আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

autodesk maya 2012 ফুল ভার্সন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম Autodesk Maya ২০১২ এর ফুল ভার্সন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিজাইনারা। কিন্তু Autodesk Maya সাধারণত কিনে ব্যবহার করতে হয়। তাই আমি আপনাদের জন্য দিলাম Autodesk Maya ২০১২ এর ফুল ভার্সনটি।

Autodesk Maya 2012 x86 ISO | 1.42 Gb
ইন্সটল করার পদ্ধতি
• Autodesk Maya 2012 ইন্সটল করুন
• এবার Serial 666-69696969, 667-98989898, 400-45454545 দিন
• প্রোডাক্ট কী 657D1
• ইন্সটল শেষ হওয়ার পর পিসি রিস্টার্ট দিন।
• Activate করার আগে আপনি দুটা অপশান পাবেন, যেকোন একটা সিলেক্ট করে সামনে এগিয়ে যান।
• এবার I have an activation code from Autodesk সিলেক্ট করুন।
• এবার একটিভেশন স্ক্রীণ আসলে XFORCE Keygen চালু করুন। এবার আপনার অপারেটিং সিস্টেমের বিট অনুসারে ক্র্যাক নিন।
• এবার Mem Patch এ ক্লিক করুন।
• এবার request code টি কপি করে ক্র্যাকে পেষ্ট করে generate এ ক্লিক করুন।
• তাহলেই আপনি সিরিয়াল পেয়ে যাবেন। এবার ইন্সটল শেষ করুন।



Download Link
Password Mediafire : Max-Warez
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন, আল্লাহ হাফেজ

মিনি টিপসঃ There are unused icons on… মেসেজ বন্ধ করুন

Windows XP ব্যবহার করার সময় মাঝে মাঝে একটা পপ-আপ মেসেজ আসে “There are unused icons on your desktop”। এই ফীচারটার কাজ হল আপনার ডেস্কটপকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু অনেকেই তাদের প্রয়োজনীয় সবকিছু ডেস্কটপে রাখেন।তাদের জন্য এই মেসেজটা বিরক্তিকর।
যেভাবে এটা বন্ধ করবেন:
১. ডেস্কটপে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।
২. Desktop ট্যাবে Customize Desktop… এ ক্লিক করুন।
৩. নিচের দিকে Run Desktop Cleanup Wizard every 60 days থেকে টিক মার্ক তুলে দিন।
৪. OK এবং OK দিন।






মেসেজটা আর দেখাবে না।

How can we disable the “Error Report Sent” to Microsoft?


This feature is used to report the Microsoft about the program which is crushed in your operating system due to any reason. This actually helps Microsoft to study the error which crushed your program and then to solve this error. This feature can be easily disabled…
If you want to disable the error reporting then follow the steps shown below…
Goto “Start” and then open “Control Panel”
Now click on “Performance and Maintance”
Then click on “System”
After that click on “Advanced tab”
Here you will see “Error Reporting” button at the bottom of the window
Now select “Disable Error Reporting”
Press ok
Then press ok

কম্পিউটার এর ফাইল হাইড আথবা সুপার হাইড থেকে সচল করুন

আজ থেকে অনেক দিন আগে আমি এক সমস্যায় পরেছিলাম।আমার কম্পিউটার এর বেশ কিছু ফাইল হাইড হয়ে গিয়ে ছিল।শুধু হাইড না,সুপার হাইড হয়েছিল।ঠিক তখনি একটি সফটওয়্যার এর সন্ধান পেলাম……এটি হলো Hidden File Folder নামের সফটওয়্যার।যা দিয়ে আমি আমার কম্পিউটার এর সব ফাইল আবার আগের মত ফিরিয়ে আনি। এটি আয়তনে ছোট কিন্তু এর কাজের ক্ষমতা অনেক।এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।আপনার কম্পিউটার এ ভাইরাস এর ফলে হাইড হউয়া ফাইল কে এটি দিয়ে আবার আগের মত ফিরিয়ে আনুন।

নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে ।অনেক সময় ভাইরাসের কারনে এই অপশনটি হারিয়ে যায়।এরকম হলে Start/Run-G গিয়ে rundll32 shell32.dll,Control_RunDLL hotplug.dll লিখে ইন্টার চাপুন।এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারন করার জন্য Safely remove অপশনটি পাবেন।

Microsoft Excel এর বাংলা টিউটরিয়াল

Microsoft Excel এর বাংলা টিউটরিয়াল।আমার Microsoft Excel এর হাতেখড়ি এখান থেকেই।অনেকের চাহিদা আছে এই ব্যাপারে।তাই শেয়ার করলাম।ডাউনলোড করতে এখানে ক্লীক করে ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবং SKIP AD এ ক্লীক করুন।

Copy/Past এখন হবে আরও দ্রুত THE Ultimate SPEED

আসসালামুআলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদেরকে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টিপ্স সম্পর্কে জানান দিতে চাই। প্রথমেই বলে রাখা ভাল যে আমি একজন Professional ব্লগার নই , তাই খুব সুন্দর করে Share করা আমার পক্ষে সম্ভব নয় । তবে চেষ্টা করব যেন ভাল ভাবে লিখতে পারি ।
মূল কথায় আশা যাক ,
আমরা অনেকেই BIOS সম্পর্কে ভাল ভাবে জানি না। তবে আজকের টিপ্সটি BIOS সম্পর্কে জানতে নয় BIOSকে UPDATE করা সম্পর্কে। ১ম এ BIOSকে UPDATE করার সুবিধা গুলো বলে রাখি :
1. cut boot times
2. fix compatibility issues
3. improve overall performance
4. brick your system if you do it wrong .

Finally it will improve the speed of your Copy/Past time.

কিভাবে করবেন ?
Bios update করতে হলে আপনাকে যেতে হবে আপনার PC/motherboard manufacturer’s ওয়েবসাইটে । সেখানে BIOS টেব থেকে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে ।

আমার অভিজ্ঞতা :

বিশ্বাস করেন বা না করেন, আমার PCতে Copy/Past এর Speed আগে ছিল ৯৭৩kb/s আর update করার পরে এখন 10mb/s and that’s unbelievable …..

সতর্কতা :

Update করার সময় অন্য কোন program চালু থাকা যাবেনা । update এর সময় power supply নিশ্চত করুন কারণ update চালু থাকা অবস্থায় electricity চলে গেলে পুনরায় BIOS সেট আপ করতে হবে । আপনি যে কম্পানির BIOS ব্যাবহার করেন সেই কম্পানির মূল সাইট থেকে BIOS update করবেন । সবাইকে ধন্যবাদ , আসসালামুআলাইকুম ।

স্বয়ংক্রিয় ভাবে কম্পিউটারের ড্রাইভ আইকন ডেস্কটপে দেখা যাবে।

ছোট একটি সফটওয়্যার সাহায্যে আপনার কম্পিউটারের সিডি ড্রাইভ, নেট ওয়ার্ক ড্রাইভ ও ইউ এস বি ড্রাইভের আইকন গুলি ডেস্কটপে দেখা যাবে। আপনি ইচ্ছে করলে ডেস্কটপ থেকে এর নিয়ন্ত্রণ করতে পারেন My Computer ওপেন করার কোন প্রয়োজন হবে না। এর জন্য আপনাকে Desktop Media নামের সফট টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। মাত্র ৫৭১কেবি। এখান থেকে ডাউনলোড করুন। ইন্সটল শেষে আপনি সিডি কিংবা পেনড্রাইভ অথবা নেট সংযোগের জন্য মডেম লাগালে তা ডেস্কটপে নিচের চিত্রের মত দেখতে


তো বন্ধুরা ব্যবহার করে দেখুন। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

