আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

মাদারবোর্ডের সিডি হারিয়ে গেছে, ড্রাইভার প্রয়োজন?

মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে ড্রাইভার সংগ্রহ করার জন্য নেটে বেশ ঘাটাঘাটি করতে হয়। এ সমস্যার খুব
চমৎকার সমাধান হতে পারে ১.৮ মেগাবাইটের 3D_Chip নামক সফটওয়্যারটি। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ইনষ্টলের কোন ঝামেলা নেই। ডাউনলোড করুন এখান থেকে। নেটে কানেক্ট থাকা অবস্থায় সফটওয়্যারটি চালু করুন।
undefined





 

MS Excel সংক্রান্ত টিপস

** MS Excel এ কাজ করতে গিয়ে একই সেলে একাধিক লাইন লিখতে হয় সেজন্যে এমএস ওয়ার্ডের মতো এন্টার চাপলে নিচের সেলে চলে যায় কিন্তু ঐ সেলে একাধিক লাইন তৈরি হয় না। সেজন্যে Alt+Enter একসাথে চাপলেই পরের লাইনটি
তৈরি হবে।

** প্রিন্ট করতে চাচ্ছেন কিন্তু জানেন না কয়টা পাতা আছে আর আপনি কোন পাতায় অবস্থান করছেন অথবা কত নম্বর পাতা প্রিন্ট করবেন। পেজ নম্বর জানতে চাইলে View >>> Page Break Preview তে ক্লিক করুন। দেখুন জলছাপ দেখা যাচ্ছে। ভয়ের কিছু নেই এই নম্বরগুলো প্রিন্ট হবেনা।

এক্সেলে সংখ্যার পূর্বে ০ (শূন্য) দিতে চাচ্ছেন?

এক্সেলে কোন সংখ্যা যদি ০ (শূন্য) দিয়ে শুরু হয় তবে লিখার পর শূন্যটি থাকেনা। যেমন আপনি লিখলেন ০০১ তা হয়ে যাবে শুধু ১, যদি প্রয়োজন হয় তবে যে সেলগুলোতে সংখ্যার
শুরুতে শূন্য প্রয়োজন সে সেলগুলো সিলেক্ট করুন। Format Menu >> Cells এ ক্লিক করুন। এবার Format Cells Dialogue Box এর NUmber ট্যাব এর Category এর অধীনে Custom সিলেক্ট করুন। এবার ডানপাশে Type এর নিচে যেখানে General লেখাটি রয়েছে General মুছে দিয়ে টাইপ করুন ০০ বা ০০০ বা ০০০০ অথবা যত অংকের সংখ্যা লিখবেন ততটা শূন্য। তারপর ওকে করুন। এর একটু উপরে Sample এর দেখুন কেমন হবে আপনার লিখা সংখ্যাটি।

এক্সলে পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু ভুলে গেছেন !!

Often when an employee departs, they take important Excel passwords with them. This guide outlines how
 to use a simple Excel password recovery application to crack lost or forgotten passwords, allowing you to unlock password-encrypted Microsoft Excel documents quickly as possible.

Step 1: Download and Install the Office Password Recovery Utility

To perform the following recovery steps, you'll need to grab the download of Office Password Recovery Pro, available directly here. (2.1Mb)
Once you've downloaded the program, run the install with the default options.

Step 2: Navigate to the Protected File and Begin the Recovery Process

Click the Open button on the top left, navigate to the protected spreadsheet file:
Excel Password Recovery 1
The Open button launches the Recovery Wizard.
The Wizard gives you the option of simply decrypting the spreadsheet (aka. removing the password protection entirely) or displaying the original document password:
Excel Password Recovery 2

Recovery Option 1: 100% Instant Document Decryption

This option is the quickest way to access your file, but strips all password protection from the document, so you'll need to setup password protection on the file again if you want to lock it down in the future.
With this option, the application securely pings the Password Solutions' server to determine the type of encryption used on the file and determines the best decryption method for removing the password from the Excel workbook:
Excel Password Recovery 3
When prompted, choose where you’d like to save the unlocked, decrypted version and hit OK.
Success! The program now offers to automatically open your unlocked document.
Excel Password Recovery 4

Recovery Option 2: 'Recover the Password to Open'

If the document is password-protected and you’d like to recover the original password (perhaps for use in opening other Office documents) select Recover the Password to Open.
You’ll then be asked a couple questions to aid in determining the password schema. These are geared at narrowing the applications search for possible matches, but are not required.
If you don’t have any idea, simply leave all default selections, press the Next button twice and then click Finish.
Office Password Recovery then starts attempting to crack the password using a number of built-in 'attack schemes' and millions of unique password combinations.
Excel Password Recovery 5
Once your password has been recovered, the program clearly notifies you of the results:
Excel Password Recovery 6
Note: Even the passwords on individual sheets within your Excel workbook are recovered, giving you complete access across the entire workbook.
Excel Password Recovery 7
If you’re stuck and just can’t find that password, we highly recommend downloading Office Password Recovery Pro and running through these steps.

Additional Resources

Microsoft Word password recovery instructions are also available

এক্সেলে ডকুমেন্টের পাতার নিচে পাতা নম্বর, ফাইল নেম এন্ড পাথ দিতে হলে..

