আসসালামু আলাইকুম

শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

প্রিমিয়াম এ্যাকাউন্ট!!! ঝামেলামুক্ত ডাউনলোড

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।

প্রিমিয়াম একাউনট এর অনেক টিউন দেখেছি। সেগুলুর অনুসরণে আমার আজকের টিউন।

বর্তমানে আমাদের মধ্যে একটা চল শুরু হয়েছে, আমরা টিভি সিরিয়াল, সিনেমা বা কম্পিউটার গেইমস্ ডাউনলোড করি। কেনোনা বাজারের সিনেমার ডিভিডিগুলিতে কথা কাজের মিল থাকেনা, বেশীরভাগই ভালো কোয়ালিটির হয়না তাছাড়া মূল্যও অনেক বেশি । আর গেইমস্ কিনে আনলে দেখা যায় ভেতরে শত শত ভাইরাস দিয়ে ভরা। তাই অগত্যা ডাউনলোড করতেই হয়। ডাউনলোড করার জন্য আছে দুই রকম প্রযুক্তি -

১ বিট্‌টরেন্ট (Bittorrent) এবং

২ এইচটিটিপি (Http)

আমাদের দেশের ইন্টারনেট থেকে বিট্‌টরেন্টে তুলনামূলক কম গতি পাওয়া যায় বিধায় আমরা এইচটিটিপি ব্যবহার করি। এখন এইচটিটিপি আবার আরেক ঝামেলা। যারা ফাইলগুলি আমাদের সাথে শেয়ার করে, তারা ফাইল হোস্ট করার জন্য বিভিন্ন সেবা ব্যবহার করে;

যেমন- রেপিডশেয়ার, মেগাআপলোড, নেটলোড, মেগাশেয়ার ইত্যাদী।


এখন এই সেবাগুলি ব্যবহার করার আবার কিছু সমস্যা আছে। আপনি যদি টাকা দিয়ে একাউন্ট না করেন, তাহলে এক আইপি থেকে একের বেশী ডাউলোড করতে গেলে বাঁধা দিবে। আবার আপনি যদি একটি আইপি শেয়ার করেন (যেমন: আপনার অফিসে বা গ্রামীণফোন ইন্টারনেটে বা পাড়ার ছোটো আইএসপিতে), তাহলেও বলবে আপনি বর্তমানে একটি ডাউনলোড করছেন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনি আরেকটি ডাউনলোড করতে পারবেন না। অথচ আপনি ডাউনলোড করছেন না।

এরকম সমস্যা থেকে বাঁচতে আমরা ড়্যাপিডশেয়ার বা মেগাআপলোডের একাউন্ট কিনে ব্যবহার করি। সেটারও সমস্যা আছে। আমি ড়্যাপিডশেয়ার কিনলাম, কিন্তু যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা নেটলোডে দেয়া আছে। এই সব ঝামেলার সমাধান নিয়ে মিপোনি ডাউনলোড ম্যানেজার নামের একটি সমাধান এসেছে। এটা ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে শুধু ডটনেট ফ্রেমওয়ার্ক ২ ইনস্টল করা থাকতে হবে, অন্যথাই সবই ব্রিথা।

লিঙ্কগুলি ধরিয়ে দিলে ক্যপচা ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু মিপোনি নিজে নিজে করবে । আপনি শুধু বসে বসে মজা দেখবেন!

তাহলে আর টাকা দিয়ে রেপিডশেয়ার ব্যবহার করার দরকার কি, মিপোনি দিয়ে কাজ সারলেই হয়।

আমি বলছিনা আসুন আমরা পাইরেসি করি, বা পাইরেডেট জিনিস ব্যবহার করি, কিন্তু এ ছাড়া আমাদের উপায় আপাতত নেই। আমি হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি, কিন্তু কয়টা হলে হলিউডের সিনেমা দেখানো হয়! আমি একটা এক্সবক্সের গেইমস্ কিনে খেলতে চাই, কোথায় পাবো অরিজিনাল গেইমস্? তো কি আর করা। আমার সাথে একমত হলে মতামত দিবেন।

আসা করি ভাল লেগেছে।

আর সমস্যা হলে অবশ্যই জানাবেন ।

কিভাবে পেপাল এ আপনার সাইট এর জন্য donations চাইবেন!!

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন ! আপনাদের কম বেশি সবার ব্লগ আছে !! অনেকে আছে যারা ছাত্র মানুষ !! যেমন আমার মত !! আছে অনেকে !!
ছাত্র হওয়াতে আপনাদের নিকট টাকা নাও থাকতে পারে !! এর ফলে আপনাদের ডোমেইন হোষ্ট ইত্যাদির খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে !! যদি কোন হৃদয়বান বাক্তি যদি আপনার সাহায্য করতে এগিয়ে আসেন কেমন হয়? কিন্তু আপনি যদি সাহায্য করার জন্য বলেন !! তখন একজন মানুষ আপনাকে সাহায্য করবে !! কি তাই না? যদি না বলেন কিভাবে সে বুঝবে যে, আপনার সাহায্যর প্রয়োজন ? তাই আমি আজ আপনাদের শিখাব কিভাবে আপনি আপনার ব্লগ এর জন্য পেপাল এর মাধ্যমে সাহায্য চাইবেন।

তো শুরু করা যাক?

প্রথমে পেপ্যাল.কম এ যান। যদি পেপ্যাল এ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করুন। না থাকলে অ্যাকাউন্ট বানিয়ে নেন। সাইন ইন করার পর Merchant Services এ যান !

তারপর আপনি একটা পেজ পাবেন! সেখানে আপনি Donations নামের একটা লেখা দেখতে পাবেন! সেখানের উপর ক্লিক করতে হবে !!

তারপর আপনি মূল পেজ এ পৌঁছে যাবেন! সেখান থেকে আপনাকে আপনার Donations বাটন সিলেক্ট করতে হবে ! কিভাবে করবেন !! স্কিন শট গুলো দেখুন !



তারপর আপনি আপনার কোড পেয়ে যাবেন !


কোড গুলো আপনি আপনার ব্লগ এর যেখানে ইচ্ছা সেখানে লাগিয়ে নেন !! আপনার কাজ শেষ!!

ধন্যবাদ !

আপনার windows 7 কে genuine করে নিন এক্ষুনি!!!!

বন্ধুরা, কেমন আসছেন সবাই? আসা করি সবাই অনেক ভাল আছেন। এবার আমি আপনাদের জন্য নিয়ে এলাম Windows 7 কে Genuine করার Software । Software টির নাম হচ্ছে Windows 7 Validation Tool । এই টি খুব ভাল একটি Software । Software size মাত্র 169 KB । তাই দেরি না করে জলদি ফ্রী তে ডাউনলোড নিন Software টি। তবে Download করার আগে কিভাবে Genuine করবেন একবার দেখা নিন :



Step 1 : প্রথমে ফাইল টি winrar দিয়ে ফাইল টি open করে নিন।
Step 2 : এবার Choose You System

Step 3 : Validation এ ক্লিক করে PC RESTART করলে কাজ শেষ।
ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
Download Link

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More