ধন্যবাদ

সফটওয়্যার ছাড়াই ব্যবহার করুন স্কাইপি

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

অনলাইনে প্রিয়জনদের সাথে চ্যাট করতে আমরা অনেকেই পছন্দ করি।টেক্সট চ্যাট,ভিডিও চ্যাট,ভয়েস চ্যাট-চ্যাটের রয়েছে ইত্যাদি নানা ধরন।ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য জনপ্রিয় মাধ্যম্য হলো স্কাইপি ।চ্যাটপ্রেমীদের কাছে স্কাইপির জনপ্রিয়তা তুমুল।

স্কাইপি ব্যবহার করতে হলে স্কাইপির সফটওয়্যার লাগে ।অনেক সময় দেখা যায় সফটওয়্যারটি পিসিতে থাকে না অথবা কাজ করে না ,তখন কি করবেন ? সফটের অভাবে কথা বলা বন্ধ হবে নাকি ? না না তা হতে পারে না !

সফট ছাড়াও স্কাইপি ব্যবহার করা যায় ।

এরজন্য আপনার যেতে হবে https://imo.im/ ঠিকানার সাইটে।এই সাইটে রয়েছে সফট ছাড়াই স্কাইপিতে চ্যাট করার সুন্দর ব্যবস্থা ।আপনি শুধু লগইন করবেন।তারপর আর কিছুই করতে হবে না। এছাড়াও এই সাইট থেকে মাত্র ৯৬৪ কিলোবাইটের ডেক্সটপ ক্লাইন্ট সফট নিয়ে তার দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপ চ্যাটিং করতে পারবেন।

তো আজকে বেশি কিছু আর লিখলাম না ।কারন আপনি নিশ্চই এখন স্কাইপিতে সফটওয়্যার ছাড়াই চ্যাট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন ! তাহলে চ্যাট করে আসুন আর এদিকে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস খুজতে থাকি ।

ডেস্কটপ থেকেই যত খুশি ই-মেইল চেক করুন এক সাথে


সালাম সবাইকে আসা করি ভাল আছেন। আজকে একটি চমৎকার সফটওয়্যার নিয়ে এসেছি এটির কাজ হলো আপনার বিভিন্ন ইমেইল আইডিতে নতুন ইমেইল আসা মাত্রই শব্দ করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার নতুন মেইল এসেছে এবং ডেস্কটপ এলার্টের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করবে আপনাকে নতুন মেইলের খবর দিতে।আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে বারবার কষ্ট করে লগ ইনের ঝামেলা করতে হবে না। আপনার সকল ইমেইল আইডির নতুন ইমেইল গুলো দেখাবে তবে এর জন্য আপনাকে কিছুই করতে হবে না। যদি প্রথমে একবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখেন। প্রতি ১০ মিনিট পর পর চেক করে আপনাকে জানিয়ে দিবে আপনার কোন নতুন মেইল এসেছে কিনা। এটির ফিচার সমুহঃ আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা। সাব্জেক্ট,প্রেরক এবং সময় দেখার সুযোগ সাথে সাথেই। ইমেইল বেক আপ রাখার সুবিধা। যে সকল মেইল আপনি চেক করে নিতে পারবেনঃ Gmail Hotmail Live Yahoo অপারেটিং সিস্টেমঃ Windows ME 2000, XP 2003 Vista Windows 7 26 ডাউনলোড করুন এখানে

কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয়

আজ অনেকেই দেখলাম বাংলা লেখতে পারছেনা বলে অভিযোগ করছেন। তাই ভাবলাম Unicode Base বাংলা লেখার একটি Software অভ্র নিয়ে কিছুটা আলোচনা করি। অভ্রতে বাংলা লেখা তেমন কোন সমস্যাই নয়। যদিও আনেকেই অভ্র সম্পর্কে আবগত্ আছেন তবুও যারা জানেনা তাদের জন্য এট পোস্ট।

