আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

আচমকা ফাইল হারানোর ভয় আর না আর না !

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

কম্পিউটারে কাজ করার সময় কোন কারনে বন্ধ হয়ে গেলে সর্বশেষ সংরক্ষন করা ফাইল যায় না।’অটোসেভার’ নামের একটি সফটওয়্যার দিয়ে এই weo¤^bv এড়াতে পারেন।মাত্র ৭০ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://www.door2windows.com/download/?tool=AutoSaver&ext=zip ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করুন।সফটওয়্যারটি ইনস্টল করার পর সিস্টেমট্রেতে একটি ফ্লপি আইকন আসবে।উক্ত আইকনে ক্লীক করে কত সময় পরপর ফাইলগুলো সংরক্ষন করবেন তা ঠিক করে নিন এবং Hide বাটনে ক্লীক করে প্রোগ্রামটি লুকিয়ে রাখুন।এরপর থেকে নির্দিষ্ট সময় পরপর প্রোগ্রামটি সংরক্ষিত হবে।কোন ফাইল পূর্বে সংরক্ষন করা না হলে তাহলে তা মনে করিয়ে দেবে ডায়লগ বক্সে।সিস্টেমট্রে থেকে সফটওয়্যারটির properties-এ গিয়ে Run When Windows Start অপশন সক্রিয় করে রাখুন।তাহলে উইন্ডোজ চালুর সাথে সাথে সফটওয়্যারটি সক্রিয় হবে।

আল্লাহ হাফেজ

আপনার সাইট/ব্লগে দেখা যাবে ক্রিকেট ম্যাচের লাইভ স্কোরবোর্ড !

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমাদের অনেকের নিজস্ব ব্লগ/সাইট রয়েছে।বিশেষ করে আমরা ব্লগে নানা রকম গ্যাজেট ব্যবহার করি।

কেমন হত যদি আপনার ব্লগে চলতি ক্রিকেট ম্যাচের স্কোর দেখা যেত ? ক্রিকেটপ্রেমী ভিজিটররা নিশ্চই আসতো । তাহলে ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে www.vcricket.com সাইটে যান।

এই পেজের Put Live Cricket Score Card for your Website / Blog এ ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। পেজের নিচে নানা সাইজের স্কোরবোর্ডের তালিকা আপনি Preview অপশনে ক্লিক করে মনের মত সাজিয়ে নিন। এখন Get Code অপশনে ক্লিক করুন অথবা www.vcricket.com/get_syndicated_scorecard_code.aspx ঠিকানাতে যান।এখন সবার উপরে Developer key অংশে যেকোন একটা key ইচ্ছেমতো দিন অথবা get it from here অপশনে ক্লিক করুন এবq Domain Name/ URL অপশনে আপনার ব্লগ/সাইটের ঠিকানা লিখে Add অপশনে ক্লিক করে প্রাপ্ত কোডটি কপি পেস্ট করুন।এরপর স্কোরবোর্ডের ধরন সিলেক্ট এবং All teams সিলেক্ট করে ন Generate the code বাটনে ক্লিক করুন।তাহলে একটি কোড পাবেন ।ঐ কোডটি আপনার সাইটে/ব্লগে গ্যাজেট হিসাবে ব্যবহার করতে পারবেন।

ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ ।

Usb পোর্টের ক্ষমতা বাড়িয়ে নিন.


My computer>রাইট কিল্কি>Device Manager> Ports > এখন যে পোর্টের ক্ষমতা বাড়াতে চান সেই পোর্টে যে কোন একটা pan drive / sd card.প্রবেশ করুন এর পর>Ports ডাবল কিল্ক করুন>দেখা যাবে আপনার যে ইউএসবি সেখানে দেখা যাচ্ছে>আবার রাইট কিল্ক>Properties> Port Settings>Bits pre second দেখুন অনেক কম করা আছে সেখান থেকে একদম হাইটা সিক্টে করুন>এবার ওকে দিয়ে বেরিয়ে আসুন. কম্পিউটার রিষ্টাট করুন। তার পর দেখুন গতি বেড়েছে কিনা..আমি অনেক উপকার পেয়েছি এবার আপনারা দেখুন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন

প্রথম প্রকাশ:PC HELP CENTER

ডাউনলোড না করে দেখুন কি আছে রার বা জিপ ফাইলে

আমরা সবাই নিয়মিত ডাউনলোড করে থাকি, কিন্তু প্রায় সময়ই ডাউনলোড হওয়ার পরে আফসোস করেতে হয়। বিশেষ করে যারা লিমিটেড নেট ইউজ করেন। যদি দেখেন আপনার অনেকগুলো মেগাবাইট খরচ হয়ে গিয়েছে যেই ফাইল টার জন্য সেইটা পাসওয়ার্ড দেওয়া, কিংবা হয়ত আপনার দরকার শুধুমাত্র একটি ক্রাক বা কিজেন কিন্তু তার জন্য আপনাকে পুরো ফাইল টাই ডাউনলোড করতে হয়েছে। কিন্তু তারপর ষোলোআনা পুরন হয় যদি সেই কিজেন টাই কোরাপ্টেড থাকে। কেমন লাগে, বলুন তো?

আজকে আমি এমনই একটি সফটওয়্যার শেয়ার করব আপনাদের সাথে যা আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দিবে। সফটওয়্যার টির নাম হল Loadscout – ছোট্ট একটা ১ মেগাবাইট সাইজের ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যার টির সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি যেই ফাইল টি ডাউনলোড করতে চাচ্ছেন সেই জিপ বা রার ফাইল টির ভিতরে কি কি ফাইল বা ফোল্ডার আছে এবং যদি আপনি চান সেই ফাইল বা ফোল্ডার এর ভিতর যে কোন এক বা একাধিক ফাইল আলাদা ভাবে ডাউনলোড করতে পারবেন। তবে এইটার সীমাবদ্ধতা হল এইটি টেম্পোরারি লিঙ্ক যেমন রেপিডশেয়ার বা এই টাইপ এর ফাইল হোস্টিং কোম্পানি গুলো দিয়ে থাকে, সেই ধরনের লিঙ্ক সাপোর্ট করে না। এইটি সেই সব সার্ভার এ কাজ করে যারা ডাইরেক্ট লিঙ্ক দেয়। তবে আশার কথা হল মিডিয়া আগুন এইটি সাপোর্ট করে এবং আমি আরও কয়েকটি ফাইল শেয়ারিং সাইট যেগুলো রিজিউম সাপোর্ট দিয়ে থাকে সেই সব সার্ভার এ কাজ করে (তবে এই ক্ষেত্রে সেই সাইট টির অস্থায়ি ডাউনলোড লিঙ্ক টি Loadscout এ কপি করতে হবে)। এখন এইটির ব্যাবহার বিধি জানব। প্রথমে Loadscout সফটওয়্যার টি ওপেন করুন । তারপর ফাইল এর স্থায়ি বা অস্থায়ি লিঙ্ক টি কপি করে open url এ পেস্ট করুন ।


তারপর কিছুক্ষণ processing দেখাবে


এরপর যখন processing টা finished হয়ে যাবে, তখন ডান দিকের প্যানেল এ দেখা যাবে আপনার কাঙ্খিত রার বা জিপ ফোল্ডার টির ফাইল গুলো

এরপরের কাজ তো খুবই সহজ। আপনি শুধু আপনার কাঙ্খিত ফাইল টির উপর রাইট ক্লিক করবেন এবং extract করবেন।

তারপর আপনার যেইখানে খুশি আপনি সেইভ করুন।

Download Link

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More