এক্সেলে করা কোন ডকুমেন্টের ফুটারে যদি পাতা নম্বর বা ফাইলের নামসহ লোকেশন দিতে হয় তাহলে
File Menu হতে Page Setup > Header/Footer ট্যাব হতে Custom Footer এ ক্লিক করতে হবে। যেদিকে প্রয়োজন সেদিকের Section এ কার্সর রাখতে হবে।  এবার
** যদি পাতা নম্বর প্রয়োজন হয় তাহলে টাইপ করতে হবে &[page]
** যদি মোট পাতার কত নম্বর পাতা তা দেখাতে হয় তাহলে টাইপ করতে হবে &[page] of &[pages]
** যদি ফাইল নেম এন্ড পাথ দিতে চাই অর্থাৎ ফাইলের নাম লোকেশান চাই তাহলে টাইপ করতে হবে &[Path]&[File]
** ফন্ট এবং ফন্ট সাইট পরিবর্তন করতে হলে  বাটনে ক্লিক করে পরিবর্তন করুন।

এক্সেলে নির্দিষ্ট সেলগুলো ফরমেট করুন এক ক্লিকে

একটি রেজাল্ট শীট তৈরি করা হয়েছে। এখন দেখা প্রয়োজন কোন কোন বিষয়ে ৩৩ এর নিচে নম্বর রয়েছে এবং কোন কোন বিষয়ে ৮০ এর উপর নম্বর রয়েছে। খুঁজে খুঁজে বের করা অনেক কঠিন।
এটা করতে হলে কন্ডিশনাল ফরমেট করতে হবে। প্রথমে যে অংশটুকু অর্থাৎ যে কয়টা রো বা কলাম এর মধ্যে এ কাজটি করতে চান সে অংশটুকু সিলেক্ট করুন। এবার Format Menu >> Conditional Formatting এ ক্লিক করুন। এবার যদি চাই ৩৩ এর নিচে কোন কোন সেল রয়েছে তাহলে মাঝের Drop Down menu থেকে Less than সিলেক্ট করুন। ডানপাশের ঘরে লিখুন ৩৩ । Format বাটনে ক্লিক করুন। Font ট্যাব থেকে ইচ্ছেমতো ফন্ট এর কালার দিন Patterns ট্যাব থেকে সেলের কালার কী হবে তা সিলেক্ট করে দিন। এবার নিচের দিকে Add বাটনে ক্লিক করুন। আবার মাঝের ঘরে Drop Down menu থেকে Greater than সিলেক্ট করুন এবং ডানদিকের ঘরে লিখুন ৮০। এবার পূনরায় ডানপাশের Format বাটনে ক্লিক করুন এবং কালার সিলেক্ট করে দিন। এবার দুইবার ওকে বাটনে ক্লিক করুন। দেখুন আপনার চাহিদা পূরণ হয়েছে কিনা?

Excel এ Paste Special এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার

এমএস ওয়ার্ডে Paste Special এর খুব একটা ব্যবহার না হলেও এমএস এক্সেলে এর ব্যবহার প্রতিনিয়তই করতে হয়। যেমন আপনি কয়েকটি সেলে সূত্র প্রয়োগ করে কিছু কাজ করেছেন (শতকরা
হার অথবা যোগফল ইত্যাদি)। এখন চাচ্ছেন শুধু ফলাফলগুলো অন্য জায়গায় নিয়ে যাবেন কপি করে। কপি করে পেষ্ট করে দিলেই হলো। দেখুন তো চেষ্টা করে। এভাবে হবে না। এবার আবার কপি করুন এবং Edit Menu থেকে Paste Special এ ক্লিক করুন। এবার Values সিলেক্ট করুন এবং ওকে করুন। এবার নিশ্চই চলে এসেছে।
আবার ধরুন আপনি কিছু লিখেছেন কলামের পর কলামে কিন্তু এখনে এগুলো এখন নিচে নিচে প্রয়োজন। এটা করতে চাইলে কপি করুন এবং Edit Menu থেকে Paste Special এ ক্লিক করুন। এবার Transpose এর বামেপাশে টিক চিহ্ণ দিন। এবার ওকে করুন।

এক্সেলে ছক বা টেবিলের হেডিং প্রতি পাতায় চাইলে

এক্সেলে একের অধিক পাতায় একই ছক বা টেবিল বা অন্য কোন কাজ করার পর প্রিন্ট
নিলে যদি হেডিং সবপাতার মাথায় না থাকে তাহলে কোনটা কোন কলাম সেটা বুঝার উপায় থাকেনা। এম এস ওয়ার্ডে আমরা টেবিল ম্যানু থেকে Heading Rows Repeat এ ক্লিক করলে যা হয়। এক্সেলে এ কাজটা করতে চাইলে File >>> Page Set up
>>> Sheet tab >>>Rows to repeat at top এর ডানপাশে একটা ছোট লাল তীর চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করে যে কয়টা Row প্রয়োজন সে কটা Row সিলেক্ট করে এন্টার চাপতে হবে। তারপর ওকে করে বের হয়ে আসতে হবে। এবার প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখুন প্রতিটি পাতার উপরেই এই Row গুলো রয়েছে।

Excel এ কাজ করার সময় যত নিচের দিকেই যান হেডিংটা ঠিকই দেখতে পাবেন...

আপনি এক্সেলে কাজ করছেন। একটা শীটের উপরে রয়েছে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, চাকরিতে যোগদানের তারিখ ইত্যাদি। বামপাশে রয়েছে কর্মকর্তা/কর্মচারীর নাম।  যখন নিচের ‍দিকে যাচ্ছেন তখন হেডিং উপরে চলে গেলো। এখণ আর আপনি বুঝতে পারছেন না কোনটা কোন
কলাম। অর্থাৎ কোন কলামে কী রয়েছে এখন আর বুঝতে পারছেন। আবার যখন ডানদিকে যাচ্ছেন তখন কার জন্মতারিখ কোনটা সেটা আর বুঝতে পারছেন না। এখন আপনার প্রয়োজন যেন হেডিংটা যেন সবসময় স্ক্রীনে থাকে এবং বামপাশের নামগুলোও যেন স্ক্রীনে থাকে। আপনি যে কলাম এবং যে রো স্ক্রীনে রাখতে চান তার মাঝামঝি কার্সর রাখুন। এবার Window Menu হতে Freeze Panes এ ক্লিক করুন। আর যারা অফিস ২০০৭ ব্যবহার করেন তারা View Tab হতে Window group, click Freeze Panes, and then click Freeze Panes. ব্যাস এবার হয়ে গেলো।
এটা করার ফলে শুধু দেখা যাবে কিন্তু প্রতি পাতার উপরে হেডিং প্রিন্ট হবে না। প্রিন্ট করতে চাইলে এই পোষ্টটি দেখুন।

অফিস এপ্লিকেশনে ট্যাব আনুন ফটোশপ বা ইন্টারনেট ব্রাউজারের মতো...

