আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

ক্যাপচ সলভিং জব ও কিছু কথা।(আপডেট)

অনেক দিন পর টিজেতে পোস্ট করছি, কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে খুব কৌতুহলী। আর এজন্যই কয়েকটি সাইটে রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি।

এভাবে একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পাই ক্যাপচা সলভ সম্পর্কে।আমি তো মহা খুশি। কাজ পেয়েছি, কাজ কর শুরু করলাম। একে একে ৫k সলভ করলাম।

কিন্তু পেমেন্ট পেলাম না, বুঝলাম ধরা খেয়েছি। তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না।

পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অজোগ্যতার কারনেই। কাজ না পেলেও যা জেনেছি যা শিখেছি তা অনেক!!!!!।

তবে আমি আশা করি এই পোস্ট পড়ার পরে কউ এই ধরনের প্রতারনায় ধরা দিবেন না।

তবে হ্যা, যারা এই ধরনের যারা কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। এটি কোন বায়ার হতে প্রাপ্ত নয়, গুগোল সার্চ করে পেয়েছি।

সুবিধা:

১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট

২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট

৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট

৪. রেফারেল সুবিধা

৫. সাপোর্ট Alertpay, paypal

৬. সার্ভার = ফাস্ট

৭. সাপোর্ট multiple account.

৮. ১০০% পে আউট গ্যরান্টি.

তাই দেরি না করে সাইন আপ করুন

এখানে!!!

এর সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট পাইনি। তাই ট্রাই করতে পারেন।

আর হয়তো বা পোস্টটি ভালো করে সাজাতে পারিনি বা ভাল হয়নি। যা-ই মনে করেন। কিন্তু কোন ব্যাড কমেন্ট করবেন না।

উইন্ডোজ এক্সপির জন্য চরম কিছু থিম

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি উইন্ডোজ এক্সপি এর নতুন কিছু থিম। সবগুলো থিমই এই বছরের। আমাকে অনেকই অনুরোধ করেছেন যে, উ্‌ইন্ডোজ এক্সপির থিম শেয়ার করার জন্য। তাই্ আজ শেয়ার করছি।


C Dark XP Style

OS : Windows XP | Year : 2011 | 16.98 MB

ডাউনলোড লিংক

25 Themes for Windows XP | 20.77 MB

ডাউনলোড লিংক

Muin - curvy Theme for Windows XP | 1.57 MB

ডাউনলোড লিংক

পাসওয়ার্ড চাইলে দিবেনঃ moviesnhacks

ওয়েব সাইট হ্যাকিং এর সফটওয়্যার havij 1.14 pro ফুল ভার্সন

হ্যাকিং এর জগতের এক অসাধারণ সফটওয়্যার এর নাম হাভিজ। আমি এটার প্রো ফুল ভার্সন শেয়ার করলাম। এস কিউ এল ইঞ্জেকশনের জন্য অনেকেই havij pro 1.14 ব্যাবহার করে থাকেন। যারা হ্যাকিং এর উপরে হাতে ঘড়ি নিতে চান তারা অবশ্যই এটি ব্যাবহার করে দেখবেন। সাধারণত এটির মুল কাজ যে কনো ওয়েব সাইটের ভুলনেরবল খুঁজে পাবার পরে সেই ওয়েব সাইটের ডাটা ব্যাস খুঁজে বের করে ডাটাবেস থেকে সেই সাইটের টেবিল খুঁজে বের করে টেবিল থেকে এডমিন এর ইউসার নেম ও পাস ওয়ার্ড এর হ্যাস খুঁজে বের করা। যাদের হ্যাকিং এর মটামটি ধারনা আছে তারা সবাই অবশ্যই হাভিজ কে চিনেন।




মিডিয়া ফায়ার লিংক এ আপলোড করে দিলাম। পাস ওয়ার্ড হল tunerpage.com আসা করছি যারা এই হ্যাকিং সফটওয়্যার টি খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য উপকার হবে। আসা করি টিউনারপেজের লিখক যখন বাড়বে তখন হ্যাকিং ক্লাস শুরু করে হবে এবং তখন হ্যাকিং এর ধারাবাহিক টিউটোরিয়াল সবাই পাবেন। আপাতত সংগ্রহ করে রেখে দিতে পারেন নতুন হ্যাকার গন।

