অনেক দিন পর টিজেতে পোস্ট করছি, কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে খুব কৌতুহলী। আর এজন্যই কয়েকটি সাইটে রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি।এভাবে একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পাই ক্যাপচা সলভ সম্পর্কে।আমি তো মহা খুশি। কাজ পেয়েছি, কাজ কর শুরু করলাম। একে একে ৫k সলভ করলাম।কিন্তু পেমেন্ট পেলাম না, বুঝলাম ধরা খেয়েছি। তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না।পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অজোগ্যতার কারনেই। কাজ না পেলেও যা জেনেছি যা শিখেছি তা অনেক!!!!!।তবে...