অফিস এপ্লিকেশন যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কিংবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রামগুলোতে আমরা একাধিক ফাইল খুললে এগুলো অন্যান্য প্রোগ্রামগুলোর সাথে টাস্কবারে জমা
হতে থাকে। যখন যে ডকুমেন্ট প্রয়োজন তার উপরে ক্লিক করে আমরা কাজগুলো করে থাকি। এতে সমস্যা হলো খুঁজে বের করতে সমস্যা হয়। আর সময়ও অপচয় হয়। কিন্তু এমন যদি হয়, ফটোশপ কিংবা ইন্টারনেট ব্রাউজারগুলোর মতো উপরের দিকে ট্যাব করে অনেকগুলো ডকুমেন্ট খুলে রাখা যায় তাহলে নিশ্চয়ই খুব ভাল হবে। এ কাজটি করতে হলে ১২ মেগাবাইটের একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তাহলেই নিচের ছবির মতো ট্যাব তৈরি হবে।
ডাউনলোড করুন: লিংক ১, লিংক ২,
লিংক ৩

হার্ডডিস্কের পার্টিশন বাড়াতে চান কিংবা কমাতে চান......

হার্ডডিস্কের পার্টিশন কম আরো বাড়াতে চান কোন ডাটা নষ্ট না করেই অথবা অনেকগুলো পার্টিশন হয়ে গেছে কমাতে চান কোন সমস্যা নেই। ব্যবহার করুন Partition Wizard Home Edition 5.2, পার্টিশন ভাঙা গড়ার জন্য এর চেয়ে কোন সহজ উপায় মনে হয় নেই। একবার পরীক্ষা করেই দেখুন। ডাউনলোড করুন
এর চেয়েও আরেকটি ভাল সফটওয়্যার হচ্ছে EaseUS Partition Master Home Edition ডাউনলোড করুন (১১ মে.বা)

হারানো পার্টিশন ফিরিয়ে আনুন...

Easeus Partition Recovery এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডডিস্ক থেকে হারিয়ে যাওয়া ড্রাইভ ফিরিয়ে আনে। ভাইরাসের কারনে হোক, অসাধবধানতা বসত হোক, অন্য যেকোন কারনেই হোক ড্রাইভ যদি মুছে যায় তবে এই সফটও্য়্যার কাজ লাগান। মাত্র ৭ মে.বা. । ডাউনলোড করুন

বিজয় ২০০৩ বা ক্লাসিক কীবোর্ডে লেখা ইউনিকোডে রূপান্তর করুন

ইউনিকোড ফন্টে একটি ডকেুমেন্ট তৈরি করা উচিৎ ছিল কিন্তু আপনি ভুল করে বিজয় ২০০৩ বা ক্লাসিক বা অন্য কীবোর্ড দিয়ে তৈরি করেছেন। এখন কী আবার ইউনিকোড ফন্ট দিয়ে তৈরি করবেন
নাকি এটাকে কনভার্ট করে নিবেন একটা ছোট সফটওয়্যার দিয়ে। দেখুন তো চেষ্টা করে কনভার্ট করতে পারেন কিনা?
নিকস কনভার্টার ডাউনলোড করুন (15 মে.বা) recommended
অভ্র কনভার্টার ডাউনলোড করুন (2.4 মে.বা)
নিকস ২ ফন্ট ডাউনলোড করুন

পেনড্রাইভে লুকিয়ে থাকা হিডেন ফাইল বা ফোল্ডার খুঁজে বের করুন

পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে ভাইরাস থাকলে তা লুকানো অবস্থায় থাকে এবং খোলার সাথে সাথেই তা পিসিতে ছড়িয়ে পড়ে। তাই তা খোলার আগেই যদি খুঁজে বের করে ডিলিট করে ফেলতে পারি তাহলে
ঝামেলা থেকে রেহাই পেতে পারি। অনেক সময় Show hidden files & folder এই অপশনটি চালু করেও খুঁজে পাওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ইন্সটল করার প্রয়োজন নেই। পেন ড্রাইভ পিসিতে লাগিয়ে touchpad-blocker.exe এ ডাবল ক্লিক করলেই অযাচিত ফাইলগুলো দেখাবে। সেখান থেকে ডিলিট করে দিলেই হবে। ডাউনলোড করুন এখানে

ইউএসবি মেমোরি (পেন ড্রাইভ, মেমোরি কার্ড) ফরমেট হচ্ছেনা?

) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ
এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি
এক্ষেত্রে, যা করতে হবেঃ

  • প্রথমে Start থেকে Run গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন
  • যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: " লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে
  • এন্টার দিন
  • একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে
) এনটিএফএস ফরম্যাটঃ
পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 সমস্যা হলে ডিস্কটিকে  NTFS ফরম্যাট করা যায়
এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properties> Hardware গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে
এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে
) উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট বা ডস ফরম্যাট ব্যবহার করেঃ
এক্ষেত্রে Start থেকে Control Panel গিয়ে Administrative Tools দুই বার ক্লিক করতে হবে। তারপর Computer Management দুই বার ক্লিক করতে হবে। এখন বাঁ পাশ থেকে Disk Management ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ/ মেমরি কার্ডসহ সব কটি ড্রাইভের লিস্ট দেখাবে। সেখান থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে
) সফটওয়্যার ব্যবহার করেঃ
উপরের কোন পদ্ধতিতে ইউএসবি ডিস্ক ফরম্যাট না হলে HP USB Disk Storage Format Tool সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এই টুল দিয়ে ইউএসবি ডিস্ককে ডস স্টার্টআপ ডিস্কও বানানো যাবে। সফটওয়্যারটির ব্যবহার খুবই সহজ। মাত্র মেগাবাইটের সফটওয়্যারটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজেই ব্যবহার করে দেখুন
আরো একটি সফটওয়্যার ডাউনলোড করুন FormatMyUSB

প্রিন্টারে Legal Page প্রিন্ট করার অপশন নেই?

For printing the Legal Size (8.5″x14″) , follow the instruction: 
 
Step 1- Go to start 
Step 2-printer and faxs 
Step 3-select printer(Canon LASER SHOT LBP-1210)
Step 4-go to file 
Step 5-select Server properties 
Step 6-select creat new form (for legal page) 
Step 7-give form name legal 1 
Step 8-give paper size width 8.50in, hight 14.00 
Step 9-give paper margin top 0.30in, left 0.30in, right 0.30in, bottom 0.30in 
Step 10-select save form Step 11-then select advanced 
Step 12-select informational notifications for local printers 
Step 13-select apply 
Step 14-then close 
Step 15-select Canon Laser Shot LBP-1210 
Step 16-select printer 
Step 17-select properties 
Step 18-select-select forms 
Step 19-select change forms 
Step 20-select legal 1 
Step 21-select OK 
Step 22-select apply 
Step 23-select OK
Remember: 1 U need to set paper size (8.5″ x 14″) manually in the word documents and befor printing you need to set in printer properties "Legal 1″ for printing. Print preview may not show the whole page but the printer will print the whole page.

প্রিন্টিং সমস্যা

 ** প্রিন্ট করতে গিয়ে ভুল কমান্ড দিয়ে ফেলেছেন। এক পাতা দেয়ার পরিবর্তে অন্যা পাতা দিয়েছেন অথবা সব পাতা দিয়ে ফেলেছেন। এখন আর বন্ধ করতে পারছেন না, একটার পর একটা প্রিন্ট হচ্ছেই।
এই কমান্ড বাতিল করতে চাইলে প্রথমেই দেখুন আপনার প্রিন্টারে কোন Stop আছে কিনা, যদি থাকে তাহলে সেখানে দুইবার চাপ দিন, ব্যাস হয়ে গেল। আর যদি না থাকে তাহলে নিচের লোকেশনে যান।

Start Menu >>> Settings >>> Printers & Faxes (For windows XP)
Start Menu >>> Devices & Printers (For windows 7)

এখানে আপনার প্রিন্টারের নাম লেখা আইকনটির উপর ডাবল ক্লিক করুন। এবার Printer Menu হতে Cancel All Documents এ ক্লিক করে Yes এ ক্লিক করুন। এবার দেখুন বক্সের ভিতরে আর কোন কমান্ড দেখায় কিনা? যদি দেখায় তাহলে পিসি রিস্টার্ট করুন, তাহলেই হবে।

** প্রিন্ট কমান্ড দিচ্ছেন কিন্তু কাগজ টানছে না প্রিন্টও হচ্ছেনা :
Start Menu >>> Settings >>> Printers & Faxes (For windows XP)
Start Menu >>> Devices & Printers (For windows 7)
এখানে দেখুন আপনার যে প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছেন তার নাম লেখা আইকন আছে কিনা এবং সেই আইকনটির উপর টিক চিহ্ন আছে কিনা। যদি আইকন-ই না থাকে তাহলে প্রিন্টারের ড্রাইভার ইন্সটল করতে হবে। আর যদি আইকন থাকে টিক চিহ্ন না থাকে তাহলে বুঝতে এটি ডিফল্ট প্রিন্টার হিসেবে সেট করা নেই। তার জন্য নির্দিষ্ট আইকনটির উপর রাইট বাটনে ক্লিক করে Set as default Printer এ ক্লিক করুন। এবার প্রিন্ট দিয়ে দেখুন। এতেও যদি না আসে তাহলে আবার ঐ পিন্টারের আইকনের উপর রাইট বাটনে ক্লিক করে দেখুন Pause Printing এ টিক দেয়া আছে কিনা যদি থাকে আবার একটা ক্লিক করুন তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

নিটরে যা দেখতে পাচ্ছেন তার কিছু অংশ প্রিন্ট নিতে চান?

