কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন ! আপনাদের কম বেশি সবার ব্লগ আছে !! অনেকে আছে যারা ছাত্র মানুষ !! যেমন আমার মত !! আছে অনেকে !!
ছাত্র হওয়াতে আপনাদের নিকট টাকা নাও থাকতে পারে !! এর ফলে আপনাদের ডোমেইন হোষ্ট ইত্যাদির খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে !! যদি কোন হৃদয়বান বাক্তি যদি আপনার সাহায্য করতে এগিয়ে আসেন কেমন হয়? কিন্তু আপনি যদি সাহায্য করার জন্য বলেন !! তখন একজন মানুষ আপনাকে সাহায্য করবে !! কি তাই না? যদি না বলেন কিভাবে সে বুঝবে যে, আপনার সাহায্যর প্রয়োজন ? তাই আমি আজ আপনাদের শিখাব কিভাবে আপনি আপনার ব্লগ এর জন্য পেপাল এর মাধ্যমে সাহায্য চাইবেন।
তো শুরু করা যাক?
প্রথমে পেপ্যাল.কম এ যান। যদি পেপ্যাল এ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করুন। না থাকলে অ্যাকাউন্ট বানিয়ে নেন। সাইন ইন করার পর Merchant Services এ যান !
তারপর আপনি একটা পেজ পাবেন! সেখানে আপনি Donations নামের একটা লেখা দেখতে পাবেন! সেখানের উপর ক্লিক করতে হবে !!
তারপর আপনি মূল পেজ এ পৌঁছে যাবেন! সেখান থেকে আপনাকে আপনার Donations বাটন সিলেক্ট করতে হবে ! কিভাবে করবেন !! স্কিন শট গুলো দেখুন !
তারপর আপনি আপনার কোড পেয়ে যাবেন !
কোড গুলো আপনি আপনার ব্লগ এর যেখানে ইচ্ছা সেখানে লাগিয়ে নেন !! আপনার কাজ শেষ!!
ধন্যবাদ !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন