
আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।প্রিমিয়াম একাউনট এর অনেক টিউন দেখেছি। সেগুলুর অনুসরণে আমার আজকের টিউন।বর্তমানে আমাদের মধ্যে একটা চল শুরু হয়েছে, আমরা টিভি সিরিয়াল, সিনেমা বা কম্পিউটার গেইমস্ ডাউনলোড করি। কেনোনা বাজারের সিনেমার ডিভিডিগুলিতে কথা কাজের মিল থাকেনা, বেশীরভাগই ভালো কোয়ালিটির হয়না তাছাড়া মূল্যও অনেক বেশি । আর গেইমস্ কিনে আনলে দেখা যায় ভেতরে শত শত ভাইরাস দিয়ে ভরা। তাই অগত্যা ডাউনলোড করতেই হয়। ডাউনলোড করার জন্য আছে দুই রকম প্রযুক্তি -১ বিট্টরেন্ট (Bittorrent) এবং২ এইচটিটিপি...