আমরা এমএস ওয়ার্ডে কোন কাজ করার সময় অথবা কোন ওয়েব সাইট ভিজিট করার সময় অথবা কোন মেইল চেক করার সময় ওই পেজের কিছু অংশ প্রিন্ট নিনে চাই। কিন্তু
প্রিন্ট কমান্ড দিলে পুরো পাতায় যা আছে সবটা প্রিন্ট হয়ে যায়। যদি আংশিক প্রিন্ট নিতে চাই তাহলে যে অংশটুকু প্রিন্ট নেয়ার প্রয়োজন ওই অংশটুকু মাউস বা কীবোর্ড এর সাহায্যে সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দিতে হবে। প্রিন্ট ডায়ালগ বক্স থেকে Print Range এর অধীনে থাকা Selection সিলেক্ট করে Ok তে ক্লিক করলে শুধু ওই অংশটুকুই প্রিন্ট হবে। এভাবে আমার পোস্ট করা ব্লগগুলোও প্রিন্ট করতে পারেন।

অটোরান (Auto Run) বন্ধ করুন যেকোন ধরণের ড্রাইভের

আমরা জানি যেকোন ধরণের ড্রাইভ যেমন: হার্ডডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, রিমোভেবল ড্রা‌ইভ (পেন ড্রাইভ, মেমোরী কার্ড) ইত্যাদি ড্রাইভে যদি ভাইরাস থাকে আর সেটা পিসিতে লাগানোর

সাথে সাথে অটোরান (Auto Run) হয় অর্থাৎ নিজে থেকেই চালু হয়ে যায় তাহলে সেই ড্রাইভের ভেতরে লুকিয়ে থাকা ভাইরাসগুলোও পিসিতে ইন্সটল হয়ে পিসির বারোটা বাজায়। তাই আমরা এই ড্রাইভগুলোর অটোরান (Auto Run) বন্ধ করে রাখতে চাই। কিন্তু আমরা অনেকেই জানিনা বা খুঁজে পাইনা কোথা থেকে এটা বন্ধ বা চালু করব। এর জন্য ৬৭৭ কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করতে পারি। এটা ইন্সটল করতে হয়না শুধু রান করালেই চলে। তারপর পছন্দের অপশনটিতে টিক চিহ্ণ দিয়ে Apply করে পিসি রিস্টার্ট করলেই হলো। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

undefined

শনিবার, ২১ জুলাই, ২০১২

আপনার বিজয় দিয়ে লেখা টেক্সট কে রুপান্তর করুন অভ্রতে Avro Converter এর সাহায্যে।

“বিসমিল্লাহির রহমানির রহিম”
Avro Converter হল উইন্ডোজ এর জন্য সর্বপ্রথম  free একের ভিতর সব Unicode বাংলা ডকুমেন্ট কনভার্টার . এখন আর প্লেইন টেক্সট কনভার্টার এর জন্য কোন Web based কনভার্টার এর দরকার নেই। অফলাইন এ থেকেই আপনি আপনার টেক্সট সম্পুর্ন হুবহু রুপান্তর করতে পারবেন ইউনিকোড এ।
undefined
যে সকল সুবিধা রয়েছেঃ
  • Bijoy to Unicode
    • Supports Bijoy 2000, Bijoy 200 Pro, Bijoy 2003, Bijoy 2003 Pro, Bijoy 2004 Pro, Bijoy Ekushey 2007 Classic
  • Alpona Professional to Unicode
    • Both Alpona ANSI and Alpona Unicode (Private Range) versions are supported
  • Proshika Shabda to Unicode
    • All Proshika Shabda versions are supported
  • Proborton to Unicode
    • Both Proborton 2 and Proborton 2000 versions are supported

যেভাবে কাজ করবেনঃ
Avro Converter supports a variety range of document conversion by OLE Automation method. So, in a rare number of cases you will need to use Copy>Paste text conversion (which is also supported). The current release supports-
  • Copy>Paste text conversion directly from clipboard
  • Plain text file (*.txt) conversion
  • Rich text file (*.rtf) conversion
  • Microsoft Word Document file (*.doc, *.docx) conversion
  • Microsoft Access Database (*.mdb) conversion

কম্পিউটারের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য একটি PDF ফাইল ডাউনলোড করে নিন (সম্পূর্ণ বাংলায়)

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
বর্তমান বাংলাদেশের আইটির অন্যতম লক্ষ্য হল, সবার ঘরে ঘরে কম্পিউটার পৌছে দেয়া এবং এর সহজলোভ্যতা ও ব্যবহার বৃদ্ধি ।
কম্পিউটার ব্যবহার করতে গেলে তার ব্যবহার বিধি জানা অতি প্রয়োজন ।
কম্পিউটারের ব্যবহারবিধির ওপর ভিত্তি করে আজ আমি আপনাদের একটি ১১৫ Kb এর একটি PDF ফাইল উপহার দেব । আশা করি PDF ফাইলটি আপনাদের ভাল লাগবে ।
PDF ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ফ্রী চেক আপ করে,অসুখ ভালো করে নিন Kingsoft PC Doctor দিয়ে ।

undefined
সবাইকে সালাম , এবং শুভেচ্ছা, আশা করি সবাই ভাল আছেন,আজকের পোস্ট হচ্ছেঃ ফ্রী চেক আপ করে,অসুখ ভালো করে নিন Kingsoft PC Doctor দিয়ে ।
এটি অনেকটা সিক্লিনারের মতো, বাট এতে আরো অনেক কিছু যোগ করা হয়েছে,আমার কাছে বেশ দারুন লাগছে, পিসির যতো আউল ফাউল ভাইরাস, টেম , জাঙ্ক ফাইল আছে ,সব গুলো রিমুভ করে পিসির গতি বৃদ্ধি করবে। এছাড়া রয়েছে oneKey Optimizer , এতা দিয়ে সহজে আপানার রেজিঃ গুলোকে ফিক্সড করতে পারবেন, My Startup দিয়ে সহজে পিসির স্টাট আপ কে সতেজ এবং দ্রুত করতে পারেন, এছাড়া রয়েছে আরো অনেক ফিচার , ইউজ না করলে বুজবেন না :D
Kingsoft PC Doctor কি কি আছেঃ
Amazing Startup Booster

