon Editor
SoftKey Revealer – View Registration Keys
Talk It! – Computer Can Talk!
TeraCopy – File Copying Utility
The KMPlayer v3.0 – All-in-One Media Player!
Torrent Search (Desktop Multi Search Engine)
Total Video Converter – Convert Any Video/Audio!
TuneUp Utilities 2007 – System Tweaking Tool
TweakUI XP – System Tweaking Tool
Ultra Video Splitter – Video Cutter
Unicode2ML – Malayalam Unicode Text to ASCII Text
Unstoppable Copier – File Copying Utility
USB Disk Ejector – Safely Remove USB Memory!
uTorrent v2.2 – Torrent Client
Video Edit Master – Video Cutter & Joiner for mpg, avi
VLC Media Player – All-in-One Media Player!
Winamp – Music Player!
WinRAR – File Compression Utility!
Windows Media Player v11 – Latest Update!
WMouseXP Remote – Your Mobile Can be a Bluetooth PC Remote!
Youtube Downloader HD – Free Youtube Video Downloader



কিভাবে ইন্সটল করবেনঃ

*প্রথমে নিচের লিংক থেকে পার্ট করা ISO ফাইলগুলো ডাউনলোড করে নিন।

* winRAR –দিয়ে Extract করে নিন। (শুধু মাত্র সবগুলো পার্ট ডাউনলোড করা হলে Extract করবেন)

* একটি CD তে ফাইলটি রাইট করে নিন।

* এখন CD –থেকে বুট করে নিয়ে ইন্সটল করে নিন।



যদি CD KEY চায় তবে নিচের Key ব্যবহার করুনঃ

****************************************

D36RK-QDFFD-BTWWY-BT7KK-43MGM

****************************************





Download PART – 01 – 200 MB

Download PART – 02 – 200 MB

Download PART – 03 – 200 MB

Download PART – 04 – 46 MB





DOWNLOAD PAGE



ফ্রী জায়গা প্রয়োজনঃ ৩ গিগা বাইট





আশা করি সবার ভাল লাগবে।

ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।

গ্রামীণ-সিম এ ইন্টারনেট ব্যাবহার কারীদের জন্য দারুন সু-খবর

আসসালামু-আলাইকুমঃ ( সালামের উত্তর দেওয়া ওয়াযিব ) কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই অনেক ভাল আছি।

এই টিউন এ আমি আপনাদের কে দেখাব কি ভাবে খুব সহজেই গ্রামীণ-সিম এ ইন্টারনেট প্যাকেজ নিয়া যাই । আমার এই টিউন এর উদ্দেশ্য কিছু সংখ্যক লোকের জন্য । যারা সামান্য এই প্যাকেজ নিতে গিয়ে বার বার কাস্তমার-কেয়ার এ ফোন করেন অথবা বিভিন্ন পথ অবলম্বন করেন । কিন্তু তারা আজ থেকে খুব সহজেই ইন্টারনেট প্যাকেজ নিতে পারবেন । কোন ঝামেলা ছাড়াই । সুধু এই কোড(*111*6*1#) টি ব্যাবহার এর মাধ্যমে । তাহলে চলুন দেখা যাক কি ভাবে কাজ টা করা যাই ……

প্রথমে এই কোড টি *111*6*1# আপনার মোবাইল এ লিখুন । তারপর ডাইল করুন ( টাকা খরচ হবে না ) তারপর লক্ষ করুন ১০ টি প্যাকেজ এর অপশন এসেছে । আপনার যেইটা লাগবে সেইটা মনে রাখুন । যেমন ……

1 P1 (PAYG)



2 P2 ( Unlimited)



এভাবে ১০ টা থাকবে ………।।

তারপর Answer বাঁটনে ক্লিক করুন ।

= 1 P1 (PAYG) এর জন্য 1 লিখে Send করুন …।।

= 2 P2 ( Unlimited) এর জন্য 2 লিখে Send করুন …।।

কিছু ক্ষণ অপেক্ষা করুন Conform Masage দিবে ।

ব্যাস মিতে-গেল !!!!!!!!

আপনার যেটা খুসি সেটা করতে পারেন । তবে প্যাকেজ অনুযায়ী টাকা থাকা লাগবে ।

টিউন টি যদি ভাল লাগে তবে কমেন্তস করবেন ………

আল্লাহ হাফেয !

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More