ডাউনলোড করুন এখানে
Password: tunerpage.com

ডাউনলোড করে নিন havij 1.5 pro full version licence 2099

আমার পক্ষ থেকে সকল TJ ভাইদের আসসালামুয়ালাইকুম।আসা করি সবাই ভাল আছেন। tunerpage এ হ্যাকিং ক্লাস চালু হয়েছে আরি মধ্যে আমারা website হ্যাকিং এর ওপর কিছু পোস্ট ও পেয়েছি।

আমার মনে হয় সবাই কম বেশি havij software সম্পরকে জানেন..........................................

havij এর সম্বন্ধে যারা না জানেন তারা এই পোস্ট টি পড়তে পারেনঃhttp://www.tunerpage.com/archives/10581

এই সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে link: http://www.mediafire.com/?hrpddah4casclcq

পছন্দের গান কেটে বানিয়ে ফেলুন রিংটোন।




সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরো একটা পোস্ট । আজকে দিলাম একটা সফটওয়্যার ।নাম mp3 cutter ।যারা পছন্দের গানের কোন অংশ রিং টোন করে রাখতে চান তারা খুব সহজেই এর সাহায্যে তা করতে পারবেন বিট অপরিবর্তিত রেখেই । স্ক্রীনশট দেখে সহজেই এখন শুরু করুন পছন্দের রিংটোন বানানো ।

**প্রথমে অপেন এ গিয়ে একটা ফাইল ওপেন করুন ।
**যেখান থেকে কাটতে চান ক্লিক Set start.
**যে পর্যন্ত কাটতে চান ক্লিক Set end
**সেভ করুন Save selection।

ডাউনলোডের জন্য ক্লিক নীচে ক্লিক করুন।

সাইজ ৬.৬ মেগাবাইট।

ফ্রী সফটয়ার।

ডাউনলোড

ডাউনলোড করুন data recovery wizard professional ফুল ভার্সন


আজ আমার পোস্ট Data Recovery Wizard Professional ফুল ভার্সন নিয়ে,আমরা অনেক সময় ভুলে পুরো ড্রাইভ ফরমেট দিয়ে ফেলি সেক্ষেত্রে প্রয়জনিও অনেক ফাইল চলে যায় EASEUS Data Recovery Wizard Professional ব্যবহার করে আমারা খুব সহজেই ফাইল গুলু ফিরে পেতে পারি,EASEUS Data Recovery Wizard Professional ব্যাবহারের সুবিদাঃহার্ড ডিস্ক ক্র্যাশ কিংবা পার্টিশন হলেও তা থেকে ডাটা উদ্ধার করতে পারে,রিসাইকল বিন থেকেও মুছে যাওয়া ফাইল উদ্ধার করতে পারে, হার্ড ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, মেমোরি স্টিক, ক্যামেরা স্টিক,অন্যান্য থেকে ডাটা উদ্ধার করতে পারে, যারা এইসফটওয়্যার এইর সাথে পরিচয় নেই সেই ভাইদের জন্য আমার এই পস্ত।আশা করি আপনাদের ভাল লাগবে।Windows 2000/XP/2003/Vista/2008/Windows 7 অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে।

DOWNLOAD NOW 4MB ONLY

মাদারবোর্ডের ড্রাইভার সংগ্রহ করুন অতি সহজে

মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে ড্রাইভার সংগ্রহ করার জন্য নেটে বেশ ঘাটাঘাটি করতে হয়। এ সমস্যার খুব চমৎকার সমাধান হতে পারে ১.৮ মেগাবাইটের 3D_Chip নামক সফটওয়্যারটি। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ইনষ্টলের কোন ঝামেলা নেই। ডাউনলোড লিংক http://www.mediafire.com/?27hp30b7iq6f75y নেটে কানেক্ট থাকা অবস্থায় সফটওয়্যারটি চালু করুন।