Powerful Privacy Cleaner

Efficient Junk Cleaner

100% Improve PC Performance

Requirements:
· CPU: PIII 500 MHz or higher
· RAM: 128 MB or above

ডাউনলোড করুনঃ এখানে ক্লিক করুন
সাইজ হচ্ছে ৫ এমবি ,
আরো কিছু ছবি দেখুনঃ এখানে
কোন প্রকার সিরিয়াল কী লাগে না ,তাই ইউজ করুন লাইফ টাইম :D
[ পূর্বে প্রকাশিতঃ dailymyblog.com ]
তাহলে আজ আর নয়,সবাই ভাল থাকুন ,আল্লাহ হাফেয।

IDM-7.1 বাজারে আসার আগেই ব্যবহার করুন সবার আগে (৩ মেগা)

ইন্টানেট ডাউনলোড ম্যানেজার মানে আই.ডি.এম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই।
এর আগেও আপনার সাথে শেয়ার করা হয়েছে । তবে এখন যেটা এনেছি তা হলো 7.1 ফুল ভার্সন যা এখনো রিলিজ হয় নি ।  নতুন ভার্সনটিতে কি কি সুবিধা যোগ করা হয়েছে এখোনো সঠিক ভাবে বলতে পারছি না; তবে আমি দেখলাম এর বাটনগুলো 3D আকার করছে; যা অনেক সুন্দর দেখাচ্ছে।
undefined
এটা ইনষ্টল করার পূর্বে যা যা করতে হবে >>
১। আগে থেকেই আইডিএম ইনষ্টল করা থাকলে তা রিমুভ করে দিন।
২। সি ক্লিনার বা অন্য কোন টুলস দিয়ে রেজিষ্ট্রি স্ক্যান করে পরিষ্কার করে ফেলুন।
৩। আপনার কম্পিউটার একবার রিষ্টার্ট দিন পরিষ্কার করার পরে
৪। এবার নতুন IDM টা ইনষ্টল করুন অন্য সব সফ্টওয়্যার এর মতোই
৫। আপডেট চাইলে ভুলেও আপডেট দিবেন না।
৬। সবশেষে আরেকবার পিসি রিষ্টার্ট দিয়ে আরামে ব্যবহার করুন

ডাউনলোড লিংক > http://www.mediafire.com/?gcbha6pz72dk68o
সবধরনের ব্রাউজারে সাপর্ট করাতে আপনাকে যে কাজটি করে নিতে হবে তা হলো
* Download মেনু থেকে Option এ ক্লিক করুন,
* সেখান থেকে General ট্যাব থেকে সবগুলো চেক বক্সে টিক দিয়ে Ok করুন।
ধন্যবাদ সবাইকে………..ভাল থাকবেন।

