আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

কম্পিউটারের কনফিগারেশন জানিয়ে দেবে ছোট একটি সফটওয়্যার।



আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
ছোট একটি পোর্টেবল সফটওয়্যার cpu-z_1.58 দিয়ে আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন গুলি এক ক্লিকে দেখে নিতে পারেন। এই জন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে cpu-z_1.58 নামের সফটটি। rar ফাইল Extract করলেই পেয়ে যাবেন আরও দুইটি rar ফাইল। আপনার কম্পিউটার যদি ৩২ বিটের হয় তাহলে cpu-z_1.58-32bits-en কে Extract করুন ৬৪ বিটের হলে cpu-z_1.58-64bits-en এই ফাইলকে Extract করুন। পেয়ে যাবেন cpuzনামের ফাইলটি, এতে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত আপনার কম্পিউটারের সকল কনফিগারেশন।
 এখানে আপনি কম্পিউটারের CPU, Caches, Mainboard, Memory, SPD, Graphics এবং উইন্ডোজের ভার্সন সহ সকল তথ্য। তাহলে বন্ধুরা উপভোগ করুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More