আপনার নতুন সাইটে seo শুরু করার আগে alexa rank বাড়িয়ে নিন

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন ? আসা করি আল্লাহর রহমতে ভালই আছেন আমিও ভাল আছি আপনাদের দোয়ায় ।
আজকে আপনাদের জানাবো কিবাবে Alexa Rank বাড়াবেন বিষয়টি হয়ত অনেকেই জানেন আর জারা জানেননা তারা ভাল করে দেখেনিন ।
আমি এমন অনেক সাইট দেখেছি জারা কোন পোস্ট ছাড়াই সূধুমাত্য Alexa Rank এর জন্য এই কাজটি প্রথমে করে থাকেন ।
চলুন তাহলে শুরু করা যাক কিবাবে কি করব ? প্রথমে এই লিঙ্ক এ যান এবার সাইনআপ করে লগইন করুন ।

তার পর My Site এ ক্লিক করে Add a New Site এ ক্লিক করুন এবং আপনার সাইটের টাইটেল ও লিঙ্ক দিয়ে Save করুন ।

এবার Credit add করার জন্য Assign Credit ক্লিক করুন তারপর কোন সাইটে কত % এড করবেন তা অটো সেট করেদেন দরুন আপনি ১০০ টি Srurf করেছেন সেই ১০০ টি Credit কোন সাইটে কত ভাগ হিট পড়বে তা এই ছবির মত লিখে Set Auto Assign ক্লিক করেন ।

বেস এবার Start Auto Surfing এ ক্লিক করে চালিয়ে যান আর ৭ দিনের মধ্যে দেখুন আপনার Rank কথায় গেছে । আমরা সবাই রাত্রে ঘুমানোর আগে কম্পিউটার বন্ধ করে ঘুমাই আজ থেকে বন্ধ করবেননা Start Auto Surfing চালু করে ঘুমান । আর জাদের সাইটে গুগল এর এড আছে তারা ভাল Rank হবার আগ পর্যন্ত এড সরিয়ে রাখুন । আজকে এখানেই রাখলাম সবাইকে ধন্যবাদ ,
আরও কিছু Auto Surfing সাইটের লিঙ্ক দিলাম : http://banglatechnologyblog.blogspot.com/2012/01/seo-alexa-rank-seo-part-3.html

how to activate windows 7,vista or any windows os for free.


আসসালামুআলাইকুম,

আজ আমি আপনাদের Windows কে Active করার একটি নতুন পদ্ধতি শিখাব ।আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাজে লাগবে ।আমি নিজেও এই পদ্ধতি ব্যবহার করে আমার নিজের Windows 7 কে Activate করেছি । এটি কোন কঠিন কাজ নয় এটা করতে হলে আপনাকে শুধু একটা ছোট্ট Software Download করতে হবে ।

Software Download করতে এখানে Click করুন
password :shakilg-ahc.blogspot.com
একটা কথা না বললেই নয় যে, এর চেয়ে সহজ কোন পদ্ধতি নেই । আপনার পরিশ্রমটা সর্থক হওক ।

ভাল লাগলে ভাল Comment দিবেন ।ধন্যবাদ আপনাদের সকলকে ।

সফটওয়্যার ছাড়াই পেন ড্রাইভে-এ কপি-পেষ্টের স্পীড বাড়ান

আমরা সকলেই আমাদের কম্পিউটার এ কম বেশি পেন ড্রাইভ ব্যবহার করে থাকি। পেন ড্রাইভ এ কপি-পেস্ট দূত গতির জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা ইচ্ছা করলে সফটওয়্যার ছাড়াই এর গতি বৃদ্ধি করতে পারি।
এর জন্য প্রথমে আপনি My Computer এ রাইট ক্লিক করে Properties এ যান। তারপর ওখানে Hardware এ সিলেক্ট করুন এবং পরে Device Manager যেতে পারেন।

এরপর Ports (Com & LPT ) থেকে Communications port (COM1) এ ডাবল ক্লিক করে নিন। এরপর Port Settings থেকে Bits per second কে সবোর্চ্চ বিট এ অথ্যাৎ 128000 সিলেক্ট করে দিন।

এরপর আবার Flow Control থেকে Hardware সিলেক্ট করে দিয়ে OK করে বেরিয়ে আসুন।এখন দেখুন কপি-পেষ্টের স্পীড কতটা বৃদ্ধি পেয়েছে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More