ব্যাবহারের নিয়ম ও ছবি এবং অভ্র ৫.০.১ সফটওয়্যার এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন
আশা করি খুব সহজে আপনি নিজেই ব্যাপার গুলো বুঝে নিতে পারবেন।
ভুল হলে ক্ষমা করবেন
ধন্যবাদ

কম্পিউটার বুট হতে কতক্ষন সময় লাগে দেখে নিন।

একটি উপযোগী সফটওয়্যার নিয়ে কিছু কথা বলবো। হা বন্ধুরা, আপনার কম্পিউটার রিস্টার্ট বা নতুন করে ওপেন হতে কতক্ষন সময় লাগে এবং পিসি কি ভাল অবস্থায় না সমস্যার মধ্যে বসবাস করছে, তা জানিয়ে দিবে সফটওয়্যার। এর নাম হচ্ছে BootRacer আপনি এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে আপনি যতবার কম্পিউটার রিস্টার্ট বা সাটডাউন দিন ওপেন করার সময় বুট হতে কতক্ষন সময় লাগছে তা নিচের চিত্রের মত দেখা যাবে

এর পর একটি উইন্ডোতে see why লেখা দেখা যাবে। আপনি ওখানে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

এবং Show History তে ক্লিক দিয়ে জেনে নিতে পারেন পিসি বুট হতে কতক্ষন সময় লেগেছে

দেখুন আমার পিসি বুট হয়ে রেডি হতে মোট সময় লেগেছে ১০৯ সেকেন্ড। তো বন্ধুরাBootRacer সফটটি ব্যবহার করে দেখতে পারেন, আশাকরি ভাল লাগবে।
ধন্যবাদ

জেনেনিন কিভাবে ফায়ারফক্সে Ctrl + Enter এর মান পরিবর্তন করতে হয়

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন।


আজ ফায়ারফক্সের একটা টিপস শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে।

ফায়ারফক্সে শর্টকাট হিসাবে Ctrl + Enter বেশ ব্যবহৃত হয়। সাধারণত এড্রেসবারে কোন শব্দ লিখে Ctrl + Enter চাপলে উক্ত শব্দের শুরুতে http://www. এবং শেষে .com চলে আসে। তাই পুরা ঠিকানা লিখার দরকার হয়না।
তাই ফায়ারফক্সে প্রবেশের ক্ষেত্রে এটি দারুন কাজে দেয়।
কিন্তু আমার কথা হইল তারা যা সেট করে দিয়েছে তাই ব্যাবহার করতে হবে কেন ??
নিজের পছন্দ মত ব্যাবহার করব,
যেমনঃ .net, .blogspot, .info এই রকম অনেক।
যদি এমন কারো পরিবর্তন করতে হয় তাহলে নিয়মটি শিখে রাখুন, কাজে আসতে পারে।


১. মজিলা ফায়ারফক্সে এড্রেসবারে about:Config লিখে এন্টার করুন।
২. এবার I’ll be careful, I promise! বাটনে ক্লিক করুন।
৩. সার্চ অপশন থেকে browser.fixup লিখে সার্চ করুন।
৪. দেখুন এই browser.fixup.alternate.suffix নামে একটা অপশন আসবে
৫. এবার browser.fixup.alternate.suffix দুইবার ক্লিক করে যে ডোমেইন বক্স আসবে সেখানে আপনার পছন্দ মত ডমেইন লিখুন।
৬. কাজ শেষে “OK” press করুন।
খোদা হাফেজ

RAR ফাইলে যেভাবে পাসওয়ার্ড সেট করবেন !!