***** রহস্যময় উত্তর মেরু… *****

georgis05 1277048080 1 earth northpole aa0.3  640x480  ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তর মেরু (North Pole) হল পৃথিবীর সবচেয়ে উত্তর বিন্দু; যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত উত্তর (True North) কে নির্দেশ করে। ভৌগলিকভাবে উত্তর মেরু হল উত্তর গোলার্ধের সেই বিন্দু যেখানে ভূ-পৃষ্ঠকে পৃথিবীর উত্তর এবং দক্ষিন মেরুর কাল্পনিক সরলরেখা (যাকে পৃথিবীর অক্ষ বলা হয়) ছেদ করেছে। তবে মনে রাখতে হবে যে পৃথিবীর উত্তর মেরু বা ভোগলিক উত্তর মেরু আর ভূ-চুম্বকীয় মেরু দুইটি পৃথক জিনিস।
উত্তর মেরু আর্কটিক মহাসাগরের প্রায় কেন্দ্রবিন্দুতে এবং নিকটতম স্থলভাগ গ্রীনল্যান্ডের উত্তর তীর থেকে ৭০০ কিমি (৪০০ মাইল) দূরে অবস্থিত যা প্রায় সর্বদাই চলন্ত বরফ দ্বারা আচ্ছাদিত। যার কারনে বাস্তবে সুক্ষভাবে উত্তরমেরু সনাক্ত করা কঠিন। কেননা উত্তর মেরুতে কোন বরফের উপর আপনি দাঁড়ালে মুহর্তেই বরফ সরে গিয়ে আপনার অবস্থানের পরিবর্তন ঘটাবে। তবে হাতে কম্পাস থাকলে এবং সে অনুযায়ী সার্বক্ষনিক নিজের অবস্থার পরিবর্তন ঘটালে, ক্ষনিকের জন্য হলেও আপনি প্রকৃত উত্তরমেরুতে দাঁড়াতে পারবেন।
georgis05 1277048337 2 northpole was ***** রহস্যময় উত্তর মেরু... *****উত্তরমেরু জয়
এভারেস্ট জয়ের চেয়ে উত্তর মেরু জয়ের ইতিহাস কম রোমাঞ্চকর নয়। কিন্তু কে সর্বপ্রথম উত্তরমেরুতে পা দিয়েছেন তা নিয়ে এখনো বিভ্রান্তি আছে। আমেরিকান অভিযাত্রী ফ্রেডেরিক আলবার্ট কুক তাঁর দুজন সহযাত্রী নিয়ে ২১ এপ্রিল ১৯০৮ সর্বপ্রথম উত্তর মেরুতে পা রাখেন বলে দাবী করেন। কিন্তু কুক এ ব্যাপারে সন্তোষজনক প্রমাণ দেখাতে পারেননি বলে তাঁকে স্বীকৃত দেয়া হয়নি।
তবে উত্তর মেরু জয়ের কৃতিত্ব যাকে দেয়া হয় তিনি হলেন আমেরিকান নেভী ইঞ্জিনিয়ার রবার্ট পিয়েরি। পিয়েরি দাবী করেন তিনি ১৯০৯ সালের ৬ এপ্রিল সর্বপ্রথম উত্তরমেরুতে পা রাখেন। যদিও তাঁর দাবীও বিতর্কিত। কারন তাঁর যাত্রাপথের প্রাথমিক পর্যায়ে ৫ জন সহযাত্রী থাকলেও চুড়ান্ত পর্যায়ে তাঁর সাথে কেউ ছিলনা এবং তিনি যে রুট, সময় ও গতিতে উত্তরমেরু পৌঁছার কথা বলেন তা তার প্রাথমিক সহযাত্রীর বক্তব্যের সাথে মেলেনা।
এভাবে ১৯৮৯ পর্যন্ত রবার্ট পিয়েরিকেই সর্বপ্রথম উত্তরমেরু জয়ী ধরা হয়। কিন্তু ওই সালেই ব্রিটিশ অভিযাত্রী ওয়ালি হার্বার্ট চুলচেরা বিশ্লেষণ করে ঘোষণা করেন যে পিয়েরি আর তার দলবল আসলে ভুল তথ্য দিয়েছেন এবং তারা প্রকৃতপক্ষে উত্তরমেরু পৌছাননি।
এরপর২০০৫ সালে পিয়েরিকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন এবার আরেক ব্রিটিশ অভিযাত্রী টম এভারি। তিনি পিয়েরির বর্ণনা অনুযায়ী রুটে কুকুরবাহী স্লেজে চড়ে যাত্রা শুরু করেন এবং ৩৬দিন ২২ ঘন্টা পর তিনি উত্তর মেরু পৌছান। এই সময় পিয়েরির বর্ণনাকৃত সময় অপেক্ষা ৫ ঘন্টা কম। কাজেই এভারি ঘোষণা করেন যে রবার্ট পিয়েরি আধুনিক দিক-নির্দেশনা যন্ত্র ছাড়াই প্রকৃত উত্তরমেরুতে না পৌছাতে পারলেও এর সবচে কাছাকাছি গিয়েছিলেন এবং তিনিই প্রথম উত্তর মেরু জয়ী।
georgis05 1277048458 3 arctic north pole circle.jpg 2092326501 ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তর মেরুর দিন ও রাত
উত্তর মেরুতে দুইটি মৌসুম–গ্রীষ্মকাল আর শীতকাল। গ্রীষ্মকাল (১৮৭দিন) পুরোটাই দিন আর শীতকাল (১৭৮দিন) পুরোটাই রাত। একারনে উত্তর মেরুতে সুনির্দিষ্ট কোন ঘড়ির সময় নেই এবং পৃথিবীর ন্যায় কোন টাইম জোন নেই। উত্তর মেরুতে কোন জনবসতি নেই। শীতকালে গড় তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা ০ ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার প্রধান প্রাণী হল মেরুভল্লুক আর বরফের নিচে পানিতে থাকা কিছু মাছ।
georgis05 1277049519 6 north pole moon2 ***** রহস্যময় উত্তর মেরু... *****
georgis05 1277048743 4 polar bear in arctic ***** রহস্যময় উত্তর মেরু... *****
georgis05 1277049710 7 fish  640x480  ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তরমেরু ও আর্কটিক অঞ্চলের সীমানা
উত্তরমেরু এবং আর্কটিক অঞ্চল ৫টি দেশ দ্বারা পরিবৃত–রাশিয়া, কানাডা, নরওয়ে, গ্রীনল্যান্ড এবং আলাস্কা। তবে আর্ন্তজাতিক আইন অনুযায়ী পৃথিবীর কোন দেশ উত্তরমেরু বা আর্কটিক অঞ্চলের মালিকানা দাবী করতে পারবে না।
আমেরিকানরা বিশ্বাস করে সান্তা ক্লজ উত্তর মেরুতে বাস করেন।
georgis05 1277049052 5 santa claus father christmas st nick12  640x480  ***** রহস্যময় উত্তর মেরু... *****
উত্তর মেরুর কয়েকটি মজার তথ্যঃ
১। উত্তর মেরুর অক্ষংশ আছে; দ্রাঘিমাংশ নাই (অক্ষাংশ ৯০ ডিগ্রি উত্তর)
২। পৃথিবীর নিজস্ব ঘুর্ণণের কারনে পৃথিবীর বুকের প্রত্যেক বস্তুরও গতি আছে; তবে আপনি যদি প্রকৃত উত্তর মেরুতে দাড়ান তাহলে আপনার গতি হবে শুন্য
২। উত্তর মেরুতে দাড়ালে সবকিছুই হবে আপনার দক্ষিনে
৩। সূর্য্যদয়ের ১৫দিন আগে আর সূর্যাস্তের পর ১৫দিন রাতের বেলা আকাশ দিনের ন্যায় উজ্জল থাকে।
৩। উত্তর মেরুতে দাড়ালে আপনার কি মনে হবে বলুনতো? মনে হবে সারা দুনিয়া আপনার পায়ের নিচে, তাইনা??
শেষে আপনাদের প্রতি একটা প্রশ্ন (কুইজ):যদি কখনও উত্তর মেরুতে যান আর যদি সেখানে নামাজের সময় হয় তাহলে পশ্চিম দিক কিভাবে বের করবেন বলুনতো?

হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।

আমরা এবার keylogger দিয়ে হ্যাক করব। আমরা এর মাধ্যমে যেকোনো ধরনের পাস হ্যাক করতে পারব।
তাসারা মজার বিষয় টা হল এটা কন অ্যান্টিভাইরাস detect করতে সক্ষম হবে না।
এই রকম টিউন টা আমি কিছু দিন আগে করেসিলাম কিন্তু আমি চেয়েসিলাম পর্ব করে টিউন করতে তবে এখন আমি আপনাদের একবারেই মূল বিষয় টা শিখাতে চাই কারন আমার ওয়েবসাইট এ আপনারা মহা মূল্যবান keylogger আর crypter পাবেন। এগুলো এখন আমি আপনাদের দিতে পারসি না
কারন আপনিরা ব্যবহার করতে পারবেন না। সে জন্নই এই পোস্ট টি করা।আমি পরে হয়ত চেইন টিউন করব তবে এই টিউন থেকে আপনারা মূল বিষয় টা বুঝতে পারবেন আসা করি।


প্রথমে আমরা জেনে নিব keylogger কি?
Keyloggin বা Keystroke Logging হে􀇱 একটা হাড􀅪 ওয়􀆟ার অথবা একটা সফটওয়􀆟ার গত িসে􀊁ম মিনটর 􀄺যটা একটা কি􀉑উটার এর 􀆵িত 􀇅 কী 􀄺বাড􀅪
এর 􀄺􀊀াক মিনটর / পয􀅪েব􀇘ণ কের 􀄺রকড􀅪 কের ওই কি􀉑উটার এর ইউজার এর অ􀇷ােত । কীলিগং হাড􀅪 ওয়􀆟ারগত অথবা সফটওয়􀆟ারগত 􀄺যেকােনা উপােয় করা
হয় । একটা অ􀆟াি􀈥ভাইরাস এ কীলগার 􀄺ক 􀄺􀆪াজান এবং ব􀆟াকেডার িহেসেব সনা􀇏 কের ।
আমি আপনাদের কে refelect keylogger আর সাথে পরিচয় করিয়ে দিয়েসি তবে এবার জেতার সাথে পরিচয় করাব সেতা project neptune এটা দিয়ে আপনি আরও বেসি কিছু করতে পারবেন।
ভিকটিম যে যে কাজ করবে টা আপনার কাসে চলে আসবে সাথে ডেক্সটপ আর ইমেজ অ আসবে।
তখন আপনি পেয়ে যাবেন তার সকল পাস।
আসা করি বুঝতে পেরেসেন না বুঝলে আমি আর পরের টিউন এ বিস্তারিত বলব।
এখন build up করার পালা।

ডাউনলোড করে নিন

  • run as administrator করে ওপেন করুন project neptune keylogger টা।
Screenshot 1 1 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।

  • এই রকম একটা উইন্ডো ওপেন হবে।
Screenshot 2 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • ইমেইল setting: এ example@examplesserver.com এই ঘরে আপনার জিমেইল আইডি দিন।
  • sending email account password এ আপনার অ্যাকাউন্ট আর পাস দিন। ভয় নেই হ্যাক হবেন না এইটা এর official সাইট থেকে ডাউনলোড করা। এবার email to recive keystroke logs এ আপনার জিমেইল আইডি টিই দিন।
Screenshot 1 2 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • system wide এ কন কিছু পরিবর্তন করবার দরকার নেই।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • extra option এ আপনি error massage দিতে পারেন।
  • আসারা এর কন কিছু পরিবর্তন করার দরকার নেই।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • এবার server creation এ কিছু কাজ করতে হবে। দাগ দেয়া জায়গায় কয়েক বার ক্লিক করুন।set server process as : এ আপনার সারভার এর নাম দিন।
  • এবার generate new server এ ক্লিক করে সারভার টি browse করে সেভ করুন।
এবার আমরা crypter এর সাথে পরিচয় হব।
Cryptography : এস􀉑েক􀅪 wikipedia বেল
Cryptography (or cryptology; from Greek κρυπτός, “hidden, secret”; and γράφειν, graphein, “writing”, or -λογία, -logia,
“study”, respectively) is the practice and study of techniques for secure communication in the presence of third parties
(called adversaries).
অথ􀅪াৎ সংে􀇘েপ তথ􀆟 􀄺গাপন বা লুকােনার প􀈝িত 􀄺ক cryptography বলা হয় । এটা আসেল এটা িবশাল িব􀇷ান । এ ব􀆟াপাের graduation certificate ও
􀄺দয়া হয়
সুরু করি কাজ আপনারা আনকে বিভিন্ন crypter পাবেন তবে কাজ করবেনা কারন অ্যান্টিভাইরাস ত আপডেট হয় তাই আমরাও  আপডেট crypter ব্যবহার করব। জাতে অ্যান্টিভাইরাস detect করতে না পারে।

this crypter download করে নিন।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
এবার crypter টা ওপেন করুন।
 হ্যাকিং এর মেগা টিউন। সব অ্যাকাউন্ট হ্যাক।
  • সুধু যে যে জায়গায় দাগ দেয়া সেগুলর কাজ আমরা করব।
  • প্রথমে browse for your server hare এ আপনি যেই ফাইল যে তৈরি করলেন সেটা সিলেক্ট করুন।
  • browse for the stub এ আপনি এই crypter এর ফোল্ডার এ একটা stub নামে প্রোগ্রাম দেখতে পারবেন সেটা সিলেক্ট করুন।
  • click hare to generate এ কয়েকবার ক্লিক করুন।
  • এর ডান পাসে দাগ দেয়া দুইতি অপশন সিলেক্ট করে finilize crypter data অপশন এ যান এর পর crypt data এর মাধ্যমে crypt করুন
browse করে ফাইল টি সেভ করুন এর পাঠিয়ে দিন ভিকটিম এর কাসে।
তার পর থেকেই আপনি পেতে থাকবেন তার সবকিসু।
আর এ সব কিছু হবে গোপনে।
সবাই ভাল থাকুন। আর আমার ওয়েবসাইট আর সাথেই থাকুন।

কেও কার ক্ষতির জন্য ব্যবহার করলে আমি দায়ি না।

KNOW HACKING|NO HACKING

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More