আসসালামু আলাইকুম

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

ডেস্কটপে recycle bin আইকন সরিয়ে দিতে হয় কিভাবে

আপনি মুছে ফেলা হয়েছে উইন্ডোজ ফাইল সংরক্ষণ করতে

আপনার ডেস্কটপ Recycle bin ব্যবহার করেন ।যদি আপনি Recycle bin ব্যবহার করতে না চান তাহলে আপনি আপনার ডেস্কটপ থেকে এইটি সরিয়ে দিতে চেতে পারেন।

এইটি সরিয়ে দিতে একটি দ্রুত trick এখানে।

১।ক্লিক করুন Start –> Run –> লিখুন Regedit

২।নিচে নিম্নলিখিত ব্রাউজ করুন।

HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/Microsoft/Windows/CurrentVersion/explorer/Desktop/NameSpace

৩।ক্লিক করুন Recycle Bin ডানপাশে তারপর ডিলিট প্রেস করে মুছে ফেলে

৪।আপনার ডেস্কটপের Recycle Bin আইকনে বিদায় বলবে।

অভ্র এর সম্পূর্ণ লিখা কে বিজয়ে কনভার্ট করুন

অভ্র দিয়ে সম্পূর্ণ document লিখা কে বিজয়ে কনভার্ট করার জন্য আপনাকে অভ্র এর ৫.১ লাগবে।

না থাকলে http://omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe থেকে download করে নিতে পারেন।

ইন্সটল করুন।

ইন্সটল করা হলে অভ্র টি screen এ আসবে।

তারপর

উপরের ছবি এর মত Unicode to Bijoy text conveter এ ক্লিক করুন। তাহলে নিচের ছবি এর মত একটি Dialog Box আসবে

এখানে Type or Paste Unicode text here এর box আপনার লিখা লিখুন বা MS Word এর অভ্র দিয়ে লিখা সম্পূর্ণ document copy করে paste করুন।

তারপর Convert to Bijoy enciding>> বোতাম এ ক্লিক করুন।

তাহলে আপনি সম্পূর্ণ লিখাটি bijoy এ পাবেন। সেখান থেকে আপনি copy করে MS Word অথবা অন্য কোথাও paste করতে পারবেন।

MS Word এ কপি করলে আপনাকে MS word এর font, বিজয় এর বাংলা font সিলেক্ট করে দিতে হবে

৩৭৫ টাকা বা যতো খুশী বোনাস নিন আপনার যে কোন মোবাইলে

আজকাল অনেকেই অনলাইনে মোবাইল আ্যাকাউন্ট রিচার্জ করে থাকেন । আমার দেখা একটি জনপ্রিয় ও বিশ্বস্ত কোম্পানী হলো ইন্সট্যান্ট রিচার্জ ।
সর্বনিন্ম ৫ ডলার রিচার্জ করা যায় ।
চলতি সপ্তাহে এরা ১০ ডলার বা এর চেয়ে বেশী যে কোন এমাউন্ট রিচার্জে দিচ্ছে অতিরিক্ত ৫০% বোনাস ।
ডলারের আন্তর্জাতিক রেটে এরা দাম দিয়ে থাকে ।
যেমন ধরুন ১০ ডলার রিচার্জ করলে ৭৫০ টাকা ।বর্তমানে বোনাস সহ ১১২৫ টাকা ।

গতকাল আমি ১০ ডলার দিয়ে আমার মোবাইলে ১১২৫ টাকা এনেছি ।

যেভাবে বোনাস পাবেনঃ

এই লিঙ্কে ক্লিক করুন
আ্যালার্টপে / মানিবুকার্স / লিবার্টিরিজার্ভ যে কোন একটি নির্বাচন করুন ।
কান্ট্রি সিলেক্ট করুন, তাহলে অটোমেটিক ভাবে কান্ট্রি কোড সিলেক্ট হয় যাবে ।
আ্যামাউন্ট অর্থাৎ যে পরিমান রিচার্জ করতে চান তা সিলেক্ট করুন ।
পে বাটনে ক্লিক করুন এবং পে করে দিন ।
আপনার মোবাইলের মেসেজ ইনবক্স ও আ্যাকাউন্ট চেক করুন ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More