আস সালামু আলাইকুম। আশাকরি সাবাই ভাল আছেন। কাজের চাপে অনেক দিন যাবৎ পোষ্ট করি না। আজ একটু সময় পেয়েছি তাই ছোট একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছি। গ্রুপে দেখি অনেকই র‌্যার ফাইলে পাসওয়ার্ড কি ভাবে দিতে হয় এ ব্যাপারে পোষ্ট করে। তাই চলুন দেখে নেই কিভাবে র‌্যার ফাইলে পাসওয়ার্ড দিতে হয় ।
প্রথমে এই লিংকে ক্লিক করে WinRAR সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। তার পর এটা ইনস্টল করে ফেলুন।

> এবার যে ফাইলটি পাসওয়্যার্ড দিতে চান তার উপর রাইট বাটন ক্লিক করে Add to archive… এ ক্লিক করুন।
> এরপর Advanced ট্যাব থেকে Set Password বাটনে ক্লিক করুন।



> এর পর পাওয়্যার্ড দিয়ে Ok করুন। আবার Ok করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার RAR ফাইলের পাসওয়ার্ড রিকভার করতে চান ?
ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ…

SAVE করে রাখুন আপনার পছন্দের মানুষের ফেসবুক স্ট্যাটাস

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন।

আজ এবারও ফায়ারফক্সের একটা টিপস শেয়ার করছি। আশা করি এটিও আপনাদের কাজে আসবে।

এড-অন টির নামঃ Save Your Facebook Content
এই এড-অন টির সাহাযে খুব সহজে যে কোন ওয়াল পোস্ট, স্ট্যাটাস ইত্যাদি সেভ করে রাখতে পারে, যা কে কোন সময় আপনি দেখতে পারবে।

একটি বিশেষ সুবিধা ঃ যদি সেভ করা পোস্টটি রিমুভ করা হয় তাহলেও আপনি এই এড- অনের মাধ্যমে দেখতে পারবেন।
আর বিশেষ কিছু বলার নেই, এড-অনটি ভাল লাগলে এখানে ক্লিক করে আপনার ব্রওজারে ইন্সটল করে নিন

Windows Double Explorer

সবাই কে আমার ছালাম আশা করি আপনারা সবাই ভাল আছেন। Windows Double Explorer নিয়ে আজ আমার পোস্ট,আমরা আমাদের সময় বাচানোর জন্য কত কিছুই না করি। তবুও সময় এর হাত থেকে আমরা কেও রক্ষা পেতে পারি না। কারন সময় আমাদের জন্য বসে থাকে না।
যাক আমরা এবার কাজের কথাই আসি ……..Windows Double Explorer এর মাধ্যমে আপনি আপনার মূলবান সময় এর কিছু অংশ বাচাঁতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার দুইটি উইন্ডো একসাথে খুলে কপি,পেষ্ট,মুভ ইত্যাদি কাজ করতে পারবেন। নিচে স্কীন শর্টের মাধ্যমে দেওয়া হল………..

সফটওয়্যারটি পোর্টেবল হলেও খুব সুন্দরভাবে কাজ করে। আশা করি আপনাদের সবার কাজে আসবে..



Download Link

মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন।

মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন। যেমন- Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History এর সকল ইতিহাস। এ জন্য আপনাকে যা করতে হবে ClearAll History নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে হবে। মাত্র ৪.৭৯ মেগাবাইট। rar ফাইল Extract করলেই পেয়ে যাবেন ClearAll History নামের সেটআপ ফাইলটি। ইন্সটল করুন, ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।

এবার Tools এ ক্লিক করুন এবং আপনি যে ইতিহাসটি মুছে ফেলতে চান তাতে ক্লিক করুন। ধরুন আপনি মজিলা ফায়ার ফক্সের ব্রাউজিং ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে আপনি প্রথমে Mozila FireFox এ ক্লিক করে Clear Browsing History তে টিক চিহ্ন দিন এবং Applyকরে CLEAR এ ক্লিক দিন ও কাজ শেষ হলে OK করুন। এইভাবে আপনি Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History উল্লেখিত সকল বিষয়ের ব্যবহার এর ইতিহাস মুছে ফেলতে পারেন। তখন আর কেউ খুজে পাবেনা আপনি আপনার কম্পিউটারে কি কি ব্যবহার করেছেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More