আসসালামু আলাইকুম

রবিবার, ৯ অক্টোবর, ২০১১

এক জনের গর্দানে আরেক জনের মাথা লাগান

একটা খুবই ভালো সফটওয়্যার শেয়ার করব আপনাদের কাছে। সেটা হল Face off Max. এটির সাহায্যে এক জনের গর্দানে আরেক জনের মাথা লাগিয়ে দিতে পারবেন খুবই সহজে। এবং সেটি কেউ বুঝতে পারবেনা। মানে একটা সুপারম্যানের ছবির ওপর আপনার মাথা লাগিয়ে দিতে পারেন। Face off Max এর ভেতর আপনি অনেক ইমেজ পাবেন সেগুলো দিয়েও কাজ করতে পারেন বা আপনার কম্পিউটারের ইমেজ দিয়েও কাজ করতে পারেন।

সফটওয়্যারটি ওপেন করলে পাবেন-

এরপর বাঁদিকে লাল রং চিহ্নিত লেখা গুলো পড়ুন এবং Next করুন। তারপর কম্পিউটার থেকে দুটো ছবি নিয়ে Next করুন। এবং এভাবে বাঁদিকে লেখা গুলো পড়তে পড়তে সমস্ত কাজ গুলিই করে ফেলুন। বাঁদিকের লেখা গুলো পড়তে বলছি কারন এগুলো পড়লে খুব সহজেই আপনি প্রোজেক্ট টি সম্পূর্ণ করতে পারবেন।

সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More