
কম্পিউটার ব্যবহারের সময় মাঝে মাঝে এমন সমস্যা দেয় যাতে ফাইল অথবা ফোল্ডার ডিলিট করা যায় না। তখন খুব ঝামেলায় পরতে হয়। এই সমস্যার সমাধান করা যায় কমান্ডের কিছু কাজের মাধ্যমে। কিন্তু অনেকেই এটাকে ঝামেলা মনে করে। আজ আমি দেখাব সবচেয়ে সহজ উপায়ে এই কাজটি কিভাবে করা যায় শুধুমাত্র Notepad দিয়ে।আমি একটি উধারনের মাধ্যমে দেখাচ্ছি।মনে করি আমার পিসির নিচের ফাইলটি ডিলিট হচ্ছে না।প্রথমে যে ফাইলটি ডিলিট হয় না সেই ফাইলের properties এ গিয়ে দেখুন ফাইলটির extension কি।দেখা গেল ফাইলটির extension (.bat) ।এবার...